নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যে ও সুন্দরের পক্ষে সব সময়

রাসেল উদ্দীন

জীবনের সবকিছু মহান স্রষ্টার জন্য নিবেদিত

রাসেল উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

হক কথা- আমি এমন কেন? (পাঁচমিশালী)

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৯

১। সেদিন ছোট মামী বললেন- "এতো ভদ্রতা দেখাইলে শেষমেষ একটা ঝগড়াটে, দজ্জাল বউ পাবি"। আমি বললাম- ''আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত...।''
''দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্যে এবং দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্যে।
সু-চরিত্রা নারী সু-চরিত্র পুরুষের জন্যে এবং সু-চরিত্র পুরুষ সু-চরিত্রা নারী জন্যে। তাদের সম্পর্কে লোকে যা বলে, তার সাথে তারা সম্পর্কহীন”...। (আল-কুরআন)

সো নো টেনশন। যে আসার সে আসবেই...

২। কেউ এসে বলছে, আপনি খুব ভাল মানুষ!
আবার কেউ বলছে, আপনি একটা মানুষই না; একদম অমানুষ!!
রঙিন কাপড় পড়লে কেউ বলছে, আপনাকে দেখেত বেশ সুন্দর লাগছে!
আবার কেউ বলছে, ছি:ছি: আপনি এতো রঙিণ পোশাক পরেছেন কেন?
মনে রং লেগেছে?
কেউ বলছে, আপনি অনেক সুন্দর করে কথা বলেন! কিন্তু কম কথা বলেন কেন?
আবার কেউ বলছে, আপনিতো অস্থির টাইপের মানুষ; এতো বেশী কথা বলেন কেন?
সুতরাং, পরের কথায় কান দিয়ে লাভ নেই।

৩। ফ্রী মাইন্ডের নয় বলে হতে পারি আমি "ক্ষেত" টাইপের| তবে এ ক্ষেতে ফসল জন্মায়| আর আপনাদের ক্ষেতে ফসল নেই, খালী লম্বা লম্বা ঘাস| কথায় আছে না? "মানিকের খানিক ভাল"| আমার ভিতরের মানিকটাকে খাতিয়ে দেখুন, তারপর আমার সম্পর্কে মন্তব্য করুন| শুধুমাত্র কারো পোশাক বা স্বল্পভাষী দেখে 'টাইপ' আন্দাজ করা যায় না!! একটা মানুষের ভালো মন্দ উভয় দিক বিবেচনা করে তাকে মূল্যায়ন করতে হয়!

৪। একটু পর্দা-পুশিদার কথা বলা বা যৌন বিষয়ে লজ্জাভাব পোষণ করা নাকি ফ্রী মাইন্ড বা মুক্তমনের পরিপন্থি!!
অবৈধ প্রেম-প্রণয় ও ফষ্টিনষ্টি অতঃপর কলার ছোবড়ার ন্যায় ডাস্টবিনে নিক্ষেপ করা সবই এই ফ্রী মাইন্ডের ছত্রছায়ায় চলে!!!
আনন্দ মানেই যদি চিত্তবিনোদন হয়, তবে অনেকে তো কলেজ থেকে ফেরার পথে মেয়েদেরকে ইভটিজিং করে আনন্দ পায়, কেউবা ধর্ষণ করে আনন্দ পায়, কেউবা চুরি করে আনন্দ পায়| তবে এগুলিও কি চিত্তবিনোদনের অন্তর্ভুক্ত?

৫। একটা কবিতা দিয়ে শেষ করি-

কোলাহল মুক্ত নির্জন স্থান
ব্যস্ততা নেই এমন ক্ষণ,
বিনোদনের জন্য এটাই প্রেক্ষাগৃহ
লোকালয়ের চেয়ে অধিক শ্রেয়,
চাইনা আমি হাসি-তামাশা রঙ্গ
একাকিত্বই আমার সঙ্গ,
ভালো লাগেনা হৈচৈ
এখনতো আমি ছোট নই,
জন্মেছি একা মরবোও একা
তাই এতো নিরবে থাকা,
একাই থাকি, সবাই যাক চলে
তবে বিয়েটা করব দু'জনে মিলে।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কথাগুলো ভাল লাগল।

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৫

রাসেল উদ্দীন বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগল।

ধন্যবাদ; মোহেবুল্লাহ অয়ন ভাই!
শুভেচ্ছা নিবেন...

২| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: সব কিছু মিলিয়ে চমৎকার।

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

রাসেল উদ্দীন বলেছেন: ধন্যবাদ আপনাকে!
রাজীব নুর ভাই!

ভালো থাকবেন!

৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬

আবু তালেব শেখ বলেছেন: দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্যে এবং দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্যে।
সু-চরিত্রা নারী সু-চরিত্র পুরুষের জন্যে এবং সু-চরিত্র পুরুষ সু-চরিত্রা নারী জন্যে।
///
উল্টাপাল্টা হয় না কখনো?

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৩

রাসেল উদ্দীন বলেছেন: প্রতক্ষ্যভাবে কিছু ব্যতিক্রম মনে হলেও মৌলিকভাবে এরকমই হয়। কারণ এটা আল্লাহ তায়ালা'র অপরিবর্তনীয় বিধান!

ধন্যবাদ আবু তালেব ভাই!

৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটা ধরে রাখতে হবে পরের প্রজন্ম যদি বিপথে যায় তাহলে আমাদের অবনতি হবে...

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১১

রাসেল উদ্দীন বলেছেন: হুম, একদম ঠিক বলেছেন।
ধন্যবাদ আপনাকে!!

৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬

ওমেরা বলেছেন: যে যেমন তার কপালে তেমনই জুটবে। ধন্যবাদ।

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৩

রাসেল উদ্দীন বলেছেন: একদম তাই!

ধন্যবাদ আপনাকেও!

৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: সব কিছু মিলিয়ে ভাল লিখেছেন।

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬

রাসেল উদ্দীন বলেছেন: পড়েছেন জেনে ভালো লাগল!

ধন্যবাদ কবি!

৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৭

জাহিদ অনিক বলেছেন:

একাই থাকবেন, একাই খাবেন একাই মরবেন; তা বিয়েটাও একা একা করা যেত না !
আবার দুজন কেন ! ;)

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২২

রাসেল উদ্দীন বলেছেন: বিয়ে যদি একা করা যেত, তবে তাই করতাম! :P
কিন্তু একা একা বিয়ে সহীহ হয়না!

ধন্যবাদ জাহিদ ভাই!

৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২০

হাফিজ হুসাইন বলেছেন: ভালোই লাগল। যাক হক কথা বলারও একটা প্লাটফর্ম পাওয়া গেল।

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৪

রাসেল উদ্দীন বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হলাম!

ধন্যবাদ হাফিজ ভাই!

৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১৮

শৈবাল আহম্মেদ বলেছেন: (২। কেউ এসে বলছে, আপনি খুব ভাল মানুষ!
আবার কেউ বলছে, আপনি একটা মানুষই না; একদম অমানুষ!!
রঙিন কাপড় পড়লে কেউ বলছে, আপনাকে দেখেত বেশ সুন্দর লাগছে!
আবার কেউ বলছে, ছি:ছি: আপনি এতো রঙিণ পোশাক পরেছেন কেন?
মনে রং লেগেছে?
কেউ বলছে, আপনি অনেক সুন্দর করে কথা বলেন! কিন্তু কম কথা বলেন কেন?
আবার কেউ বলছে, আপনিতো অস্থির টাইপের মানুষ; এতো বেশী কথা বলেন কেন?
সুতরাং, পরের কথায় কান দিয়ে লাভ নেই।)

ধন্যবাদ, কথাগুলো যুক্তিসংগত হয়েছে। তবে দুশ্চরিত্র-সুচরিত্র,ভাল-মন্দ ইত্যাদী সবইতো জগতে আপেক্ষিক। এবং এগুলো এরকমই একটা ব্যপার বা মন যখন যে যুক্তি দেয় সেটাই সঠিক ও বেঠিক হয়।

০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩৫

রাসেল উদ্দীন বলেছেন: আপনার মন্তব্যে খুশী হয়েছি!

জন্ম, মৃত্যু, বিবাহ এ জাতীয় বিষয়গুলো ভাগ্যের উপর নির্ভন করে থাকে। আর ব্যক্তির কর্মের উপর তার ভাগ্য নির্ধারিত হয়!

ধন্যবাদ!

১০| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪৫

শৈবাল আহম্মেদ বলেছেন: ধন্যবাদ, পদার্থ বা যন্ত্র যেমন এ পৃথিবীতে তার শক্তি প্রকাশ করে থাকে-মানুশও ঠিক যে যেমন ধরনের শক্তির ধাতুই তৈরী হয়ে যায়-তেমন ধরনের ধাতুর প্রকাশ তো সে ঘটাবেই। এসব তার পূর্ব-পূর্ব পুরুশদের পরিবেশ,জ্ঞান,খাদ্য ও চিন্তার ফল। এবং সেসবের সাথে মিলিয়ে ব্যক্তির বর্তমান পরিবেশ ও অভিজ্ঞতা। কিন্তু এই জ্ঞান মানুশের এককভাবে হাতে থাকেনা। তবে সুন্দর ও নিরপেক্ষ আইনের কঠোরতাই মানুশকে ডিসিপিলিনাবদ্ধ করতে পারে। যেটা পৃথিবীর বড় বড় রাষ্ট্রের নেতারা ইচ্ছা করলে পারেন-৩য় বিশ্বযুদ্ধের হাত থেকে পৃথিবীকে ও পৃথিবীর মানুশকে বাচিয়ে-নিরপেক্ষ এক নীতির মাধ্যমে জগতে শ্বান্তিপুর্ণভাবে পথ চালাতে।
(এক দিক থেকে যেমন আমরা এজগতে একাক জন একাক ধাতুই তৈরী হয়ে থাকি-আরেক দিক থেকে তেমনি আমরা একই বস্তায় ঢুকেও বেচে বা টিকে থাকতে পারি।)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.