নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আলাদা ভাবে কিছুই বলার নেই। খুব সাধারন মানুষ। অন্য আট, দশজনের মতোই।

রাসেলহাসান

লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7

রাসেলহাসান › বিস্তারিত পোস্টঃ

একটু হাসুন!! ;)

০১ লা জুন, ২০১৫ রাত ৩:০৫

স্যার, আমার ঘুম আসেনা! ৪ দিন ধরে কি করবো?
"ঘুম" আসেনা! তা আমার কাছে কি?
তুই ডাক্তারের কাছে যা! থানায় আইছোত ক্যা?
ও.কে..যাইতেছি!.
"ডাক্তার সাহেব, ঘুম" ৪ দিন আসেনা!

আমি একটি ঔষধ লিখে দিচ্ছি, প্রতিদিন রাতে
খাওয়ার পর খাবেন। দেখবেন সব ঠিক হয়ে গেছে।
এক সপ্তাহ পর আবার আসুন!

৭ দিন পর...
ঝিমাইতে ঝিমাইতে

ডাক্তার সাব, আমার "ঘুম" আসেনা! কি করবো?

আপনি তো এখনো ঝিমাইতেছেন! আবার বলছেন
ঘুম আসেনা??

সত্যিই আমার "ঘুম" আসেনাই!

আমি হাই পাওয়ারের কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো খেয়ে
এক সপ্তাহ পর আসেন!

৭ দিন পর...

রোগীর বড় ভাইঃ ডাক্তার কে আপনি?
ডাক্তারঃ হ্যাঁ, আমি। কেন কি সমস্যা?

সমস্যা তো অনেক বড়! আপনি আমার ভাইয়েরে মাইরা ফেলছেন!
ডাক্তারঃ মানে?? কি বলছেন কি?
রোগীর বড় ভাইঃ মানে গত দুই সপ্তাহ ধরে আপনি আমার ভাইয়েরে
হাই পাওয়ারের ঔষধ দিয়া দিয়া পুরা "ঘুম" পড়াইয়া দিছেন!
মৃত্যুর আগে সে আপনার নাম উল্লেখ করে চিঠি লিখে গেছে!

ডাক্তারঃ :O সে তো বলছিল তাঁর "ঘুম" আসেনা! :O

রোগীর বড় ভাইঃ ওরে ব্যাডা! ঘটনা না বুইঝা খালি ঔষধ দিলে চলবো?
আমার ভাই "ক" রে "ঘ" কয় "ক" উচ্চারন করতে পারেনা! কিছু স্পেলিংএ
ওর সমস্যা আছে। ও কোইতে চাচ্ছিলো ওর বউয়ের কথা। ওর বউয়ের
নাম "কুম" সে ১৮ দিন ধরে গায়েব! তাইতো তোমার কাছে আইছিলো!

ডাক্তার চোক পাকিয়ে চেয়ার থেকে পড়ে গেলো!! :P :P

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৫ রাত ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি

০১ লা জুন, ২০১৫ বিকাল ৪:১৭

রাসেলহাসান বলেছেন: ভালো আস্তে আস্তে হবে! ;) ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০১ লা জুন, ২০১৫ ভোর ৬:৩৫

তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগল। আরো চাই।

০১ লা জুন, ২০১৫ বিকাল ৪:১৯

রাসেলহাসান বলেছেন: "ইনশাআল্লাহ" ভাই দেওয়ার চেষ্টা থাকবে!

৩| ০১ লা জুন, ২০১৫ ভোর ৬:৪২

বটের ফল বলেছেন: =p~ =p~ =p~

০১ লা জুন, ২০১৫ বিকাল ৪:২২

রাসেলহাসান বলেছেন: ;) =p~ :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.