নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নির্মান শ্রমিক

ব্লগার মুহাম্মদ রাসেল

দেশের সার্বিক টেকশই উন্নয়নের জন্যে আমাদের রাজনৈতিক সংস্কার আজ সময়ের দাবি।

ব্লগার মুহাম্মদ রাসেল › বিস্তারিত পোস্টঃ

চিঠি- প্রাপক সামিয়া মৌ, পাবনা।

২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

আমি একদিন হারিয়ে যাব
ঐ সাদা মেঘেদের ভিড়ে।
হঠাৎ কখনো মনে হলে
ডেকো, চুপটি করে শুনবো
হয়তো সব সময় পারবো না
তবে ডেকেই দেখো...
বৃষ্টি হয়ে ঝরে তোমায় স্পর্শ করে যাবো
তখন আর ঘরে বসে থেকো না
ছাদে চলে এসো
অন্তত
জানালা দিয়ে হাতটা বাড়িয়ে দিও
তোমার কোমোল হাতে আলতো করে ছুঁইয়ে দিবো
তুমি ঠিক অনুভব করতে পারবে
চোখ বন্ধ করে উচু করে শ্বাস নিয়ে দেইখো
আমার গায়ের গ্রাম্য মাটির গন্ধ পাবে বাতাসে

শরতের সাদা মেঘ হেমন্তের কুয়াশা হয়ে
বিকেল হলেই চলে আসবো তোমাদের ছাদে
তুমি তোমার সেই শাল ওড়নাটা জড়িয়ে ঘোমটা দিয়ে ছাদে চলে এসো
আমি ওড়নার উপর দিয়েই তোমায় জড়িয়ে ধরবো
লজ্জা পেয়ে আবার তাড়াতাড়ি চলে যেও না।
তবে সকালে ঘুম ভাঙ্গলে
ছাদে গিয়ে দেখবে
আমার চোখের জলে
গাঁদা ফুল,
আর টবের ঘাস ফুল গুলো ভিজে একাকার।
সন্ধ্যে হলেই তারারা যখন মিট মিট করলে জ্বলে উঠবে
কপোটে একটা বড়ো লাল টিপ পরে বসে থেকো
আমি তোমার অন্ধকার ঘরের বন্ধ জানালার পর্দার ফাকা দিয়ে চাঁদের আলো হয়ে উকি দিয়ে দেখবো।
চাঁদের মৃদু আলোর মৃত উষ্ণতায় আমায় খোঁজে দেখো, ছুঁয়ে যাব ।
জানালাটা খুলে দিও
বাতাস হয়ে এসে বনোলতার মতোন তোমার চুলগুলো নিয়ে খেলে যাবো, হাত ভুলিয়ে দিবো।
যখন শীতের তীব্রতা বাড়তে থাকবে
তোমার কম্বলে নিচে চলে আসবো
বেশিক্ষন থাকতে পারবো না! জানো?
কারন ততক্ষনে তোমার পায়ের পাতাও গরম হয়ে উঠবে, আর আমাকে চলে যেতে হবে।
কারন আমাদের গরমের উষ্ণতায় উপলব্ধি করা যায় না যে। আত্না ততদিনে ঠান্ডা হয়ে যাবে, সূর্যের আলোর উষ্ণতায় আমরা টিকতে পারিনে, তাইতো চাঁদের আলো হয়ে আসি, কুয়াশা, মেঘ হয়ে আসি, সবঐ ঠান্ডা। কিন্তু হৃদয়ে ভালবাসা নিয়ে ছুয়ে দেখো, ভালবাসার উষ্ণতা ঠিকই উপভোগ করতে পারবে।
এজন্যই তো আমি বাসন্তির চেয়ে হেমন্তিকে বেশি ভালবাসি
বসন্ত আসলেই আমাদের আবার মেঘের আড়ালে লুকিয়ে পরতে হয় মেহগণির নুতন কড়িতে কুড়িতে লুকুচুরি খেলতে খেলতে।
যখন তখন তোমার স্পর্শ নিতে আসতে পারিনে।
অপেক্ষা করতে হয় তোমার আহ্বানের,
মেঘ হয়ে ঝরে পরার।
আবার যখন গ্রীষ্ম আসে তখোন তো তুমিও আর শাল পরো না।
তোমায় জড়িয়ে ধরলে বিরক্ত হও, শুধুই বৃষ্টির অপেক্ষার প্রহর গুনে গুনে দিন যায়।
কখনো ভালবাসা জমতে জমতে ঝড় হয়ে আসে;
তোমরা যাকে কালবৈশাখী ডাকো,
সে তো আসলে অবহেলিতো গ্রিষ্মের জমাকৃত ভালবাসা।
এভাবেই কালের আবর্তে বসন্ত গিয়ে হেমন্ত আসবে।
আবার আসবে আবার আসবো।
যতদিন না ধরিত্রী জননী হেমন্তিকে মেঘের সাথে স্বর্গে নিয়ে মিলিয়ে দিবে!
প্রতি
মৌরাণী
11-20/2017
আমেরিকান ম্যামোরিয়াল বিচ পার্ক
(মাইক্রো বিচ) CNMI
MP 96950

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখাটা ভালই। অনেকগুলো টাইপোর কারণে একটু ম্যাড়ম্যাড়ে লাগছে।

২৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:২৯

ব্লগার মুহাম্মদ রাসেল বলেছেন: ধন্যবাদ।
সংক্ষেপে লিখলাম তাও ম্যাড়ম্যাড়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.