নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আলাদা ভাবে কিছুই বলার নেই। খুব সাধারন মানুষ। অন্য আট, দশজনের মতোই।

রাসেলহাসান

লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7

রাসেলহাসান › বিস্তারিত পোস্টঃ

লটারী

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৩

লটারীর টিকিট কিনে যে বড়লোক হওয়া যায়? এটা প্রথম বুঝেছিলাম ছোট বেলাতে
"বাংলা ছায়াছবি" দেখার মাধ্যমে।

কয়েকটা ছবিতে ভিন্ন ভিন্ন ভাবে ভাগ্য পরিবর্তন হতে দেখা যায়,
জসিম, আলমগীর, রাজ্জাক আরো কিছু নায়ক কে। এরা প্রথমতো গরীব থাকে।
লটারী লাগার কারণে রাতারাতি ভাগ্যের চাকা "একশত ত্রিশ " ডিগ্রীতে ঘুরে যায়!
এসব দেখার পর হঠাৎ করে আমারও বড়লোক হবার স্বাদ জাগলো।
বয়স তখন বারো তেরো।
ওইটা কোন ফ্যাক্ট না। বড়লোক হইতে হবে এটাই লক্ষ্য। কি করার? বুঝিও না কিছুই। কোথায় লটারীর টিকিট বেচেঁ তাও জানি না।
তখন মাথায় এলো প্রতিবেশী "জালাল" চাচার কথা। উনি একজন রিকশা চালক ছিলেন। প্রতি মাসেই 20/25 টা লটারীর টিকিট কিনতেন।
কিন্তু কখনোই তাঁর ভাগ্যের চাকা ঘুরলো না। পেপারে নাম্বার মিলাতেন আর মাঝে মধ্যে চিৎকার দিয়ে উঠতেন,

"ইয়া খোদা! একটুর জন্য মিললো না!

আমি প্যান্টের গিট্টুতে আব্বুর পকেট থেকে চুরি করা "একশো " টাকার নোট গুজে নিয়ে জালাল চাচার কাছে চলে গেলাম। ওনাকে টাকা দিয়ে বললাম,
-লটারী আইনা দেন।
উনি সকাল বেলা মেছওয়াক দিয়া দাত খিলাইতে ছিলেন। মুখ ভরা ছ্যাপ্ মাটিতে ফেইলা বললেন,
-বিকালে আহো।

বিকালের দিকে গিয়ে দেখলাম সে দশ' টা লটারীর টিকিট নিয়ে এসেছেন। টিকিট গুলো আমার হাতে দিয়ে বলল, আট দিন পর ড্র হবে!
আট দিন পর দশ টাকা নিয়ে চলে এসো। পেপার কিনে দুজনে বসে মিলিয়ে দেখবো।

আমি তো খুব খুশি। ক'দিন রাতেও ঠিক মতো ঘুম হতো না। কখন লটারীর ড্র হবে এই চিন্তায়।
অপেক্ষার অবসন ঘটিয়ে এলো সেই মহেন্দ্রক্ষণ। আমি খুব ভোর বেলা জালাল মিয়ার বাড়ির উঠানে গিয়ে উপস্থিত হলাম। তাঁর ঘরের দরজা গুতিয়ে ঘুম ভাঙ্গালাম। দশ টাকা তাঁর হাতে তুলে দিলাম। সে খাওয়া দাওয়া করে রিকশা নিয়ে বেরিয়ে পড়লো। আমি তাঁর ঘরেই বসে আছি। দুপুর 12 টা পর্যন্ত তাঁর বাড়িতে বসে তাঁর দুই স্ত্রী, কন্যা এদের সাথে গল্প করছিলাম। হঠাৎ জালাল মিয়া চলে আসে। এরপর দুজনে বসে সিরিয়াল নাম্বার মেলানোর চেষ্টা করছি। আঙ্গুল কামড়াচ্ছি টেনশনে আর নাম্বার দেখছি। অবশেষে চোখে অশ্রু। একটু একটুর জন্য মিললো না। আমার দশ টা আর জালাল মিয়ার "ত্রিশ টা টিকিটের অপমৃত্যু হইলো!

সেই যে লটারীর টিকিটের প্রতি আমার এল্যার্জি ধরলো আর ছাড়ালো না কখনোই।

একটু বড় হলাম।
বুঝতে শিখলাম। বুঝলাম লটারীর টিকিটে কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না! আরো বুঝলাম এসব কাজ যারা করে তাদের আগের থেকে নাটক সাজানো থাকে। কেউ একজন যেতে সেটাও এদের সাজানো নাটক। লটারি বিক্রি করা সম্পদ সব এরা লুটে পুটে খায়। দু একজন বাইরের মানুষকে দেয় যাতে বিশ্বাস্ততা
থাকে মানুষের। নইলে পরবর্তীতে ব্যবসা করবে কিভাবে?

আরেকটু বড় হলাম,
বুঝতে শিখলাম। গরীবেরা শুধু স্বপ্ন দেখে। অল্পতে বড় হবার স্বপ্ন দেখে। যেটা তাদের ভুল। আলেয়ার পিছে ছুটে শুধু হতাশায় পাওয়া যায় প্রকৃত সুখ না। প্রকৃত সুখ লুকিয়ে আছে পরিশ্রমের আড়ালে।

এই শহরের লাল নীল আলোর মাঝে, মুখোশের আড়ালে লুকিয়ে আছে কিছু মানুষের আসল চেহারা। অর্থ সম্পদের পাহাড় বানাচ্ছে বিত্তশালীরা গরীবদের লুটে লুটে।
পরিশ্রমী মানুষেরা কখনো ধোকায় পড়তে পারে না। অলস মানুষেরা অল্পতে অনেক বেশী কিছু পেতে গিয়ে জীবনের সব থেকে বড় ভুল করে বসে।

স্বপ্ন উড়ছে। টাকা উড়ছে। ভুল ফাদে পা বাড়িয়ে অনেকের গচ্ছিত অর্থ গুলিও শেষ হচ্ছে।
স্বপ্ন দেখুন ছোট ছোট। যেটা আপনি সহজে পুরন করতে পারবেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৬

এহসান সাবির বলেছেন: ভুল ফাদে পা বাড়িয়ে অনেকের গচ্ছিত অর্থ গুলিও শেষ হচ্ছে।

ভালো লিখেছেন।

শুভেচ্ছা রইল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৫

রাসেলহাসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ "সাবির" ভাই। :)

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০৪

এ কে এম রেজাউল করিম বলেছেন:
স্বপ্ন উড়ছে। টাকা উড়ছে। ভুল ফাদে পা বাড়িয়ে অনেকের গচ্ছিত অর্থ গুলিও শেষ হচ্ছে।
স্বপ্ন দেখুন ছোট ছোট। যেটা আপনি সহজে পুরন করতে পারবেন।


অসাধারন উক্তি!!
লেখকের প্রতি সুভেচ্ছা-ভালোবাসা রহিল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৯

রাসেলহাসান বলেছেন: পুলকিত অভিনন্দন জানুন প্রিয় পাঠক! নিরন্তর শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.