নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যে ও সুন্দরের পক্ষে সব সময়

রাসেল উদ্দীন

জীবনের সবকিছু মহান স্রষ্টার জন্য নিবেদিত

রাসেল উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

মুসলমানরা পরাজিত কেন?

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

ফরাসী সম্রাট নবম লুইস মৃত্যুর সময়
ওসীয়তনামায় লিখে যান,

‘আমরা দীর্ঘদিন ধরে
মুসলমানদের পরাজিত করার প্রচেষ্টায় লিপ্ত
আছি। ক্রুসেড যুদ্ধের ধারাবাহিকতা যুগ যুগ ঘরে
চলছে। কিন্তু আমরা বিজয়ী হতে পারছি না। কারণ,
মুসলমানদের আক্রমণ করার পর তাদের মধ্যে
এমন চেতনার দাবাগ্নি জ্বলে ওঠে যার
প্রতিরোধ অসম্ভব হয়ে যায়। এই চেতনার আগুন
প্রতিরোধ করার জন্য এখন অন্য উপায়-
উপকরণ গ্রহণ করা উচিত। আর তার কৌশল
একটাই তা হলো, তাদের মন-মস্তিষ্ক ও চিন্তার
জগতকে প্রভাবিত করতে হবে।’
এই ওসীয়তনামাটি আজও প্যারিসে সংরক্ষিত
আছে। তাতে চারটি পরিকল্পনা পেশ করা হয়েছে :
১. মুসলিম নেতৃবৃন্দের মধ্যে অনৈক্য সৃষ্টি করা।
তাদেরকে যতদূর সম্ভব ছোট ছোট টুকরায় ভাগ
করে দেয়া, যাতে তারা দূর্বল থেকে দূর্বলতর হয়ে
যায়।

২. মুসলিম দেশসমূহের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে
অস্থিতিশীল করে রাখা। আর এর জন্যে ঘুষ,
দূর্নীতি, বিশৃঙ্খলা, নৈরাজ্য ও অশ্লীলতার
প্রসার ও বিস্তৃতি ঘটানো।

৩. ইসলামী মূল্যবোধ ও ঈমানী চেতনায়
পরিচালিত দেশ প্রেমিক সংগঠনগুলোকে
সুসংগঠিত ও শক্তিশালী হতে না দেয়া। যারা দীন
ও দেশের স্বাধীনতা রক্ষায় যে কোনো ত্যাগ
স্বীকারে প্রস্তুত থাকে।

৪. এমন ইউরোপিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করা,
যা দক্ষিণে গাজা এবং উত্তরে ইন্ট্রিয়ক
পর্যন্ত পৌঁছবে। আর পূর্বদিকে তার সীমান্ত
থাকবে ইউরোপ পর্যন্ত বিস্তৃত।
(ড. ইসমাঈল আলী মুহাম্মদকৃত ‘আল গাযবুল
ফিকরি-মনস্তাত্ত্বিক যুদ্ধ’, ২৯-৩০)

আজকের মুসলিম দেশগুলোর দিকে
তাকালে এই
বাস্তবতা স্পষ্ট

তবে আশার বাণী হচ্ছে, বিশ্বব্যপী ইহুদীবাদ ত্যাগ করে ইসলাম গ্রহণের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। খ্রিস্টানদের ইসলাম গ্রহণের দৃষ্টান্ত ক্রমশ বেড়েই চলেছে। বিশ্বব্যাপী হাজার হাজার চার্চের পাদ্রীরা খ্রিস্টবাদ বিস্তারে কাড়ি কাড়ি ডলার খরচ করেও আশানুরুপ সাফল্য পাচ্ছে না। অথচ কোন প্রকার অর্থ ব্যায় বা রাষ্ট্রীয় পৃষ্টপোষকতা ছাড়াই খ্রিস্টানদের লালন ভুমিতে মুসলমানের সংখ্যা বেড়ে চলেছে। ইউরোপ আমেরিকার মত জায়গায় মুসলমানরা গড়ে তুলছে নতুন নতুন মসজিদ মাদ্রাসা। এর বিপরীতে অসংখ্য চার্চ-গীর্জা বিগত এক দশকে বদ্ধ বিরান ঘরে পরিণত হয়েছে। মুসলমানরা রাজনৈতিকাবে সচেতন হতে শুরু করেছে। মুসলমানরা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ইসলামবিদ্বেষী চক্রকে রুখে দাঁড়ানোর দুঃসাহস দেখাতে পারছে।
এসব দেখেই ওরা আতঙ্কিত হয়ে পড়েছে। মুসলমানরা যেভাবে শিক্ষা-দীক্ষায় আত্মসচেতন হয়ে উঠছে, তাতে সেদিন বেশী দূরে নয়; যেদিন বিশ্বের কর্তৃত্ব মুসলমানদের কব্জায় চলে আসবে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

মো : শাহাদাত হোসাইন বলেছেন: আসলেই মুসলমানদের মধ্যে ঐক্য নেই। আমরা যদি মধ্যপ্রাচ্যর দিকে তাকাই তবে দেখতে পাবেন সেখানে মুসলিম দেশের মধ্যে ঐক্য নেই বললেই চলে।সৌদি আরব এবং ইরান পরস্পরকে চরম শত্রু মনে করে।

১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

রাসেল উদ্দীন বলেছেন: ঠিক বলেছেন, অনৈক্য মুসলমানদের রাজনৈতিক ক্ষমতায়নের পথে প্রধান অন্তরায়!

ধন্যবাদ আপনাকে!!

২| ১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সঠিক জিনিসটি লেখনির মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ রাসেল ভাই। একটা কথা- ইদানীং প্রায় সব নবীন ইসলামী লেখক 'দ্বীন' কে 'দীন' লিখে থাকেন। আমার জানামতে দীন অর্থ দরিদ্র বা নিঃস্ব। এই বানানটার ব্যাপারে আমি এখনও কনফিউশনে আছি।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪

রাসেল উদ্দীন বলেছেন: “দীন” অর্থ দরিদ্র বা নিঃস্ব। আপনি ঠিকই জানেন!
ইসলাম ধর্মকে “দ্বীন” লেখা হয়- এটাই সঠিক। উইকিপিডিয়াঃ Click This Link

ধন্যবাদ সম্রাট ভাই!

৩| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: ধার্মিকেরা নির্বোধ হয়।
তাই পরাজিত হয়।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১০

রাসেল উদ্দীন বলেছেন: এখন আমি যদি বলি ধর্মহীনরা “বিবেকহীন” অথবা “পাগল” হয়, তাহলে আপনি কি মেনে নিবেন?
আপনি ধার্মিক না হতে পারেন। তাই বলে ধার্মিকদের নির্বোধ বলার কোন অধিকার আপনার নেই!

ধার্মিকরা তাদের নিজ স্রষ্টাকে চিনেন!!

৪| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫২

উড়োজাহাজ বলেছেন:
ছবির এই অংশের বিপরীত তথ্যই উঠে এসেছে।
লিংকে দেওয়া পোস্ট দ্রষ্টব্য।
• ইউরোপের অনেকে দেশে এখন নাস্তিকরাই সংখ্যাগুরু….
• চীনে ৬১% মানুষ সরাসরি স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করে……
• সুইডেনে ৮% মানুষ উপাসনালয়ে ধর্মচর্চা করে, ৭৬% নাস্তিক…
• চেক প্রজাতন্ত্রে ১২% মানুষ গির্জায় ধর্মচর্চা করে…৭৫% নাস্তিক…
• ব্রিটেনের ৫৩% জনের কোনো ধর্মবিশ্বাস নেই….
• হংকং-এ ৬২% নাস্তিক
• জাপানে ৬২% নাস্তিক
• জার্মানিতে ৫৯% নাস্তিক
• স্পেনের নাগরিকদের বড় একটা অংশই নাস্তিক
• অস্ট্রিয়ার নাগরিকদের বড় একটা অংশই নাস্তিক
• ফ্রান্সের নাগরিকদের বড় একটা অংশই নাস্তিক - সূত্র:ডয়চে ভেল৷



https://web.facebook.com/hasan.mahmud.161446/posts/1015960590348059

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৫

রাসেল উদ্দীন বলেছেন: আমার বক্তব্যের সাথে আপনার তথ্যের কোন বিরোধ নেই।
ইউরোপ-আমেরিকায় মুসলমানদের সংখ্যাধিক্যের কথা বা কোন ধরণের পরিসংখ্যান আমি উল্লেখ করিনি। শুধু বলতে চেয়েছি ইসলাম ধর্ম গ্রহণকারীর সংখ্যা বাড়ছে! মসজিদ মাদ্রাসা তুলনামূলক বৃদ্ধি পাচ্ছে! মুসলমানরা সচেতন হয়ে উঠছে!

ধন্যবাদ!

৫| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৬

আবু তালেব শেখ বলেছেন: সাম্প্রতিক সময়ে সৌদির যে আচরন তাতে মধ্যপাচ্যে ইহুদি শক্তি পুরোপুরি শিকড় গাড়বে। নিজেরা নিজেদের মধ্যেই যুদ্ব করে মরবে। আর ক্রেডিট নেবে ইহুদী খৃষ্টান।

১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৬

রাসেল উদ্দীন বলেছেন: সৌদির কথা আর কি বলব! মুসলিম রাষ্ট্রসমূহের প্রতিনিধিত্ব করার পরিবর্তে পশ্চিমা ইসলামবিদ্বেষী শক্তির গোলামী করছে সৌদি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.