নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আলাদা ভাবে কিছুই বলার নেই। খুব সাধারন মানুষ। অন্য আট, দশজনের মতোই।

রাসেলহাসান

লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7

রাসেলহাসান › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যতে যেসব জিনিসের উপরে ভ্যাট নির্ধারন হইতে পারে!! :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭



(এক)
পাব্লিক টয়লেট!

হাগু করলে দশ টাকা + ভ্যাট (দুই টাকা) মোট বারো টাকা।
মুতু করলে পাঁচ টাকা + ভ্যাট (দেড় টাকা) মোট সাড়ে ছয় টাকা।
এক কাজ করতে গিয়ে দুই কাজ করে ফেললে
জরিমানা আরো পাঁচ টাকা!

(দুই)
মুসলমানি দিলে ভ্যাট!

নুনু কাটলেও ভ্যাট দেওয়া লাগবে। ডাক্তারের কাছে কাটালে ভ্যাট পড়বে ডাক্তার ফি বাদে দেড়শ" টাকা।
হাজামের কাছে কাটালে ভ্যাট পড়বে দুইশো!
যেহেতু এখানে কষ্ট একটু বেশী তাই ভ্যাটও বেশী।
(নুনু কাটার টাকা নেবে ইনু)

(তিন)
জন্ম দেওয়ার উপরে ভ্যাট!

সন্তান যেভাবেই ভুমিষ্ঠ হোক না কেন ভ্যাট দেওয়া লাগবেই!
ডেলিভারী করালে ভ্যাট আসবে "দুই হাজার"
নরমালে হলে তিন হাজার!
আগেই বলেছি কষ্ট যেখানে বেশী টাকার পরিমানটা সেখানে একটু বেশীই!

(চার)
প্রেম করার উপরে ভ্যাট!

একটা তদন্ত টীম গঠন হবে। কে কোথায় গাছের নিচে, পার্কের ঝোপ ঝাড়ে, কলেজের ফাকাঁ রুম কিংবা টয়লেটে, রাস্তাঘাট, শপিং মল, রেস্টুরেন্ট
যেখানেই ধরা হবে সেখানেই ভ্যাট চার্জ!
প্রেমিক পালানোর চেষ্টা করলে দুই বছরের সশ্রম কারাদণ্ডও হতে পারে!

(পাঁচ)
বিয়ের উপরে ভ্যাট!

পাগলা পালাবি কোথায়? আগে ভ্যাট দিয়ে যা!
কোর্ট ম্যারেজের উপ্রে ভ্যাট, পাঁচ হাজার!
কাজী অফিসে গিয়ে বিয়ে করলে, তিন হাজার!
অনুষ্ঠান করে বিয়ে করলে, দশ হাজার!

(ছয়)
মৃত্যুর পরে ভ্যাট!

সবশেষে, মরার পর খড়া!
লাশ দাফন দিতে গেলে ভ্যাট আসতে পারে, পনেরো হাজার!
লাশ পোড়ানোর উপরে ভ্যাট আসতে পারে,
বিশ হাজার!
আমি আগেই বলেছি,

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

অন্ধকারের আলোর দিশারী বলেছেন: এত লেখা যে লেখছ দেখো আবার এর উপরও VAT দিতে হতে পারে ।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৭

হ্যাকার সাহেব বলেছেন: হাহাহা! ভাই মজা পেলুম! এই ভাবে চলতে থাকলে কোন এক সময় দিতে হবেই এটা ৯৯% সত্য হবে!

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫২

FArcsy বলেছেন: আর যদি আপনি এমপি অথবা মন্ত্রী হন আপনার কোন ভ্যাট দিতে হবে না।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

রাসেলহাসান বলেছেন: দেরী করে মন্তব্যের জবাব দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ এটা সত্য বলছেন তবে আমি এখনো কোন চুরি ডাকাতি কিংবা মার্ডার করিনি তাই এম্পি মন্ত্রী হতে পারবো না ভাই।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

রাসেলহাসান বলেছেন: অনেকদিন পর এলাম তাই রিপ্লে দিতে দেরী হলো। দুঃখিত। কেমন আছেন ভাই? আশা করি ভালোই আছেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.