নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল রুদ্র

Rasel Rudro is a shadow of truth.(সত্যর প্রতিচ্ছবিই রাসেল রুদ্র)

রাসেল রুদ্র › বিস্তারিত পোস্টঃ

বাংলা ভাষার ইতিহাস

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪

বাংলা ভাষার ইতিহাস
রাসেল আহমদ

অ-আ-ক-খ ইত্যাদি বাংলা বর্ণমালা।
এ বর্ণমালা দিয়ে তৈরি শব্দ
কত সুমধুর।

মনে হয় যেন কত আপন ভাষা
আমরা কি জানি বাংলা ভাষার ইতিহাস
কত বেদনা বিধুর।

প্রত্যেকটি বর্ণ,শব্দ,বাক্যর
ভিতরে অর্ন্তনিহিত আছে
জমাট বাধাঁ রক্ত।

এসব রক্ত অনায়াসে দান
করেছিল যারা,তারা ছিল
বাংলা মায়ের ভক্ত।

মনে হলে গাঁ শিহরিয়ে উঠে
একুশে ফেব্রুয়ারী ৫২তে জারি হয়েছিল
১৪৪ ধারা।

বাঙালির মুখ থেকে কেড়ে নেবে
বাংলা ভাষাকে, কুখ্যাত
হায়েনার দল যারা।

সেদিন তারা পারেনি পারবে না তো।
কারন, বাংলা বাঙালির হৃদয়ে
মনে, আপদ মস্তকে।

তাইতো, সেদিন “রাষ্টভাষা বাংলা চাই”
এই শ্লোগান মুখে ও বক্ষে ধারন করে চলা
জনতার স্রোত ঠেকাই কে?

অবশেষে,হায়েনার দল গুলি ছুড়ে
কেড়ে নিল সালাম,বরকত,রফিকদের
সংগ্রামী একনিষ্ঠ নিবেদিত প্রাণ।

অত:পর,বাংলা পেল রাষ্টভাষার স্বীকৃতি।
শহীদের রক্তের উপর গড়ে উঠল শহীদ মিনার,
বাংলা পেল বিশ্বের বুকে নতুন ভাষার মান।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.