নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নির্মান শ্রমিক

ব্লগার মুহাম্মদ রাসেল

দেশের সার্বিক টেকশই উন্নয়নের জন্যে আমাদের রাজনৈতিক সংস্কার আজ সময়ের দাবি।

ব্লগার মুহাম্মদ রাসেল › বিস্তারিত পোস্টঃ

"Life এক্কেবারে সেট" বলে বাস্তবে কোন কথা নেই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়েগিয়েছিলেন। সরকারী বড় কর্তা হাজার রকমের ফ্যাসিলিটি ছিল। কিন্তু আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

পাশের বাড়ির রহিমউদ্দিনের খবর জানেন? একটা ভাল প্রাইভেট কম্পানিতে জব করতো, সাত-আট বছর হলো বিয়ে করেছেন, দুইটা সন্তান বড়মেয়েটা স্কুলে যায় শুনেছি। কিন্তু ফ্যাক্টরিতে বয়লার এক্সিডেন্টে আজ আর দুনিয়াতে নেই....

আমার এক ফ্রেন্ড, অসম্ভব মেধাবি ছাত্র ছিলেন। স্যারেরা বলতো, বড় হয়ে ভাল কিছু করবে। একদিন হঠাৎ ম্যাসেঞ্জারে কথা। এখন নাকি দিন মজুরের কাজ করে দিনানিপাত করে।সে অনেক কাহিনী....

আমার এক কাজিন, এসএসসির পর থেকেই চুটিয়ে প্রেম করেছে। তারপর বিয়েও করেছে। অথচ বাড়ি আসলে কেমন আছো জিজ্ঞেস করলেই শশুড় বাড়ির নানান অভিযোগ....

আমার চারপাশে এমন হাজারখানেক কাহিনী কোনটা রেখে কোনটা বলবো? আমার মনেহয় যদি একটু নজর করেন আপনার আশেপাশেও এমন শত শত কাহিনী পরে আছে। আর আমরা সবাই একেকটা জীবন্ত উদাহরন। প্রকৃত পক্ষে জীবন এভাবেই বহমান। বলতে পারেন এক নদীর মতন, একেবেকে বয়ে বয়ে একসময় সাগরে মিলিয়ে যাবে। জীবন নদীও ঠিক সহস্র শতাব্দী ধরে এভাবেই চলে আসছে... চলবে...

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: এই দেশটা পচে গলে নষ্ট হয়ে গেছে।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৬

নীল আকাশ বলেছেন: লেখা ভাল হয়েছে। জিবন নয় জীবন হবে। ঠিক করে দিন।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৪

ব্লগার মুহাম্মদ রাসেল বলেছেন: করে দিয়েছি, ধন্যবাদ স্যার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.