নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যে ও সুন্দরের পক্ষে সব সময়

রাসেল উদ্দীন

জীবনের সবকিছু মহান স্রষ্টার জন্য নিবেদিত

রাসেল উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

রুখে দাঁড়াও বাংলাদেশ

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৬

দ্যাখো দ্যাখো সীমান্তে সিধেঁল চোর
সীমান্ত খুঁটি উপড়ে গেছে অত্যাচারীর ধাক্কা জোর
লুট করেছে মাছ, পানি ও পাট, রেশম আর চামড়া, ধান
লুটেছে খনিজ, রুপালি ইলিশ, শাক-সবজি ও সুপারি পান
কাঁটাতারের বাঁধ ডিঙিয়ে মারল হানা কোন সে চাড়াল?
লুটের খবর হয়নি কভু বীর জনতার চক্ষু আড়াল
বীর বাঙালীর প্রাণ নিয়েছে বন্ধু দেশের রক্তখোর
খুন-মাতমে ঘনিয়ে এলো স্বাধীন দেশে আধাঁর ঘোর
স্বাধীন দেশে হামলে পড়া চোখ রাঙানির বক্ষ ফাঁড়ি
অস্ত্র দিয়ে ফেল্ রে এবার ঐ শকুনের চোখ উপাড়ি
নিত্য ওরা করছে গ্রাস; দেশ-বাজারে দস্যু-ডাকাত
চোরাচালানী রুখতে এবার দে করে দে ধংস নিপাত
বঙ্গজাতির রক্ষাকবচ সংস্কৃতির অংশীদারী
ছিনিয়ে নিল ভীন-প্রভূ আর মানচিত্রের দখলদারী
একাত্তরে পায়নি ক্ষমা পাক-হানাদার অত্যাচারী
আজো তবে মাফ হবে না করলে কেহ খবরদারী
তালাশ করে চিহ্ন দে আজ স্বদেশ ঘাতক চক্র দালাল
ভীনদেশী ঐ ভৃত্যগুলোর ঝরবে এবার রক্ত লাল।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:০৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন। শুভকামনা।

২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:১৫

রাসেল উদ্দীন বলেছেন: শুভ কামনা আপনার জন্যেও!

ধন্যবাদ!

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

খায়রুল আহসান বলেছেন: কবিতায় ঝাঁঝ আছে, তবে কবিতা না লিখে এ বিষয়ে প্রবন্ধ লিখলে বোধ হয় আরও সাবলীলভাবে লেখতে পারতেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৬

রাসেল উদ্দীন বলেছেন: সুন্দর পরামর্শের জন্য কৃতজ্ঞতা। প্রবন্ধও লেখব ইনশা আল্লাহ!

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর লিখেছেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৬

রাসেল উদ্দীন বলেছেন: খুশী হলাম। ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.