নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আলাদা ভাবে কিছুই বলার নেই। খুব সাধারন মানুষ। অন্য আট, দশজনের মতোই।

রাসেলহাসান

লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7

রাসেলহাসান › বিস্তারিত পোস্টঃ

"অসময়ে বৃষ্টি" আর "ভালোবাসা"

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩



তুমি নেই তাই অসময়ে বৃষ্টি ঝরছে!

খেয়ালিরা হারায় মেঘের আড়ালে,

ঝিরি ঝিরি ছিটে ফোঁটা ছড়িয়ে পড়ছে!

টিপ টিপ টাপুর টুপুর বারি ঝরছে।



কবিতারা ছন্দে দুলছে সারাবেলা।

পুরনো স্মৃতিরা করছে ছুই ছুই,

উদাস মনে রং লেগেছে

স্বপ্নিল পাখিরা ফিরছে নীড়ে।



শীতল হাওয়া গুমোট পরিবেশ।

কাঁদা ভরা মাঠটা দেখতেও লাগছে বেশ!

চিলেকোঠায় পাখিদের কিচির মিচির চলছে



বসন্তের প্রথম বৃষ্টি হচ্ছে আজ,

তুমি নেই তাই অসময়ে বৃষ্টি ঝরছে!







ভালোবাসা



আমার পাওয়া না পাওয়ার মাঝে শুধু একটাই পূর্ণতা,

সেটা তোমার ভালোবাসা!



তোমার মাঝে আমার জগৎ টাকে খুজে নেওয়া।

আমার একাকীত্ব সময়টুকু তোমার মিষ্টি হাঁসির মাঝে বিলিয়ে দেওয়া।

আমার শূন্যে আকশে তুমি ভেসে চলা মেঘমালা!



গভীর উদ্বেগের মাঝে এক টুকরো হাঁসি,

সেটা তোমার ভালোবাসা।



উষ্ণতায় তুমি হিম তুমি।

বসন্তের কোকিলের সুরে মিশে আছো তুমি।



হোঁচট খেয়ে যেটুকু পথ চলা,



সেটা তোমার ভালোবাসা!!



যখন তুমি আমার খুব কাছাকাছি থাকো,

তাঁর নাম ভালোবাসা!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

মামুন রশিদ বলেছেন: অসময়ের বৃষ্টি ভালোবাসা জাগিয়ে দিলো ;)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫

রাসেলহাসান বলেছেন: ধন্যবাদ "মামুন" ভাই। মনে হয় এই অখাদ্য লেখা আপনার ভালো লেগেছে। ভালো থাকবেন। :)

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১

এহসান সাবির বলেছেন: তোমার মাঝে আমার জগৎ টাকে খুজে নেওয়া।
আমার একাকীত্ব সময়টুকু তোমার মিষ্টি হাঁসির মাঝে বিলিয়ে দেওয়া।
আমার শূন্যে আকশে তুমি ভেসে চলা মেঘমালা!


চমৎকার.......!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

রাসেলহাসান বলেছেন: আপনার কাছে ভালো লেগেছে জেনে আন্তরিক ভাবে খুশি হলাম।
অসংখ্য ধন্যবাদ।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


উষ্ণতায় তুমি হিম তুমি।
বসন্তের কোকিলের সুরে মিশে আছো তুমি।



ভালো লাগা জানিয়ে গেলাম।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫০

রাসেলহাসান বলেছেন: আপনার ভালো লাগাতে কৃতজ্ঞ রইলাম। অশেষ ধন্যবাদ।
ভালো থাকবেন।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪

জালিস মাহমুদ বলেছেন: ভালো লাগলো

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

রাসেলহাসান বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা জানবেন।।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

অদৃশ্য বলেছেন:





ভালোলাগা জানিয়ে গেলাম...


শুভকামনা...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩

রাসেলহাসান বলেছেন: বলেছেন: আন্তরিক অভিনন্দন জানবেন "অদৃশ্য" ভাই।। আপনার প্রতিও অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইলো। :)

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭

এম এ কাশেম বলেছেন: হোঁচট খেয়ে যেটুকু পথ চলা,

সেটা তোমার ভালোবাসা!!


চমৎকার কথামালা.................।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

রাসেলহাসান বলেছেন: ধন্যবাদ "কাশেম" ভাই। :)

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৯

আমি সাদমান সাদিক বলেছেন: ভালো লাগা রইল :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

রাসেলহাসান বলেছেন: পুলকিত শুভেচ্ছা জানবেন।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.