নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আলাদা ভাবে কিছুই বলার নেই। খুব সাধারন মানুষ। অন্য আট, দশজনের মতোই।

রাসেলহাসান

লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7

রাসেলহাসান › বিস্তারিত পোস্টঃ

বাংলা ব্লগ জগতে "সামুই" সেরা!

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:০৪

আমি ব্লগ কিংবা ব্লগিং জিনিষটার সাথে অনেক পুরনো বললে ভুল হবে, একেবারে নতুনই ধরতে গেলে। সামুতে আমার বয়স আজকে ধরে ৮ মাস তিন দিন হলো। ব্লগ জগতের সঙ্গে আমি গত ১ বছরের থেকে কিছু বেশী সময় কিংবা একটু কম সময় ধরে আছি বলতে গেলে। এই সাইটে আসার আগে অন্য একটা ব্লগে ফার্স্ট একটা আইডি খুলেছিলাম। সেখানে ৩/৪ মাস ব্লগিং করার পর সামুতে এই আইডিটা খুলি। খোলার পর দেখলাম আমাকে সরাসরি প্রথম পাতায় পোষ্ট করতে দেওয়া হবেনা। আমাকে পর্যবেক্ষণে রাখা হলো। পর্যবেক্ষণে থাকা কালিন ৭/৮ টা পোষ্ট করেছিলাম। এরপর এক সপ্তাহের একটু বেশী সময় চলে গেলো, তারপরও আমাকে প্রথম পাতায় জায়গা দেওয়া হলোনা। এরপর আমি সামুর কথা একেবারে ভুলেই বসেছিলাম। ফেসবুকের পাশাপাশি অন্য একটা ব্লগে নিয়মিত ব্লগিং করে যাচ্ছিলাম। মাস খানিক পর কি একটা কাজে মেইলে ঢুকি। তখনই চোখে পড়ে "সামুর" একটা মেইল। আমাকে সরাসরি প্রথম পাতায় পোষ্ট করতে সুযোগ করে দেয়া হয়েছে! তাদের একজন ইউজার হিসেবে আমি উন্মুক্ত হয়েছি। আহ! কি যে ভালো লাগছিলো সেদিন। জানিনা কেন? একের পর এক পোষ্ট দিয়ে আসছিলাম। একটু একটু করে সব কিছু বোঝার চেষ্টা করছিলাম। তখনো ফেসবুকের পাগলামি থেকে নিজেকে পুরোপুরি বেরিয়ে আনতে পারিনি। সর্বক্ষণ ফেবু নিয়ে পড়ে থাকতাম। সামুতে পরিপূর্ণ একজন ইউজার হওয়ার পর থেকে অন্যোন্য ব্লগ থেকে নিজেকে সরিয়ে আনছিলাম। আসলে সরিয়ে আনার কথা বললে ভুল হবে, আমি নিজেই সরে আসছিলাম। সত্য কথা বলতে গেলে আমার এখানেই বেশী সময় দিতে ভালো লাগতো। দারুন দারুন! কিছু ব্লগার এবং তাদের দুর্দান্ত সব পোষ্ট গুলো যেনো পৃথিবীর অন্য কোথাও কেউ দিতে পারবেনা! নিজের কাছে এমনই মনে হতো। সময় নিয়ে সবার পোষ্ট পড়তাম। এবং পড়তেই বেশী ভালো লাগতো বা এখনো লাগে। আমি দেড় বছর আগেও ব্লগ জিনিষটা কি? এটা চিনতামই না! আর এটাই সত্য ছিলো! তবে সামুতে আসার পর শিখেছি ব্লগ বা ব্লগিং বাস্তবে কি? কি করে ব্লগিং করতে হয়। এই সবই পরিপূর্ণ ভাবে শিখেছি সামুর কাছ থেকে! এটাই সত্য! আমার কয়েকটা ব্লগে বেশ কয়েকটা একাউন্ট আছে তবে সত্যি কথা বলতে এখানে ছাড়া কোঁথাও ব্লগিং করে শান্তি পাইনা! এই ব্লগ টা কেমন যেনো আমার রক্তের সাথে মিশে গেছে। এটাই নিজের বাড়ী ঘর বলে মনে হয়। :)



আর কিছু বলবো না। আসলে আমার শরীরটা বেশী ভালো না। গত ৩/৪ দিন ধরে বিছানাতেই আছি। সর্দী, জ্বর, কাশি, গলা ব্যাথা এইসব নানান সমস্যার মধ্যে আছি। দু' দিন ধরে ঔষধ খাচ্ছি। এখনো আগের মত অবস্থা তবে গত কালকের থেকে আজ একটু সুস্থ আছি। বাকিটা আপ্নারা দোয়া করলে "ইনশাআল্লাহ" আগামি দুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবো পুরোপুরি। তাই একটু দোয়া করবেন। অসুস্থতার কথা আপনাদের জানানোর উদ্দেশ্যই আসা আর উপরে যা বলা ওইটা এক্সট্রা! আসলে বলার প্রয়োজন হয়না, "সামু" যে বেস্ট! সেটা সবাই জানে। ;)

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:০৬

দালাল০০৭০০৭ বলেছেন: "সামু" ইজ বেস্ট আই নো।

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:০৯

রাসেলহাসান বলেছেন: হুম..:)
শরীরটা একটু অসুস্থ। দোয়া করবেন। ভালো থাকুন সর্বদা। শুভ কামনা।

২| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:১২

মদন বলেছেন: :)

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:২৬

রাসেলহাসান বলেছেন: :-B :-B

৩| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:১৫

দালাল০০৭০০৭ বলেছেন: সদা যেন সুস্থ রাখেন আল্লাহ এই কামনা করি প্রভুর কাছে।

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:২৭

রাসেলহাসান বলেছেন: ধন্যবাদ। "আল্লাহ" আপনার মঙ্গল করুক।

৪| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:১৮

এহসান সাবির বলেছেন: তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন।

শুভকামনা।

২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:৩০

রাসেলহাসান বলেছেন: "আল্লাহ" আপনার দোয়া কবুল করুক। তিনি যেনো আপ্নাকেও হেফাজতে রাখেন, এই প্রার্থনায়।

৫| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৭

ইমরান হক সজীব বলেছেন: আমার কাছে এখন এইটা সেরা

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৩:৫৩

রাসেলহাসান বলেছেন: যার কাছে যেটা ভালো লাগে। ;)

৬| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:৪১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুস্থ হয়ে উঠুন দ্রুত।

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৩:৫৫

রাসেলহাসান বলেছেন: ভাইরে এন্টিভাইটিকে কাইত করে ফালাচ্ছে! :( :(
ভালো থাকবেন। শুভ কামনা।

৭| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১:৪৫

বেলা শেষে বলেছেন: রাসেলহাসান Brother, i hop you will cure very quickly,
good luck, good days, dua to Allah for you.
Up to next time.

২৪ শে মার্চ, ২০১৪ রাত ৩:৫৭

রাসেলহাসান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। "আল্লাহ" আপ্নাকে সর্বদা ভালো রাখুক এই দোয়া করি। অনেক ভালো থাকুন।

৮| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ২:১১

মুদ্‌দাকির বলেছেন: আমার অবশ্য অন্য গুলার সাথে পরিচয় নাই, তাই জানিনা এটাই সবচেয়ে ভালো কি না !!! তবে হয়ত আপনি ঠিক কারন আমিতো এখানেই !! অন্য কোথাও গেলাম না কেন ????!!

২৪ শে মার্চ, ২০১৪ ভোর ৪:০৩

রাসেলহাসান বলেছেন: অন্য কোথাও যান নাই ভালো করছেন। বেশী ঘাটাঘাটি করা ভালো না! :)

৯| ২৩ শে মার্চ, ২০১৪ ভোর ৫:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: শুভকামনা !!!

২৪ শে মার্চ, ২০১৪ ভোর ৪:৪৫

রাসেলহাসান বলেছেন: অনেক দিন পর ব্লগে আসলেন! ধন্যবাদ জানবেন। ভালো থাকুন নিরন্তন।

১০| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ৮:২১

দি সুফি বলেছেন: ফি আমানিল্লাহ্‌। :)

২৪ শে মার্চ, ২০১৪ ভোর ৫:০৮

রাসেলহাসান বলেছেন: এখনো পুরোপুরি সুস্থ হইতে পারলাম না ভাই! :(
ভালো থাকুন।

১১| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১:০৯

জেরিফ বলেছেন: দালাল০০৭০০৭ বলেছেন: "সামু" ইজ বেস্ট আই নো

যাহা খায় নাই তাহাই অমৃত

:-0 :-0 :-0 :-0

২৪ শে মার্চ, ২০১৪ ভোর ৫:১৪

রাসেলহাসান বলেছেন: B:-) B:-) :||

১২| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ২:০২

কামরুল ইসলাম রুবেল বলেছেন: জেরিফ বলেছেন: দালাল০০৭০০৭ বলেছেন: "সামু" ইজ বেস্ট আই নো

যাহা খায় নাই তাহাই অমৃত




তো জেরিফ সাহেব কি অমৃত খাইয়াচেন এট্টু জানালে কৃতার্থ হইতাম

২৭ শে মার্চ, ২০১৪ সকাল ৭:৩১

রাসেলহাসান বলেছেন: উনি কি অমৃত খাইছেন, সেটা উনি নিজেই জানে না! B-) B-)

১৩| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ৩:৫৮

আমি অপদার্থ বলেছেন: ইমরান হক সজীবের বলকটা আমার সেইরম পছন্দ হয়ছে। আমিতো ঐ বলকের প্রেমে পইড়া গেলাম B-)) B-)) B-))

২৭ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৩৬

রাসেলহাসান বলেছেন: :-P :-P পড়লে পড়েন, আমার মোটেও ভালো লাগে নাই! :-P

১৪| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯

জেরিফ বলেছেন: কামরুল ইসলাম রুবেল বলেছেন:তো জেরিফ সাহেব কি অমৃত খাইয়াচেন এট্টু জানালে কৃতার্থ হইতাম

যাহা খায় নাই তাহা অমৃত

ভালা কৈরা দেখেন ভাই লাইনটাই কি বলা হয়েছে /:) /:) /:)

২৭ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৩৮

রাসেলহাসান বলেছেন: B:-) B:-)

১৫| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৬

মামুন রশিদ বলেছেন: নিঃসন্দেহে একমত ।


এখন আপনার শরীরের কি অবস্থা ? সুস্থ হয়ে উঠুন ।

২৭ শে মার্চ, ২০১৪ সকাল ৭:৩০

রাসেলহাসান বলেছেন: আপনাদের দোয়ায় এখন একেবারেই সুস্থ আছি! :)
"মামুন" ভাই, অনেক ধন্যবাদ আপ্নাকে। মনে করে খবর নিয়েছেন এজন্য। আপনি ভালো আছেন তো? :)

১৬| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১

দীপান্বিতা বলেছেন: এখন সুস্থ আছেন জেনে ভাল লাগছে......সামুতে আমি বেশ অনেকদিন আছি, এখন আর সে ভাবে আসা হয় না...কিন্তু এই সামু আমাকে অনেক দিয়েছে, কত কথা যে এখানে জেনেছি!...কত সুন্দর মানুষদের চিনেছি......সামু তাই আমার খুব আপনজন, কাছের বন্ধু...

০৩ রা এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৯

রাসেলহাসান বলেছেন: একেবারেই মনের কথা বলেছেন। সামু আসলেই একেবারেই আমার আপনজন! খুব কাছের একজন মানুষ মনে হয় এই সামুকে! :) অনেক ধন্যবাদ আপ্নাকে। সময় করে আপনার পোষ্ট গুলো পড়ে আসবো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.