নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আলাদা ভাবে কিছুই বলার নেই। খুব সাধারন মানুষ। অন্য আট, দশজনের মতোই।

রাসেলহাসান

লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7

রাসেলহাসান › বিস্তারিত পোস্টঃ

----"মুত এফেম"----

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১০



শুরু হয়ে গেলো মুত.. (থুক্কু) সরি লিচেনার ভুত এফেম--:P

আমি আছি আরজে রাসেল" আমার সঙ্গে আছেন ভৌতিষ্ট "সুমন ভাই আর বাম পাশে আছে কামরান ভাই। আর খান জুবায়ের ভাই আছে, তয় উনি এখন বাথরুমে আছে। এখানে আসার সময় ওনাকে একদল ভুতে আক্রমন করায় ওনার এখন ডাইরেক্ট লাইন ছুটে গেছে। একটু পর উনি এসে ওনার আক্রমনের এক্সপেরিয়েন্স

বর্ণনা করবে। ততক্ষনে আমরা কামরান ভাইয়ের কাছ থেকে তার নিজের সাথে ঘটে যাওয়া কিছু এক্সপেরিয়েন্সের কথা শুনবো। তো কামরান ভাই সেদিন রাতের কথা কি যেন বলছিলেন? একচুয়ালি সেদিন আপনার সাথে কি ঘটেছিল?

হ্যাঁ, রাসেল ভাই। সেদিন রাতে আমি অনেক রাত্রে বাসায় ফিরতেছিলাম। রাত আনুমানিক একটা কি দুইটা বাজে। আমার বাসার সামনে যখন আসি ঠিক তখন আমার মাথাটা হঠাৎ ঘুরে ওঠে। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি ঘটতেছিল? আমি হাঁটা বন্ধ করে দাড়িয়ে গেলাম। এট দ্যা মেন টাইম, আমি উপলব্ধি করলাম আমার ভেতর দিয়ে কিছু একটা হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম আমি স্বাভাবিক নয়! হাতে চিমটি কেটে দেখলাম, নাহ ঘুমে না আমি বাস্তবেই আছি।

বাসার দরজা খুলতে খুলতে আমার মাথাটা আবার চক্কর দিয়ে উঠলো। আমি বুঝতে পারছিলাম না আমি রুম পর্যন্ত যেতে পারবো কিনা? চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছিল। কি অবাক কাণ্ড! একটু আগেও কিন্ত আমি স্বাভাবিক ছিলাম। তারপর আমার কি হল বুঝলাম না! আমি সিঁড়ি দিয়ে দোতালায় না উঠে পাইপ বেয়ে উপরে ওঠা শুরু করলাম! তারপর জানালা দিয়ে রুমে প্রবেশ করলাম। আমার এখনো মনে পড়ে সে রাতের কথা! আসলে ব্যাপারটা কি ছিল আমি এখনো ঠিক বুঝে পাইনা।

এটা কি জীন ভুতের আঁচড় ছিল? নাকি বাসায় আসার আগে রহিমের কাছ থেকে যে দুই টান গাঁজায় টান দিয়েছিলাম তার আঁচড়? আপনি কি বলতে পারবেন রাসেল ভাই, একচুয়ালি কিসের আঁচড় ছিল?



হুম... চিন্তার বিষয় কামরান ভাই। আসলে খুবই ভয়াবহ ঘটনা!

নিচ্ছি ছোট্ট একটা ব্রেক...কোত্থাও যাবেন না, বিরতির পরই ফিরে আসছি..."খান জুবায়ের" ভাইয়ের ভুতের আক্রমনের ঘটনা নিয়ে...

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৬

সদয় খান বলেছেন: B-) B-) B-) B-) B-) B-)

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮

রাসেলহাসান বলেছেন: ;) :D :D

২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩০

বাংলার তৌহিদ বলেছেন: হেইয়ে তুই দেই মোর মনের কথা কিইচো।যাইতাছি এক খান বেরেকে!!! আর এই খান দিয়া জোবায়ের ভাই বালা করি আগি লক(পায়খানা করে নেক)তার হরে হুইনগুম কেন্নে হেতে ভুতের খপ্পরে হইড়ছে

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯

রাসেলহাসান বলেছেন: B-) B-) :) :D :-P

৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৫২

শামীম সুজায়েত বলেছেন: ভুতের গল্প নিয়ে সব সময় গবেষণার মধ্যে থাকেন এমন একজন পরিচিত মানুষ আছে আমার, যার নাম রায়হান। তিনি একজন ব্যাংকার এবং টিভি ও বেতারের ভুত সংক্রান্ত অনুষ্ঠান গুলোতে অংশ নিয়ে থাকনে। তারঁ ঝুলিতে জমা আছে অনেক ভুতের গল্প।

অত্যন্ত সহজ সরল এই মানুষটিকে আপনার এই মূত, থুক্কু ভুত এফ এম এ হাজির করবেন, প্লি জ !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৫

রাসেলহাসান বলেছেন: দেখি ভাই, নেক্সট এপিসোডে আনা যাই কিনা।। :)

৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৬

ফাহাদ রহমান খান কবির বলেছেন: মজা পাইছি :D

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০১

রাসেলহাসান বলেছেন: ধন্যবাদ।। :)

৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৯

নাসিব ইমরোজ নূর বলেছেন: /:) /:) /:) /:) /:) /:) /:)ভুট লৈয়া ফাযলামি কোরেন মিয়া?

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০১

রাসেলহাসান বলেছেন: ভুট নিয়া ফাইজলামি করলাম কোই? /:)
ভুত নিয়া মজা করি। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.