নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নির্মান শ্রমিক

ব্লগার মুহাম্মদ রাসেল

দেশের সার্বিক টেকশই উন্নয়নের জন্যে আমাদের রাজনৈতিক সংস্কার আজ সময়ের দাবি।

ব্লগার মুহাম্মদ রাসেল › বিস্তারিত পোস্টঃ

আমি যদি মারা যাই, ব্লগার কমিউনিটি কি আমাকে স্বরণ করবে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫১

আমি পড়াশোনা শেষ করে ফেলেছি; স্কুল কলেজের বন্ধু গুলো এতদিনে হারিয়ে গেছে। তারপর কাজের ক্ষেত্রে যারা বন্ধু হয়েছে তারা আসলে পুরো বন্ধুর মতন না। যতদিন একসাথে কাজ করি একটা রিলেশন থাকে, যখন আর একসাথে নেই, বন্ধুও নেই। কোন কমিউনিটি ছাড়া ছন্ন ছাড়া একটা লাইফ। যেহেতু পড়াশোনা করে দিন মজুরের কাজে ঢুকেছি তার জন্যেও হয়তো এই কমিউনিটিটার সাথে আমার তেমনটা মেচ ও হয় না। এদের আচার আচরনে শত গুন তফাৎ। আমি অনেক সময় চাই এদের সাথে নিজেকে মিশিয়ে নিতে। কিন্তু শেষমেষ আর হয়ে উঠেনা।

ব্লগিং করি কেমন একটা নেশা থেকে। ছোট থেকেই লেখালেখির নেশা। প্রথম প্রথম কবিতা চর্চা করতাম, কিন্তু এইদেশে কবিদের সম্মান নেই আমার অবচেন মন না চাইতেও বুঝে গেছে, বুঝে গিয়ে সরে গেছে। তারপর ছোট গল্প , ব্লগ ও সমসাময়িক বিষয়াসয় নিয়ে লিখা শুরু করলাম। কিন্তু মাঝে একটা বড় এক্সিডেন্টে সেও থেমে গিয়েছিল। একপ্রকার ছেড়েই দিয়েছিলাম। কিন্তু জিবনের এই সময়ে এসে বড্ড একা হয়ে পরেছি।

এখন যখন লেখি, তখন মনে হয় আমি পাঠকে গল্প শোনাচ্ছি, আর পাঠক তীব্র মনোযোগ সহকারে আমার কথা গুলো শুনছেন। আমি বলেই যাচ্ছি আর কেউ একজন শুনেই যাচ্ছে। দূর হয়ে গেল আমার একাকিত্ব। আমি আমার গল্প ধীরে ধীরে আমার অচেনা বহুআপন বন্ধুকে বহুদিন ধরে শুনিয়ে যেতে চাই। এই অচেনা বন্ধু গুলোর লেখা যখন আমি পড়ি তখন মনে হয়, এখন আমার বন্ধুর টার্ন, এখন আমি শ্রোতা।

ব্লগিং আর সাধারন লেখালেখির এই তফাৎ। সাধরন লেখালেখিতে শুধু একপক্ষ বলে অন্যপক্ষ শুধু শুনেই যায়। আর ব্লগিং এ লেখক-পাঠক, পাঠক-লেখক একটা সমান্তরাল সম্পর্কের সৃষ্টি হয়। এই রকম সমমনা লোকদের সাথে একটা হৃদ্দতা গড়ে উঠে। হয়তো এটা খুব দূর্বল হৃদ্দতা, হয়তোবা খুব শক্ত।

তবে আমি ভালবাসি, ভালবাসতে ভালবাসি, ভালবেসেই মরবো হয়তো, তবুও... শিরোনামে ফিরে যেতে চাই না।।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বউও নাকি স্বামীর মৃত্যুর ৪০দিন পরে ভুলে যায়
সেখানে ব্লগাররা মনে রাখবে বলে আমার বিশ্বাস হয়না।
অনেক ব্লগার এাখান থেকে চলে গেছে কেইবা তাদের
স্মরণে রাখে !!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৯

ব্লগার মুহাম্মদ রাসেল বলেছেন: আমি এটাই বলতে চাচ্ছি যে, ব্লগ মানুষ ভালবাসা নিয়ে লিখে। সেই ভালবাসাটার সার্কেলটা আরো মজবুত হয় কিনা বা করা যায় কিনা?

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৭

নতুন বলেছেন: মৃত্যুর পরে মনে রাখা বা না রাখায় কি মারা যাবার পরে কিছু আসে যায়?

তাই জীবিত থাকার সময়ে সুখি জীবন জাপন করে যাওয়া উচিত। মারা যাবার পরে কি হবে সেটা নিয়ে ভাবা কাজের কিছু না।

বর্তমানের সময় আমি, আমার পরিবার সুখি আছি কিনা সেটাই আসল কথা।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৩

ব্লগার মুহাম্মদ রাসেল বলেছেন: শিরোনামটা আর পুরো লিখার বিষয়টা কিন্তু আলাদা।

তবে আপনার মন্তব্যে মতামতকে আমি সম্মান করলাম।।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪২

সাজিদ উল হক আবির বলেছেন: আপনার কি মনে হয় , স্যার? আপনার গাট ফিলিংস কি বলে?

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কেউ মনে রাখবে না।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৭

নেওয়াজ আলি বলেছেন: কে কার খবর নিতে বসে আছে । সময় নাই ।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪১

রাকু হাসান বলেছেন:


হ্যাঁ এভাবেই থাকুন। আত্মীক একটা সম্পর্ক তো আছেই আমাদের

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৬

ব্লগার মুহাম্মদ রাসেল বলেছেন: আপনি পুরোটা পড়ে মন্তব্য করেছেন ।

আমি এই সম্পর্কের কথাটাই বলতে চাচ্ছি।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: আপনার পোস্ট এবং মন্তব্য গুলো নিয়ে আমি ভাবছি।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৭

ব্লগার মুহাম্মদ রাসেল বলেছেন: আমাকেও ভাবাচ্ছে

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি যখন মরে যাবেন তখন কেউ আপনাকে স্মরন রাখল কি রাখল না তাতে আপনার কিছুই যায় আসে না।

যতদিন বর্তমান তত দিনই এই যোগাযোগ।গত হলে ভালকিছু লিখা থাকলে,অথবা করোকাছে যদি কোন লেখা ভাল লেগে থাকে তখন পড়তে পড়তে মনে করবে এই নামে একজন ব্লগার ছিল,কিন্তু তাতে আপনার কোন লাভ নেই।
আজকে যে আমরা কতো লোককে স্মরন করি তাতে কি তার কোন লাভ হয়,মনেহয় হয় না।এই রকম আর কি।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫০

ব্লগার মুহাম্মদ রাসেল বলেছেন: সহমত স্যার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.