নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যে ও সুন্দরের পক্ষে সব সময়

রাসেল উদ্দীন

জীবনের সবকিছু মহান স্রষ্টার জন্য নিবেদিত

রাসেল উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

লজ্জাবতীর অদ্ভুত লজ্জা

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮


লজ্জাবতী মেয়েকে লজ্জা দিতে কার না ভালো লাগে? কিন্তু মেয়েদের মত গাছও যে লজ্জা পেতে পারে- এমন কথা শুনে অবাক হওয়ার কিছু নেই। সামান্য স্পর্শ পেলে নববধূূর মতো নেতিয়ে পড়ে এ গাছটি। ছোট গুল্মজাতীয় গাছটির নাম লজ্জাবতী। এর পাতা স্পর্শ করলেই আশ্চর্যজনকভাবে তা বন্ধ হয়ে যায় এবং কিছুক্ষণ পর আবার আগের অবস্থায় ফিরে সতেজ হয়ে ওঠে। অত্যন্ত দ্রুত অনুভূতিসম্পন্ন এ গাছ। ছোটবেলায় বাড়ির পাশে ফসলের ক্ষেতে গিয়ে ওদের যে কত লজ্জা দিয়েছি। লজ্জাবতীরা বিরক্ত হয়ে অনেক সময় কাটা ফুটিয়ে দিত।
“লাজুক লতা লজ্জাবতী
তাহার লাজের সীমা নাই
একটু ছুলেই থিরথিরিয়ে
লাজে মরে যায়
লজ্জাবতী ডেকে বলে
ছুয়ো না তুমি আমায়
ঐ ছোয়াতে হৃদয় কাঁপে
কোথায় তারে পাই”!

আমাদের অনেকের পরিচিত এই গাছটিকে কেউ “লজ্জাবতী” আবার কেউ বলেন লাজুক লতা। এটি একটি বর্ষজীবি গুল্ম আগাছা বা ওষুধী গাছ। অনেকটা তেতুল পাতার মত। পাতা সরু ও লম্বাটে, সংখ্যায় ২ থেকে ২০ জোড়া। এর ফুলগুলি বেগুনী ও গোলাপী রঙের। এর পাতায় এ্যাকোলয়ড়ে ও এড্রেনালিন এর সব উপকরণ থাকে।

লজ্জাবতী (লাতিন: ''Mimosa'';) হলো প্রায় ৪০০ প্রজাতির গুল্ম ও লতার একটি গণের নাম, যা লেগিউম জাতীয় ফ্যাবায়েসি পরিবারের Mimosoideae উপ-পরিবারের অন্তর্গত। এই গণটির নাম এসেছে গ্রিক ভাষার শব্দ μιμος (mimos), অর্থ "নকল" থেকে।[১] এর দ্বি-পক্ষল পাতা রয়েছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত প্রজাতি হলো Mimosa pudica। এর পাতা ছোঁয়া মাত্র বন্ধ হয়ে যায়। তাপের প্রভাবে, বা সন্ধ্যা বেলাতেও পাতা বন্ধ হয়ে যায়। মূলত সিসমোন্যাস্টিক চলন(Seismonastic Movement)-এর প্রভাবেই এর পাতা বন্ধ হয়ে যায়। থোকায় থোকায় ফুল ফোটে। এর ফলগুলো চ্যাপ্টা, বাঁকা-লম্বাটে। এর আদি নিবাস মধ্য আমেরিকার মেক্সিকোতে, তবে বর্তমানে বিশ্বের সব জায়গায় এটি ছড়িয়ে পরেছে। কাণ্ড খাড়া, শাখান্বিত এবং ছোট ছোট কাঁটা আছে। সাধারণত গ্রীষ্ম ও বর্ষাকালে এ গাছে ছোট ও গোলাকার ফুল ফোটে। ফুলের রঙ হয় গোলাপি ও সাদা। গাছের পাতাগুলো দেখতে ছোট এবং রঙ গাঢ় সবুজ। গাছটি দেড় থেকে দু’ফুট পর্যন্ত উঁচু হয়।


বহু প্রাচীনকাল থেকেই লজ্জাবতী গাছ অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এর রয়েছে অনেক ভেষজ গুণ।

-কাঁচা গাছ বেটে শরীরে লাগালে লাবণ্য ফিরে আসে।

-গাছ শুকিয়ে গুঁড়া করে ১০ গ্রাম গুঁড়া দু’কাপ পানির সঙ্গে মিশিয়ে ১৫ দিন সেবন করলে চর্মরোগ সেরে যায়।

-গাছের শিকড় বেটে দুধ ও পানির সঙ্গে মিশিয়ে সেবন করলে অর্শ্বরোগে ভালো ফল পাওয়া যায়।
আমাদের গ্রামগঞ্জে বাড়ির আনাচে-কানাচে একসময় প্রচুর দেখা যেত এ গাছ। বর্তমানে বাসস্থানের প্রয়োজনে ও বন ধ্বংসের কারণে অসংখ্য প্রজাতির গাছপালার সঙ্গে এ লজ্জাবতী গাছটিও হারিয়ে যেতে বসেছে।
-এছাড়া কুষ্ঠ, বসন্ত, একশিরা, ভগন্দর ও পাণ্ডু রোগ নিরাময়েও লজ্জাবতীর রয়েছে বিরাট অবদান।

-বেশিরভাগ মানুষের কাছে এ গাছ কাঁটাওয়ালা আগাছা হিসেবে পরিচিত হলেও থাই লজ্জাবতী গাছকে কাজে লাগিয়ে এখন জৈব সারও তৈরি করা হচ্ছে। এ সার ফসলের জন্য যথেষ্ট উপযোগী। এতে রয়েছে নাইট্রোজেন ২.০৩ থেকে ২.০৬, ফসফরাস ০.১৭৫ থেকে ০.২৩, পটাশিয়াম ১.২৩৭ থেকে ১.৭৪১ ভাগ। লজ্জাবতী গাছের শিকড়ে জন্মানো লালচে রঙের গুটি বাতাস থেকে নাইট্রোজেন সঞ্চয় করে আম বাগানের মাটিতে সরবরাহ করা হয়। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে। থাইল্যান্ডে ভুট্টার জমিতে আগাছা নিয়ন্ত্রণে এভাবেই লজ্জাবতী গাছ লাগানো হয় এবং মাটির উর্বরতা ঠিক রাখা হয়।

তথ্যসুত্র ও ছবিঃ- গুগল, উইকিপিডিয়া।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

নিশাত১২৩ বলেছেন: লাজে রাংগা লাজবতী কে ভালোলাগা দিয়ে গেলাম ।

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

রাসেল উদ্দীন বলেছেন: লাজে রাঙা লজ্জাবতীর লজ্জামাখা শুভেচ্ছা ও ভালোলাগা আপনার জন্যেও!

ধন্যবাদ প্রিয় নিশাত!

২| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনার কথা শুনে মনে হলো, উহা ভীতু গাছে, লজ্জাবতী নয়।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬

রাসেল উদ্দীন বলেছেন: আমার কোন কথায় এমনটি মনে হয়েছে?

স্পর্শ লাগলে নিজেকে গুটিয়ে নেয় বলে এ গাছকে লজ্জাবতী গাছ বলা হয়। গাছেরা কখনো ভয় পায়?

৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



আপনি স্পর্স করার পর, গাছটি কি নিজকে অবগুন্ঠিত করে নিয়েছিল? যদি করে থাকে, আয়নায় নিজকে ভালো করে দেখবেন!

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১২

রাসেল উদ্দীন বলেছেন: আপনি নিজেই লজ্জাবতীকে স্পর্শ করুন। তারপর ফলাফল কি হয় জানাবেন! আয়না দেখার প্রয়োজন নেই।
আমার পকেটে সবসময় আয়না থাকে!

ধন্যবাদ চাঁদগাজী সাহেব!

৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লজ্জাবতী সম্পর্কে অনেক কিছু জানা হল। ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩

রাসেল উদ্দীন বলেছেন: আপনি অনেক কিছু জানতে পেরেছেন জেনে খুশী হলাম।

ধন্যবাদ আপনাকেও!!

৫| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: লজ্জাবতি গাছের সাথে আমার পরিচয় হয়েছিল সেই বাল্যকালে। অনেকদিন দেখি না আর। আজ আপনার বর্ণনায়িত পোষ্টটি পড়ে ভালোভাবে জানা হলো।

সুন্দর লিখেছেন ভাই, ছবি গুলোও খুব সুন্দর।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

রাসেল উদ্দীন বলেছেন: আমিও সেই বাল্যকালে দেখেছি। সুযোগ পেলে এখনো খুঁজি। হাঠৎ সেদিন দেখা পেয়ে গেলাম লজ্জাবতীর। তাই পোস্ট করতে ইচ্ছা হল।

ধন্যবাদ আপনাকে!

৬| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: লজ্জাবতীর ফুল দারুন প্রিয় একটি ফুল। তার এত ঔষধী গুনাবলী জেনে ভালো লাগলো।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৪

রাসেল উদ্দীন বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগল! লজ্জাবতীদের সবকিছু সুন্দরই হয়!
সরাসরি লজ্জাবতীকে দর্শন করা হয়েছে কি?
কঙ্কাবতী?

৭| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কেনো নয়? ফুল পাখি আর গাছেদের কথা আমার চাইতে কে বেশি জানবে আর?

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০১

রাসেল উদ্দীন বলেছেন: বাব্বাহ...
মোটেও ভাব নিয়েন না! :P
আমিও কিন্তু কম জানি না!

৮| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:১৯

উম্মে সায়মা বলেছেন: লজ্জাবতী আমার এত ভালো লাগে!

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৩২

রাসেল উদ্দীন বলেছেন: নিজে লজ্জাবতী না হলে কি লজ্জাবতী এতো ভাল লাগে?

ধন্যবাদ উম্মে সায়মা আপু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.