নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আলাদা ভাবে কিছুই বলার নেই। খুব সাধারন মানুষ। অন্য আট, দশজনের মতোই।

রাসেলহাসান

লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7

রাসেলহাসান › বিস্তারিত পোস্টঃ

সুন্দরী মেয়েরা সাধারণত যেমন হয়!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৫

একটা সুন্দরী মেয়ে, অনেক সুন্দর চেহারা। যে তাকে দেখে সেই তার প্রেমে পড়ে যায়। মেয়েটির পাশের বাসার সুজন, মেয়েটিকে পছন্দ করে।

মেয়েটির থেকে সুজন ২/৩ বছর সিনিয়র হবে।

সুজন একদিন মেয়েটিকে প্রপোজ করলো। মেয়েটি সরাসরি না করে দিল।



সুজনের কি অপরাধ ছিল সুজন নিজেই জানতে পারলনা।

আর কখনো জানারও চেষ্টাও করলো না। মেয়েটির মনে মনে ইচ্ছে ছিল কোন হ্যান্ডসাম এবং বড়লোকের কোন ছেলে এসে তাকে প্রপোজ করবে।



সেই অপেক্ষায় দিন পার করতে লাগলো। কদিন পর ভার্সিটির এক ছেলে (একই ডিপার্টমেন্টের) সোহান প্রপোজ করলো মেয়েটিকে, একই ভাবে নাকজ করে দিল মেয়েটি। সোহান এক বুক দুঃখ নিয়ে চলে গেল। এক সময় অপেক্ষার প্রহর গুনতে গুনতে সঠিক সময়ের অবসান ঘটলো। কিন্ত মেয়েটি তার মিঃ পারফেক্ট এর দেখা পেলোনা..চার,পাঁচ বছর পর, মেয়েটিকে তার ফ্যামিলি থেকে বিয়ে দিল, একজন ছোট খাটো ব্যাবসায়ীর সঙ্গে।



যার বয়স মেয়েটির থেকে ১০/১৫ বছর বেশী হবে। এমন আধবুড়ো ব্যাক্তির সাথেই তার বাকি জীবন কাটাতে হয়। কিন্ত মেয়েটির যখন বিয়ে হয়, তখন..সুজন একজন ডাক্তার অথবা সোহান একজন ইঞ্জিনিয়ার।



মরাল অফ দ্যা স্টোরিঃ সুন্দরী মেয়েরা সারা জীবন তার মিঃ পারফেকশনের খোজ করতে করতে পার করে দেই। কিন্ত অবশেষে তাদের ভাগ্যে জোটে এমন একজন পুরুষ, যাকে তার সাথে কখনই মানায় না। তবুও তাকেই জীবন সঙ্গী হিসেবে গ্রহন করতে বাধ্য হতে হয়। আর সুজন,সোহানের মত ছেলেরা যারা তার যোগ্য থাকে, কিন্ত তার রুপের অহংকারে সে তাদের দূরে ঠেলে দেয়। পরবর্তীতে সুজন,সোহানেরাই কিন্ত সুখি হয়...অবশেষে একটি কথা,



রুপ নিয়ে অহংকার করো না, কথা গুলো কিন্ত বাস্তব। পরিনতি এমনই হতে পারে!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৭

পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০৫

রাসেলহাসান বলেছেন: এতো হাউকাউ কেন?? /:) |-)

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৩

মহিদুল বেস্ট বলেছেন: আহা আহা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৩

রাসেলহাসান বলেছেন: আহা আহা :) :#> :P

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৭

অর্থনীতিবিদ বলেছেন: ঠিকই বলেছেন। এমনই হয়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৫

রাসেলহাসান বলেছেন: ধন্যবাদ। "অর্থনীতিবিদ" ভাই। :)

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪

জিয়ান্থ বলেছেন: fatafati..+++++++++++++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৭

রাসেলহাসান বলেছেন: ধন্যবাদ ভাই। এতোগুলো + দেওয়ার জন্য।। 8-| :)

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১

*কুনোব্যাঙ* বলেছেন: ছাত্র জীবনে প্রত্যাখ্যাত দুর্বার রোমিওদের জন্য চমৎকার সান্তনাসূচক গল্প

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪১

রাসেলহাসান বলেছেন: ঠিক সেরকমই.। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.