নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যে ও সুন্দরের পক্ষে সব সময়

রাসেল উদ্দীন

জীবনের সবকিছু মহান স্রষ্টার জন্য নিবেদিত

রাসেল উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

সাহস

২৭ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫০


ভাদ্র মাসে গভীর রাতে
ঘুম ভেঙেছে রাত দুটোতে
ভাবছি যাব তাল কুড়াতে
পুকুর পাড়ের তালতলাতে
পশ্চিমপাড়ার ঐ পুকুরে
যায়না কেহ দিন দুপুরে
ঐ পুকুরের চারিপাশে
জ্বীন-ভূতেরা থাকে বসে
একলা যাব এত রাতে
কেউ যদি মোর থাকত সাথে
পাড়ার ছেলে হাবলু মিয়া
ভাবছি যাব সাথে নিয়া
জানালায় গিয়ে আস্তে করে
ডাকলাম হাবলুর কানটি ধরে
হাবলু উঠল ধড়ফড়িয়ে
কম্বলখানা গায়ে জড়িয়ে
বললাম, যাবি তাল কুড়াতে
পুকুর পাড়ে আমার সাথে?
বলল হাবলু ভয়ে কেঁশে
“জ্বীন-ভূতেরা ধরবে ঠেসে”
বললাম আমি দুষ্টু হেসে
“ভূতে ধরবে তোর ঘরে এসে”
একলা রাতে মাঠ পেরিয়ে
যাচ্ছি আমি বন মাড়িয়ে
একটু পরেই তালতলাতে যেই পড়েছি এসে
অন্ধকারে হঠাৎ কেহ উঠল জোরে হেসে
ভয়াল কন্ঠে বলল ডেকে
ঘাড় মটকে দেব বেকেঁ
বললাম আমি, কে রে শালা?
কাছে এসে দেখ্ কেমন জ্বালা!
কার ঘাড় কে মটকে দেবে
সামনে আসলেই প্রমাণ হবে
সাহস থাকলে সামনে দাঁড়া
কাল্লা করব তোর দেহ ছাড়া
শশ্মান ঘাটে কবর খুড়ে
পুতে ফেলব তোর দেহ মুড়ে
ধমক খেয়ে ভয়ের চোটে
কথা নেই আর ভূতে ঠোটে
গাছ তলার সব তাল কুড়িয়ে
ভূতে দিল মোর ধামা ভরিয়ে
ভূত বলে মোর ‘হুজুর” ডেকে
দেখবেন মোদের ক্ষমার চোখে
আর হবেনা এমন ভুল
ভুল করলে দেব মাশুল
ভূতের দলে কেঁপে কেঁপে
পালিয়ে গেল রাস্তা মেপে
বললাম আমি হেসে হেসে
ভূত পালাচ্ছে বিড়াল বেশে
সত্য কথা বলতে কি ভাই
মানুষের বড় আর কিছু নাই
বুকে যদি ভাই সাহস রয়
কোথাও কোন নেইরে ভয়।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৭

শায়মা বলেছেন: হা হা হা

এ যুগের বাবুরা কি আর ভূত প্রেত ভুই পায়!!!!!!!!! :P

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭

রাসেল উদ্দীন বলেছেন: জ্বী, ঠিকই বলেছেন। এ যুগের বাবুদের রুহের বয়স হয়ে গেছে! নিজেরাই এক একটা ভূত!

ধন্যবাদ, শায়মা আপু। শুভেচ্ছা নিবেন!

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩০

এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৮

রাসেল উদ্দীন বলেছেন: প্রশংসায় মুগ্ধ হয়েছি।

ধন্যবাদ মুসা ভাই!

৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক মুগ্ধ করলেন কবি, সুন্দর ছন্দ কবিতা গড়েছেন।
ভালো লাগলো পড়ে।

২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

রাসেল উদ্দীন বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি! আপনার মুগ্ধতায় খুশি হলাম!

ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন!

৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

প্রামানিক বলেছেন: কিছু কিছু জায়গায় ছন্দ পতন হয়েছে ওগুলো ঠিক করলে দারুণ হবে।

২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

রাসেল উদ্দীন বলেছেন: ঠিক কোন কোন জায়গায় উল্লেখ করলে ভালো হত।

মন্তব্যে খুশি হয়েছি! ধন্যবাদ। প্রমাণিক ভাই..

৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

ফেরদৌসা রুহী বলেছেন: সত্য কথা বলতে কি ভাই
মানুষের বড় আর কিছু নাই
বুকে যদি ভাই সাহস রয়
কোথাও কোন নেইরে ভয়।


শেষের কথাটাই আসল।
সাহস থাকলে আর কিছু লাগেনা

২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

রাসেল উদ্দীন বলেছেন: কিন্তু সে সাহস আছে ক'জনার? কালো ছায়া, অন্ধকারে একাকী রাস্তা, বিশেষ আওয়াজ, একাকী রাত্রীযাপন, তেলাপোকা এগুলোতে অনেকেই ভয় পান!

মন্তব্যে মুগ্ধ হয়েছি! ধন্যবাদ রুহী আপু!

৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভাইজান, আমিতো ভূত খুঁজে হয়রান। কোনোদিন ভূতের সাক্ষাত পেলে তাকে নিয়ে একজোড়া কবিতা আঁকতাম।
ভালো লাগলো। লিখতে থাকুন, শুভকামনা।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২২

রাসেল উদ্দীন বলেছেন: হা.. হা.. সাহসীদের কাছে ভূত আসে না। ভূতের সাক্ষাত পেতে একদিন রাতে তাল কুড়াতে চলে যান। স্বপ্নে বা কল্পনায় গেলেও হবে। অতঃপর লিখে ফেলুন ছন্দে ছন্দে একজোড়া কবিতা।

আপনার ভালো লাগায় ভালো লেগেছে! ধন্যবাদ কবি!

৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দরভাবে কথামালা গেঁথেছেন। অসাধারণ কবিতা গড়েছেন কবিবর। মুগ্ধ করেছেন 'সাহস' উপহার দিয়ে।

প্রতিমন্তব্য পড়ে কৃতজ্ঞতা না জানিয়ে যেতে পারলাম না।
শুভকামনা জানবেন সবসময়।


৪নং মন্তব্য গুরুত্ববহন করছে বলেই মনে হল আমার কাছে।
আপনি আরো কয়েকবার কবিতাটি পড়ে দেখতে পারেন রাসেল ভাই।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬

রাসেল উদ্দীন বলেছেন: আপনার মূল্যায়ন ও সাহস উপহার দিতে পারায় ভালো লেগেছে।

৪নং মন্তব্য গুরুত্ব সহকারে নিয়েছি। পড়ছি আরো কয়েকবার!
শুভেচ্ছা আবারো! ভালো থাকবেন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.