নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল রুদ্র

Rasel Rudro is a shadow of truth.(সত্যর প্রতিচ্ছবিই রাসেল রুদ্র)

রাসেল রুদ্র › বিস্তারিত পোস্টঃ

হরতাল

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

হরতাল
রাসেল রুদ্র

চারিদিকে শুধুই ফাকা ,
বন্ধ সকল গাড়ির চাকা।
বলি আমি কি হল কাকা?
বলল সে, হরতাল ডাকা।

ও ভাই,গাড়ি বন্ধ , বন্ধ দোকান পাট
এতো দেখছি জনমানবের মাথায় হাত।
রেল গাড়ি বন্ধ, বন্ধ লঞ্চঘাট,
এখন বুঝেছি এটা হরতালেরই ঠাটবাট।

কিন্তু একি! হরতালে নাকি দেশের মুক্তি।
কতজন দেখান এমন যুক্তি।
আসলে এসব পেশীর শক্তি।
মূলত ,হরতালে হয়না মুক্তি।

অবশেষে বলি,
দেশটা আমার, দেশটা তোমার ভাই
তাইতো সবাই দেশের উন্নতি চাই।
হরতাল, অবরোধ বন্ধ যেন হয়
চারিদিকে দেখবো শুধু বাংলার জয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.