নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নির্মান শ্রমিক

ব্লগার মুহাম্মদ রাসেল

দেশের সার্বিক টেকশই উন্নয়নের জন্যে আমাদের রাজনৈতিক সংস্কার আজ সময়ের দাবি।

ব্লগার মুহাম্মদ রাসেল › বিস্তারিত পোস্টঃ

রিমেম্ভারিং আসাদ ২০জানুয়ারি ১৯৬৯

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩০

আসাদ মামা,

হয়তো আগের দিন সে তার প্রেমিকাকে চিঠি লিখেছিল
বলেছিল,
ইন্টারভিউ দিয়ে এসেছি।
এবার সরকারি চাকরিটা হয়ে গেলেই তোমাকে ঘরে তোলার ব্যাবস্থা করবো।
মা কে তো আগেই বলেছি, বড় আপুকে দিয়ে এবার বাবাকেও বলাবো;
হয়তো মায়ের কাছে লিখা চিঠিতে বলেছিল,
এম এ ফাইনাল টা দিয়েই নেই,
তোমার বৌমাকে এবার ঘরে আনবো।
হয়তো শেষবার ঢাকায় আসার সময়
বড় বোনের সাথে দেখা করতে যেয়ে
ভাগিনীকে বলে এসেছিল
এবার ঢাকা থেকে ফেরার সময় তোর জন্য একটা ইন্ডিয়ান শাল চাদর এনে দেবো।
জানুয়ারি চলে যাচ্ছে, এইতো ফেব্রুয়ারি এলো বলে
পলাশ গাছটাতে কলি বেরুচ্ছে, সকাল হতেই শালিকের জাক গিয়ে বসে থাকে ডালে।
শীতের উষ্ণ মোমবাতিটাও গলে গলে শেষ প্রান্তে চলে এসেছে।
মামু তুমি কবে আসবে? জানো মামু, প্রত্যেক শীতেই আমি তোমার শাল চাদরের অপেক্ষায় থাকি।
কিন্তু দেখো শীত আসছে, শীত যাচ্ছে কিন্তু তুমি শাল চাদর নিয়ে এখনো কেন আসতেছো না?
জানো মামা , ওরা তোমার নামে একটা রাস্তার নাম করণ করেছে, তোরণেও লিখেছে।
তোমার বীরত্ব নিয়ে কবিগন কবিতা লিখেছে।
প্রত্যেক বিশ জানুয়ারি আসলেই পত্রিকায় তোমায় নিয়ে লিখা ছাপে।
কিন্তু তোমার ভালবাসা আর প্রেমের কথা কেউ কিছু বললো না।
আমি শুনেছি মামা, মা তো নানু কে বলেছেই।
তুমি এবার বাড়ি আসো না ...
আমার শাল চাদর আর লাগবে না, তবুও তুমি ফিরে এসো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: আজ ভোরে আমার বন্ধু ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলল- বাবা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.