নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আলাদা ভাবে কিছুই বলার নেই। খুব সাধারন মানুষ। অন্য আট, দশজনের মতোই।

রাসেলহাসান

লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7

রাসেলহাসান › বিস্তারিত পোস্টঃ

"মুত FM, হন্টেড বাই "কেরসিন তেল"--

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৩



-শুরু করছি আজকের মুত এফ,এম আমি রাসেল আর আমার সাথে উপস্থিত আছেন -মেহেদি হাসান,

আর খান জুবায়ের। তো দেরী না করে সরাসরি

মুল পর্বে চলে যায়।

জুবায়ের ভাই আপনি বলেন একচুয়ালি

আপনার সাথে সেদিন কি ঘটেছিল?

-সেদিন ছিল ঝড় বর্ষার রাত।

আমি আর আমার বন্ধু অনিক বেড়াতে গিছিলাম

আমার এক ফুফু বাড়ি।

এটা ফরিদপুরের ভেতরে। ও আচ্ছা, বললেন রাসেল ভাই।

-হ্যাঁ তারপর?

হ্যাঁ সেদিন ছিল ঝড় বর্ষার রাত,

আমি আর..

ভাই তারপর কি হল এটা তো শুনেছি আমরা,

পরে কি হল?

হ্যাঁ বলছি তো,

আপনি যদি কথার মধ্যে ডিস্টার্ব করেন তাহলে বলব কি করে? ওকে ওকে বলেন...

আমি সন্ধ্যার পর অনিক কে নিয়ে গেলাম এলাকার

এক চায়ের দোকানে। বোঝেন তো ঝড় বর্ষার রাত।

কেউ কোথাও নেই।

শুধু আমি আর অনিক। দোকানে ঢুকেই ছাতি টা বন্ধ করে

আমি দোকানদারকে বললাম,

এক কাপ চা দেন.

.এই কথা বলতে গেলে আমার এখনো শরীরের

লোম সব দাড়িয়ে যায়।

হ্যাঁ তারপর?

হঠাৎ বিজলি চমকায় উঠলো!

অনিক ভয় পেয়ে আমার -ঘাড়ে লাফ দিল।

আমিতো মাটিতে পড়ে গেলাম।

আপনি বিশ্বাস করবেন না রাসেল ভাই,

সেই ব্যাথা আমার এখনো আছে ঘাড়েতে..

এই দেখেন বলে জামা খুলতে লাগলো জুবায়ের।

কি করছেন এসব?

মুল কাহিনীতে আসেন,

বুঝলাম আপনি অনেক ব্যাথা পেয়েছিলেন।

তারপর কি হল?

হ্যাঁ তারপর আমি মাটি থেকে উঠে দোকানের

ভেতরের দিকে তাকালাম।

আমার ভেতর টা কেঁপে উঠলো!

সেখানে দোকানদার নেই।

একটু আগেও কিন্ত মনে হয়েছিল সেখানে কেউ আছে।

আমি আর অনিক আরও ভয় পেয়ে গেলাম।

এরপর বাইরের দিকে তাকিয়ে দেখলাম বিজলির

আলোয় ঝাপসা দেখা যাচ্ছে দূরে থেকে কেউ

আমাদের দিকে হেঁটে আসতেছে।

আমি ঢোক গিলতে লাগ্লাম আর অনিককে শক্ত করে ধরলাম। একটু পরেই সেটা পরিস্কার হল আমাদের কাছে।

দেখা গেল একটা লোক আমাদের দোকানের মধ্যে ঢুকে গেল। আর বলল, কি চান আপনারা।

আমি চোখ বুজেই বললাম আ আ আপনি কে?

লোকটি বলল, আমি -দোকানদার এটা আমার দোকান।

আমি পাশেই মুত্তে গেছিলাম..

এখন বলুন কি লাগবে?

চিন্তা করেন রাসেল ভাই? লোকটা দোকানদার বলে ওই যাত্রায় বেঁচে গেলাম -

নইলে কি হইত "আল্লাহ" মালুম...



সত্যিই খুবই ভয়ানক কাহিনী।।

বল্লেন, রাসেল ভাই।



-কোত্থাও যাবেন না নিচ্ছি ছোট্ট একটা ব্রেক..ব্রেকের পরে আবার আসছি। জুবায়ের -ভাইয়ের আরও লোমহর্ষক কাহিনী নিয়ে............

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৩

মোমেরমানুষ৭১ বলেছেন: আমার এই সাইটটাতে বাংলাদেশের যত এফএম আছে সবই পাবেন.....
http://www.momermanush.com/

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩২

রাসেলহাসান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। টাইম পাইলে ঢুঁ মাইরা আসুমনে.।
:) :#>

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

মুন্তাসীর আর রাহী বলেছেন: হিন্দি সিরিয়াল কালচারের চেয়ে ভূত এফএম কালচার বহুত ভালো... haters gonna always hate ...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০২

রাসেলহাসান বলেছেন: হিন্দি সিরিয়ালই তো সব নষ্টের গোঁড়া।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.