নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নির্মান শ্রমিক

ব্লগার মুহাম্মদ রাসেল

দেশের সার্বিক টেকশই উন্নয়নের জন্যে আমাদের রাজনৈতিক সংস্কার আজ সময়ের দাবি।

ব্লগার মুহাম্মদ রাসেল › বিস্তারিত পোস্টঃ

=>আজকের এই দিনে বাঙ্গালী বন্ধু তোমায় শুভেচ্ছা।

১৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৪

পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরণের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো অন্যতম। সারাদিন ঘুড়ি উড়ানোব পরে সন্ধ্যায় পটকা ফুটিয়ে ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি করে। ভারতের বীরভূমের কেন্দুলী গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যময় জয়দেব মেলা হয়। বাউল গান এই মেলার অন্যতম আকর্ষণ। মূলত জ্যোতিষশাস্ত্রের একটি ক্ষণ। 'মকরসংক্রান্তি' শব্দটি দিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়ে থাকে। ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী 'সংক্রান্তি' একটি সংস্কৃত শব্দ, এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে। ১২টি রাশি অনুযায়ী এরকম সর্বমোট ১২টি সংক্রান্তি রয়েছে।(সূত্র:-উইকিপিডিয়া)
.
আমাদের পাশের গ্রামেই এমন একটি মেলা বসে ফি - বছর। এটা একটা ঐতিহ্যবাহী মেলায় পরিনত হয়েছে। গ্রামের বধু ও শিশু কিশোর দের এই মেলায় বিষেশ আকর্ষণ। কারণ এই মেলায় তার স্বামী কোন না কোন কিছু বিক্রয় করে, তার জন্যে কাঁচের চুড়ি, লাল ফিতে, আলতা আর অনেক কিছুই কিনে আনবে। আর তার পিতা মেলা থেকে বড় দেখে একটি মাছ কিনে কন্যাকে দেখতে আসবে। আহা কত আগ্রহ! আর ছোট্ট সোনামণিরা বাবার কাঁধে চড়ে মেলায় ঘুরবে। আসার সময় একটা বাশি কিনে আনবে। বাশি বাজাতে বাজাতে বাড়ি ফিরবে। নানুর বাড়ি বেড়াবে। এগুলোই তো ছিল সেই পৌষ মেলার মূল আকর্ষণ। এভাবেই এই মেলা আমাদের মজ্জায় ঢুকে গিয়েছে। আমাদের ঐতিহ্যে পরিনত হয়েছে।
যদিও আজ আমরা এর কদর ভুলতে বসেছি। তাও গ্রামে কিন্তু ঠিকই এখনো উৎযাপিত হয়, আগেরই মত!
.
=>আজকের এই দিনে বাঙ্গালী বন্ধু তোমায় শুভেচ্ছা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭

বিজন রয় বলেছেন: শুভেচ্ছা।

০৫ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৩৬

ব্লগার মুহাম্মদ রাসেল বলেছেন: :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.