নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আলাদা ভাবে কিছুই বলার নেই। খুব সাধারন মানুষ। অন্য আট, দশজনের মতোই।

রাসেলহাসান

লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7

রাসেলহাসান › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিচারণ

১৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:০৮


নিস্তব্ধ রাত, নির্ঘুম চাঁদ!
ক্লান্তিহীন দু-চোখ, তারার মেলায়
হারিয়ে যাওয়া পথে,
জোনাকির আলোয় চকচক করতে থাকা এ আঁধার!
সময়ের ঘূর্ণিপাকে ঝরতে থাকা বট বৃক্ষের
ছায়ায় মোড়ানো চুপি স্বরে ভেসে আসা
কানের কাছে ক্রমশ বলতে থাকা নিঃশব্দ সে ভালবাসার কথা!

ঘুনে ধরা মেঘেদের দল,
চিলেকোঠায় পাখিদের কিচির ‪মিচির‬ শব্দ,
মনে বাজে বিষাদের সুর!

শিমুল ফুলে গাথা মালা,
শুকিয়ে উঠেছে চৈত্রর মাঠ!
চৌচির হচ্ছে অবুঝ হৃদয়!

গোলাপের গন্ধ বিলুপ্ত হয়েছে,
জ্যোৎস্নার আলো নিভু নিভু প্রায়!

বিশালতার মাঝে হারিয়ে যাওয়া শ্যামলীর বুকে
মাথা পেতে শুয়ে নিল আকাশ পানে মুখ
ফিরিয়ে শুনেছি বিশালতার গান!

হরন হয়েছে এ হৃদয়!
ক্ষয়েছে সবই, বিলুপ্তের পথে আজ নিজে,
সুপ্ত গাংচিলের মতো উড়তে চাওয়া মনে
আজ কেন আমাবর্ষার আধার জমেছে!
সূর্যে কেন গ্রহন লেগেছে!

ক্ষতি কি "মেয়ে" এ রজনীতে আরেকটিবার তোমায় মনে করতে?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩০

এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে কবি।

শুভ কামনা।

১৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩৯

রাসেলহাসান বলেছেন: ধন্যবাদ "প্রিয় কাশেম" ভাই। নিরন্তন শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।

২| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১০

Bangladesh420 বলেছেন: nice

৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৭

রাফী আদনান বলেছেন: পিক এর ড্রোয়িংটা ভালোলাগছে......

৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.