নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যে ও সুন্দরের পক্ষে সব সময়

রাসেল উদ্দীন

জীবনের সবকিছু মহান স্রষ্টার জন্য নিবেদিত

রাসেল উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

ভারতের অনুসরণ করা কি দোষ?

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮

যারা দিল্লীতে বৃষ্টি হলে এদেশের এসি রুমে বসে ছাতা মাথায় দেন, তাদের সব কাজেই ইন্ডিয়া ইন্ডিয়া গন্ধ পাওয়া যায়! আগে আমাদের দেশে মেগা সিরিয়াল নির্মাণ হতো না| কিন্তু ভারত প্রীতির কারণে আমাদের টিভি চ্যানেলগুলোতে সিরিয়ালের ধুম বইছে| ভারতে যখন 'দেবদাস' সিনেমা তৈরী হয়, তখন আমাদের দেশে 'দেবদাস' সিনেমা, নাটক, টেলিফিল্ম সব তৈরী হয়| হ্যাঁ মানলাম, ভারতের অনুসরণ করা দোষের কিছু নয়| তাই বলে ভালো মন্দ বাছ -বিচার না করেই অনুসরণ করতে হবে?
ভারতে অনেক বড় বড় শিল্প কারখানা তৈরী হচ্ছে, কই? আমাদের দেশে কি তার সিকি ভাগও হচ্ছে? বিজ্ঞান-প্রযুক্তিতে ভারত কত এগিয়ে, সে তুলনায় আমরা কত পিছিয়ে! ওরা নির্বাচনে হেরে গেলে বিজয়ী দলকে স্যালুট দেয়, আর আমরা...?

আমাদের আদর্শ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, নতুবা লাখো শহীদের রক্ত বৃথা যাবে!!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৩

ওমেরা বলেছেন: খারাপ কাজে অনুসরন করা যত সহজ ভাল কাজে অনুসরন করে কত কঠিন।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩১

রাসেল উদ্দীন বলেছেন: ভাল বলেছেন। তবে খারাপ অথবা ভাল কাজের অনুসরণ করা সহজ নাকি কঠিন- তা ব্যক্তির মানসিকতার উপর নির্ভর করে!

শুভেচ্ছা নিবেন!

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একই কথা আমেরিকা বা অন্য যে কোন দেশের বেলাতেই প্রযোজ্য। অবশ্যই ভালো কাজ অনুসরণ করা যেতে পারে...

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫২

রাসেল উদ্দীন বলেছেন: যেখানে ভাল-মন্দের মিশ্রণ রয়েছে, সেখান থেকেও ভালটা গ্রহণ করা দোষের নয়। তবে বাছ-বিচার ছাড়া একচেটিয়া অনুসরণ অবশ্যই দোষণীয়!

ধন্যবাদ

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০৫

কুংফু নায়ক বলেছেন: আইপিএল এর অনুকরনে বিপিএল এর মতো ৩য় শ্রেণীর টুর্নামেন্ট যার কিনা বেশীর ভাগ বিদেশী প্লেয়ারের নাম মানুষ শুনে নাই।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৬

রাসেল উদ্দীন বলেছেন: বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানটিও ভারতের দখলে। সংস্কৃতিও একচেটিয়া ভারতের দখলে চলে গেছে।
কাউকে প্রভু মানলে প্রভুর আধিপত্য ভৃত্যের উপর প্রভাব বিস্তার করবে এটাই স্বাভাবিক।
ভারত আমাদের ভদ্র খোকা্ মনে করে!

ধন্যবাদ নায়ক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.