নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নির্মান শ্রমিক

ব্লগার মুহাম্মদ রাসেল

দেশের সার্বিক টেকশই উন্নয়নের জন্যে আমাদের রাজনৈতিক সংস্কার আজ সময়ের দাবি।

ব্লগার মুহাম্মদ রাসেল › বিস্তারিত পোস্টঃ

আমার শারদীয়া পারুল

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ৮:২৮

পারুল,
শারদীয় শুভেচ্ছা, এবারের পুজোয় তোমায় নিয়ে ঘুড়তে বেরুবো। তোমার কাছে শারদীয় সাজটা কেমন? তোমার কি বাসন্তী রঙ্গের শাড়ি আছে? লাল হলেও চলবে। সনাতনী বৌয়েরা যেমন সাজে। হাতে শাঁখা সীঁথিতে সিদুঁর। নাকি কুমারী মেয়েদের মত সাজবে? নাহ অল্প সময়ের জন্যে বৌয়ের মতই সেজো। ঐদিন গাজীপুর বাজারে এক জোড়া শাখার দাম করছিলাম, কিন্তু আমি তো আর তোমার হাতের মাপ জানি না। দশমীর দিনেই কিনে নেব।সারাদিন দূরে দূরে ঘুড়ে ঘুড়ে সন্ধ্যে হলে চলে আসবো ঐ পাড়ার নিরঞ্জনদের মন্ডবে। একবার ভেবে দেখোতো বিষয় টা।শোনো আমরা কিন্তু রিক্সায় ও ঘুরে বেরাবো। ব্যাটারি রিক্সায় না, পায়ে চালিত রিক্সায়। ব্যাটারি গুলোতে পথ ফুরিয়ে যায় মূহুর্তেই। মোটরের শব্দে রোমাঞ্চ জমেনা। আচ্ছা তবে তো আমারও ধুতিপাজামা আর পান্জাবী পড়তে হবে, তাই নে? "তোমার ইচ্ছে" গুলোর ও আমি মূল্যায়ন করবো। তুমি বইলো। তবে কেউ তো জানে না, এই "তুমি" টা ই যে আমার "ইচ্ছা" (কল্পনা) ।
তোমার
চির অপরিচিত

বি: দ্র:- ছবিটি নেট থেকে নেয়া।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.