নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নির্মান শ্রমিক

ব্লগার মুহাম্মদ রাসেল

দেশের সার্বিক টেকশই উন্নয়নের জন্যে আমাদের রাজনৈতিক সংস্কার আজ সময়ের দাবি।

ব্লগার মুহাম্মদ রাসেল › বিস্তারিত পোস্টঃ

সামু দীর্ঘজীবী হোক!

০৬ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৩২

২০১০ সাল , এস‌এসসির পর প্রবাসী বড় ভাই থেকে একটা কম্পিউটার উপহার পাই। তখন গ্রামীণফোন এক জিবি ২জি ডাটা বিক্রি করতো তিনশত(+) টাকা করে। Yahoo messenger বড় ভাইকে মায়ের সাথে কথা বলিয়ে দিতাম। দেখে দেখে কথা বলা গ্রামের মানুষ গুলোর কাছে ছিল কল্পনাতীত।

সেই থেকে নেটে বিচরন শুরু। আমার মনে আছে তখনো আমাদের দেশে সোসালমিডিয়া গুলা তেমন জনপ্রিয়তা পায় নি। যারা অনলাইন জগতের বাসিন্দা তাদের কাছে ব্লগ গুলো জনপ্রিয় হতে শুরু করে। একের পর এক ব্লগ সাইট পাবলিশ হতে থাকে। দেশে আমাদের জেনারেশন এর কাছে ব্লগিং একটা ফ্যাশনের মত হয়ে উঠেছিল। ব্লগ পড়তে পড়তে, মন্তব্য করতে করতে। নিজেও লেখা শুরু করলাম।
তখন দেশে হুমায়ূন স্যারদের মতন, কথা সাহিত্যিক রা বেশ জনপ্রিয়। আমার ও তখন মনে হতে থাকে, প্রফেশনাল ক্যারিয়ারের পাশাপাশি কথা সাহিত্যিক হবো। চল্লিশ বছর বয়সে, অবসরে চলে গিয়ে, ফুলটাইম লেখালেখি করবো। তার আগে নিজেকে প্রস্তুত করতে এই ব্লগ গুলো তে কনটিনিউ লিখে যাবো। লিখার হাতটা ক্লিয়ার হলেই লিখা শুরু করবো।

তারপর দিন যাচ্ছিল। অন্যান্য আট-দশটা উঠতি বয়সি তরুনদের মতোই, নানান ঘটনা প্রবাহের মধ্যদিয়ে জীবন এগিয়ে যাচ্ছিল। বিভিন্ন ঘটনায় জীবন বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে মোড় নিচ্ছিলো।

এর মধ্যে জীবন থেকে অনেক সাধ-আল্লাদ হারিয়ে গেছে। কথা সাহিত্যিক হবার স্বপ্ন ও ধূসর হয়ে গেছে। অনলাইন জগত থেকে ব্লগ সাইট গুলো, ব্লগার গুলো ও দিন দিন হারিয়ে যাচ্ছে। ব্লগ গুলোতে কতশত বিষয় নিয়ে তর্ক হতো। কোন কোন ব্লগ পোস্টেই আমরা রাষ্ট্র,সমাজ, ধর্ম, প্রেম, জীবন সব কিছু ঠিক বেঠিক হয়ে উঠতো। তুমুল আলোচনা চলতো, চলতো তর্ক বিতর্ক ও।

এখন কাজের ফাঁকে যখন কম্পিউটার টা খুলে বসি, ব্রাউজার খুলে, মাসে ছমাসে, ব্লগ সাইট গুলো খুঁজি। একমাত্র সামু ই সম্ভবত অনেক টা আগের রুপে আছে। স্মৃতি গুলো নাড়া দিয়ে উঠে। ভাললাগে ভাবতে পুরোনো মরিচিকা ধরা স্বপ্ন গুলো নিয়ে।

বেঁচে থাকুক সামু, বেঁচে থাকুক আমাদের উঠতি বয়সের প্রেমিকা, ভাললাগা.... হাজার বছর বেঁচে থাকুক....

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:১২

নাহল তরকারি বলেছেন: এভাবে বলবেন না। কলিজায় লাগে। কান্না পায়। ব্লগ লিখুন।

২| ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৩৭

শেরজা তপন বলেছেন: সত্যিকারের সপ্ন হারিয়ে যায় না- সুপ্ত থাকে! নতুন করে সাহিত্যিক হবার সপ্ন জাগিয়ে তুলুন

৩| ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:০০

চাঁদগাজী বলেছেন:




একটা পরিচিত তর্ক শুরু করি, বাংগালাদেশের শিক্ষানীতি কেমন হওয়ার দরকার?

৪| ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ ব্লগিং সামুর সাথেই থাকুন
শুভকামনা

৫| ০৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৩৩

ব্লগার মুহাম্মদ রাসেল বলেছেন: মাঝেমধ্যে এমন একটা টপিক নিয়ে পিন পোস্ট হতে পারে, ব্লগ মডারেটর/ এডমিনদের দৃষ্টি আকর্ষন করতে পারেন এই নিয়ে।
তর্ক চলুক

৬| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: সময় করে মাঝে মাঝে ব্লগে আসবেন।

৭| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: সামুর সাথে সাথে আমাদেরও দীর্ঘজীবি কামনা করতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.