নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আলাদা ভাবে কিছুই বলার নেই। খুব সাধারন মানুষ। অন্য আট, দশজনের মতোই।

রাসেলহাসান

লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7

রাসেলহাসান › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যতের ঢাকা শহর!!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

তুহিন সাহেবের একমাত্র মেয়ে বিয়ে দেবে।
ঘটকের সঙ্গে সেই বিষয় নিয়েই কথপোকথন হচ্ছে। চলুন দেখি তারা কি বলে।

ঘটকঃ স্যার, ছেলের পরিবার "মাশাআল্লাহ" খুবই ভালো। দুইটা নৌকার কারখানা আছে শহরে। আলকাত্রার কারখানা তিনটা। সেলও
"আলহামদুলিল্লাহ! খুব ভালো। ছেলে গুলশান নাইট ক্লাবে যাওয়া আসা করে তাঁর পার্সোনাল
"স্পীড বোর্ডে" করে।

তুহিন সাহেবঃ কি বলো? মাত্র দুটো নৌকার কারখানা!!
ঘটক আকুব্বার! তুমি কি জানো না শহরে আমার তিনটি জাহাজের ফ্যক্টরি?

ঘটকঃ সেটা তো জানি হুজুর। কিন্তু ছেলেটা স্বভাব চরিত্রে খুবই ভালো। আপনার মেয়ের কিছু ব্যপার সে জেনেও সম্মতি দিয়েছে এই বিয়েতে।

তুহিন সাহেবঃ কি ব্যাপার খুলে বলো তো?

ঘটকঃ ছেলে কিছুদিন আগে নাইট ক্লাবে যাওয়ার সময় আপনার মেয়ে বিলকিসকে দেখেছিল শহরের সেরা গরীব "আক্কাসের" সঙ্গে তাঁর ডিঙ্গি নৌকাতে প্রেম লীলা করতে!

তুহিন সাহেবঃ ছিঃ ছিঃ ছিঃ, বলছো কি?
এ লজ্জা আমি রাখি কোথায়!!
আকুব্বার! তুমি রিশতা "হা" করে দাও। এই কলঙ্কিনী মেয়ে ওই ঘরেই যাবে।
ছেলের নাইট ক্লাবে যাওয়া ছাড়া আর কোন বদ অভ্যাস নাই তো?

ঘটকঃ জী, হুজুর। আছে। মাছ দেখলে মাঝে মাঝে সে জলে ঝাপিয়ে পড়ে।

তুহিন সাহেবঃ হা হা হা, এই বদ অভ্যাস তো আমারও আছে। তুমি এক্ষুনি ডেট পাক্কা করে আসো। এবার জামাই শশুর মিলে
"সংসদ ভবনে" ঝাপিয়ে পড়বো!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

ভিটামিন সি বলেছেন: আয় আইজকা, পুরাই মাইরালা টাইপ হৈছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫২

রাসেলহাসান বলেছেন: :) :) ;)
ধন্যবাদ।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

ভীতু রাজকন্যা বলেছেন: মজা পেলাম।
বানানে আরেকটু খেয়াল রাইখেন..

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

রাসেলহাসান বলেছেন: দ্রুত লিখতে গেলে টুকটাক বানান ভুল যেতে পারে। তো কোথায় কোথায় বানান ভুল গেছে একটু ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকতাম।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৩

প্রামানিক বলেছেন: মজাদার বটে। ধন্যবাদ

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১

রাসেলহাসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.