নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যে ও সুন্দরের পক্ষে সব সময়

রাসেল উদ্দীন

জীবনের সবকিছু মহান স্রষ্টার জন্য নিবেদিত

রাসেল উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

প্রিয় বোন! তুমি ফিরে এসো

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

প্রিয় বোন! তুমি তো অনেক গল্প, উপন্যাস আর প্রেমকাব্য পড়! পরকীয়া প্রেমের নতুন উপন্যাস পেলে তো তোমার চোখের ঘুম হারাম হয়ে যায়। টিভি সিরিয়াল দেখে দেখে তো তোমার পবিত্র আলোকিত চক্ষু ফিউজ করে ফেলেছো! কোন পথে চলছো তুমি? তুমি কি জানো না, জান্নাতী নারীদের প্রধান বীরদের মা ফাতেমা (রাঃ) এর জীবনাদর্শের কথা? তুমি পড়নি, হযরত আসমা, খাওলা (রাঃ) সহ অসংখ্য মহিয়সী নারীদের জীবনী? স্বীয় সৃষ্টিকর্তার নির্দেশ ভুলে গিয়ে প্রগতিবাদীদের কথায় অনেক মডার্ণ হয়েছো তুমি! হিজাব ছেড়েছো, পশ্চিমা স্টাইলে গা ভাসিয়ে দিয়েছো তুমি! চিন্তা করে দেখেছো, এর পরিণাম কত ভয়াবহ?

প্রিয় বোন! শুনে রাখো, কেউ তোমাকে মুক্ত করতে পারবে না! তোমার অধিকার আদায়ের জন্য যারা আজ চিৎকার করছে, তারা নারীলিপ্সু, চরিত্রহীন লম্পট। নারী অধিকারের স্লোগান দিয়ে ওরা তোমার দেহ ভোগ করতে চাই! তোমার যৌবনকে পুঁজি করে ওরা ব্যবসা করছে! তোমাকে নিয়ে লম্পট কবি'রা অশ্লীল কবিতা লেখছে! ওরা কেউ তোমার ভালো চাইনি। সুন্দরী প্রতিযোগীতার নামে ওরা তোমাকে পাবলিক ফিগার বানিয়েছে! বিজ্ঞাপনের নামে তোমার পবিত্র দেহ প্রদর্শন করে ওরা তাদের পণ্য বাজারজাত করছে! তোমাকে দেখে দেখে ভোগবাদীরা জিভ চুষছে!! তাতে তোমার লাভটা কি? দু’পয়সা রোজগারের নামে, স্বনির্ভরতার নামে তুমি নিজেকে ধংসের দিকে ঠেলে দিচ্ছো? জানো তো এর শেষ পরিণতি কি! তোমার যৌবন শেষ হলে ওরা তোমাকে কলার ছোবলার ন্যায় ডাস্টবিনে নিক্ষেপ করবে! বিনিময়ে তুমি পাবে মানসিক অশান্তি। তুমি ধর্ষিতা হয়ে সম্মান হারাবে। নারী জীবনে আর সুখ অবশিষ্ট থাকবে না! হীনমন্যতায় ভুগে একদিন তুমি আত্মহত্যার পথ বেছে নেবে। মডেল হওয়ার মধ্যে তোমার মুক্তি মিলবে না। শোন বোন! তোমার মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলাম। এ পথেই তোমার মুক্তি, পরিত্রাণ! হিজাব তোমার নিরাপত্তা রক্ষী! ইসলাম তোমাকে দিতে পারে পবিত্র জীবন। ইসলামী অনুশাসন মেনে চলার মধ্যেই রয়েছে তোমার প্রকৃত সম্মান…

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২৫

মরুচারী বেদুঈন বলেছেন: কলার ছোবলার ন্যায় ফেলার পরে, সেই ছোবলায় পা পিছলে পড়ে আঘাত প্রাপ্ত হবে পরিবারের, সমাজের লোকজন.....

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯

রাসেল উদ্দীন বলেছেন: তার বোঝা বহন করবে গোটা দেশ ও জাতি। এজন্য রাষ্ট্রীয়ভাবে সচেতনতা তৈরী করতে হবে!

মন্তব্যের জন্য ধন্যবাদ!

২| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


"প্রিয় বোন! শুনে রাখো, কেউ তোমাকে মুক্ত করতে পারবে না! তোমার অধিকার আদায়ের জন্য যারা আজ চিৎকার করছে, তারা নারীলিপ্সু, চরিত্রহীন লম্পট। "

-সবাই চরিত্রহীন লম্পট? আপনি ভেড়ার ছামড়া পরিধান করে বসে আছেন, ফেরেশতা সাহেব?

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬

রাসেল উদ্দীন বলেছেন: 'সবাই' শব্দটা উল্লেখ করিনি। সবাই চরিত্রহীন হলে তো আমিও তার অন্তর্ভুক্ত হয়ে যাব। আর সেটা হবে স্ব-বিরোধী। আর আমি নিজেও নারীদের অধিকার আদায়ের জন্য চিৎকার করছি। মানুষ কখনো ফেরেশতা হয় না। ভুল-ত্রুটি সবার মধ্যেই আছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভেচ্ছা নিবেন।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বোনের আব্বা, আম্মা কী করতেছে...

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯

রাসেল উদ্দীন বলেছেন: আব্বা-আম্মারা এ পথে যেতে সুযোগ করে দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। এ জন্য আব্বা-আম্মাদের সচেতন হতে হবে।

ধন্যবাদ! ভালো থাকবেন!!

৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭

আখেনাটেন বলেছেন: চাঁদগাজী বলেছেন: সবাই চরিত্রহীন লম্পট? আপনি ভেড়ার ছামড়া পরিধান করে বসে আছেন, ফেরেশতা সাহেব? -- হা হা হা।

শুধু বোন ফিরলে হবে ভাইকেও লাগাম টেনে ধরতে হবে নিজের।

২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

রাসেল উদ্দীন বলেছেন: বোনদের কখনো একতরফা দোষ দেয়া যাবে না। ভাই বা অভিভাবকদের দোষ সবার আগে। তবে এখানে আমি শুধু বোনদের উদ্দেশ্যই কথাগুলো লিখেছি।

মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভেচ্ছা নিবেন!!

৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৫

কানিজ রিনা বলেছেন: মুসলিম হিসাবে বলব নারীর দৈহিক পর্দা
পুরুষের চোখের পর্দা ফরজ। সেই সাথে
মনের পর্দা বা মানবীক বিবেক ঘর থেকে
শিক্ষা না পেলে সমাজ সুষ্ঠ হওয়ার আশা
করা অনিষ্চিত। মোল্লারা যত পারে নারীর
উপর পর্দা বাতলাতে। পুরুষের বেলায় কিছু
বলতে যেন মুখে বাঁধে।
ছোটকালে দেখতাম আমাদের বাবা চাচারা
সন্ধার আগে ছেলেরা বাড়ি ফিরতে দেরি
করলে কঠিন সাজা দিত। এখন সেসবের
বালাই নাই। ধন্যবাদ।

২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩০

রাসেল উদ্দীন বলেছেন: মোল্লারা যত পারে নারীর
উপর পর্দা বাতলাতে। পুরুষের বেলায় কিছু
বলতে যেন মুখে বাঁধে।


ইসলাম কখনোই একতরফাভাবে নারীদের উপর দোষ চাপায় না। নারীদের পর্দার পাশাপাশি পুরুষদের চক্ষু নিম্নগামী করা, দৈহিক চাহিদা নিয়ন্ত্রণ ও অন্তর শুদ্ধির ব্যপারে কঠোর নির্দেশ দিয়েছে ইসলাম। যে সমস্ত মোল্লারা শুধু নারীদের পর্দা করতে বলে তারা নিতান্তই ইসলাম বিষয়ে অজ্ঞ। আর আমি মোল্লাদের কেউ নই।

আশা করি বুঝাতে পেরেছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ কানিজ রিনা! আমার ব্লগে আপনাকে স্বাগতম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.