নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যে ও সুন্দরের পক্ষে সব সময়

রাসেল উদ্দীন

জীবনের সবকিছু মহান স্রষ্টার জন্য নিবেদিত

রাসেল উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

ইসলাম ও আধুনিক মানবাধিকার

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৩

একদা আমাদের নবী হযরত মুহাম্মাদ (সঃ) একটি আঙ্গুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। সঙ্গীগণ চিৎকার দিয়ে উঠলেন, "ভিতরে যাবেননা" হে আল্লাহর রাসুল!
: কেন? কি হয়েছে?
: ঐ যে উটটি পাগল হয়ে গেছে!

রাসুল (সঃ) ঘাবড়ালেন না। এগিয়ে গেলেন উটের দিকে।
অশান্ত মূক উটটির মাথায় হাত রাখলেন। কান পেতে ধরলেন উটের মুখের কাছে। ফিরে এসে ডাকলেন মালিককে। বললেন তুমি এই উটটির প্রতি অবিচার করছো। ঠিক মত খেতে দিচ্ছ না। আবার শ্রম নিচ্ছ তার সাধ্যের বাইরে।
: আমি এখন কি করব? হে আল্লাহর রাসুল! (কন্ঠে ব্যকুলতা)
: ঠিক মত খেতে দেবে। সাধ্যের বাইরে কাজ করাবে না। আর যদি না পারো, ছেড়ে দেবে তাকে। সে নিজেই তার রিযিক কুড়িয়ে খাবে।

এই হল ইসলামের পশু অধিকার। এর সাথে মিলাও তো তোমাদের মানবাধিকার। ইসলামে পশু অধিকারও তোমাদের মানবাধিকারকে হার মানিয়েছে। তোমাদের মানবাধিকারের কোমল পরশে অসহায় জনতার হাহাকার ধ্বনি ভাসে আকাশে বাতাসে। কাঁদে আমাদের ভাষাহীন পশু অধিকারও। কাঁদে না কেবল তোমাদের পাষাণ মানবাধিকার, কাঁদে না তোমাদের অতি অসভ্য সভ্যতা। আধুনিক সভ্যতার ধ্বজাধারীদের অতি সখের পোষা প্রাণী গণতন্ত্র ও মানবাধিকার। অথচ এ দুটি প্রাণী ঘাস-পানি সংগ্রহে রীতিমত জান বাজী রেখে মরছে। এই গণতন্ত্রকে কে কতটা লাশের খোরাক দিতে পারলো, পিপাসায় কে কতটা বুকের তাজা খুন দিতে পালো; তা নিয়ে রীতিমত প্রতিযোগীতা চলছে। তোমাদের মানবাধিকাররা শুধু লাশ চায়, চায় রক্তের বদলে রক্ত।

ওহে মাতব্বররা! তোমাদের বাড়িতে মানবাধিকাররা কেমন আছে?

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওদের এসব বললে হেসেই উড়িয়ে দিবে।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪১

রাসেল উদ্দীন বলেছেন: ও হাসি পরাজয়ের! ও হাসি তাচ্ছিল্যের! ও হাসি বিভৎস!

২| ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


ঘটনাটা কি মক্কায়, নাকি মদীনায়?

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪২

রাসেল উদ্দীন বলেছেন: তা ঠিক জানা নেই! হাদীসে স্থানের কথা উল্লেখ নেই।

৩| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব বলা যাবে না। কারণ, তাহলে তাদের মানবাধিকার আর গণতন্ত্র ব্যবসা বন্ধ হয়ে যাবে...

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

রাসেল উদ্দীন বলেছেন: কিন্তু সত্য কথাগুলো বলতেই হবে। রাজনীতি নামের পেটনীতি বন্ধ করতে হবে। ইসলামের কথা বললে যারা ধর্মব্যবসায়ী বলে, তাদের গণতন্ত্র ব্যবসার কথা ফাঁস করতেই হবে!

৪| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৫

ওমেরা বলেছেন: ভাল লাগল । ধন্যবাদ ভাইয়া।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯

রাসেল উদ্দীন বলেছেন: আপনার ভালো লাগাতে খুশী হয়েছি!
ধন্যবাদ আপনাকেও! শুভেচ্ছা নিবেন আপু!

৫| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৪৬

মলাসইলমুইনা বলেছেন: ঘটনাটা মদিনার ইসলামী রাষ্ট্র সময় কালের | ভাল লাগল আপনার লেখাটা।

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

রাসেল উদ্দীন বলেছেন: তথ্যটি জেনে উপকৃত হলাম। ধন্যবাদ আপনাকে!

তবে আপনার নামটা পড়তে অনেক কষ্ট হল! :D

৬| ২০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমাদের রসুল (স: ) তা'হলে উটের ভাষাও জানতেন?

আমার মনে হয়, আপনার ঘোড়া রোগ হয়েছে

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৮

রাসেল উদ্দীন বলেছেন: তাহলে হাদীসটি কি মিথ্যা? হাদীসের উপর আস্থা না থাকলে আপনার সাথে আমার কোন বিতর্ক নেই।

ঘোড়া রোগ কাকে বলে গাজী সাহেব?

৭| ২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৫

মলাসইলমুইনা বলেছেন: আপনার কিছু পাঠককে বলুন হজরত ঈসা (সাঃ) তিনদিনের মৃতকে বাঁচিয়ে ছিলেন | অন্ধকে সবার সামনে চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন | যেটা বিজ্ঞান এখনো পারে না | হজরত সুলাইমান পশু ও পাখিদের ভাষা জানতেন | এসব নিয়ে কিন্তু কোনো বিতর্ক আমেরিকায় এতোদিনেও শুনলাম না | রাসূলুল্লাহ (সাঃ) এক উটের মনোভাব বুঝতে পারলেন দেখে কারো মনে এতো বিজ্ঞানের চেতনা জ্বলে উঠলো কেন বুঝতে পারলাম না |

২০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

রাসেল উদ্দীন বলেছেন: আমার কিছু পাঠকের জবাব আপনি সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। অনেক কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ আবারো!

জনাব গাজী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.