নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যে ও সুন্দরের পক্ষে সব সময়

রাসেল উদ্দীন

জীবনের সবকিছু মহান স্রষ্টার জন্য নিবেদিত

রাসেল উদ্দীন › বিস্তারিত পোস্টঃ

পাত্রী নির্বাচন (সংলাপ)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩০

পত্রিকার ভিতরের পাতায় মনোযোগ দিয়ে পড়িবার মত কিছু থাকে বলিয়া আমার জানা নাই। কিন্তু আধাঘন্টা ধরিয়া আবির গভীর মনোযোগ সহকারে কি যেন দেখিতেছে। ব্যাপারখানা কি? টান দিয়া লইয়া দেখিলাম "পাত্রী চাই" বিজ্ঞাপনে ভরা। বেচারা এতক্ষণ ধরিয়া এই জিনিস-ই দেখিতেছিল। পত্রিকা রাখিয়া বলিলাম-
: কাহার জন্য?
: সবার জন্য!
: মানে?
: মানে আবার কি? আমরা যারা ব্যচেলর গ্রুপের সদস্য, মানে নোঙ্গরহীন সমাজের সভ্য পুরষ তাহাদের সবার জন্য নোঙ্গর তলাশ করিতেছি।
: বুঝলাম না!
: বুঝিবার দরকার নাই। কারণ কাঙ্খিত পাত্রী এই পাতায় পাওয়া যায় নাই।
: কি? এত বড় পাতা জুড়িয়া বিজ্ঞাপন; আর তোর একটা পাত্রীও পছন্দ হইল না্? বিজ্ঞাপন দাতা সত্যিই মনোকষ্টে ভুগিবে।
: ভুগিলে ভুগিবে। কিন্তু আমি যেমনটি চাইতেছি তেমনটি পাওয়া যাইতেছে না্।
: কেন? তোর ডিমান্ড কি খুব বেশী? পাত্রীর বাড়ী-গাড়ী থাকিতে হইবে? নাকি পাত্রীকে স্বর্গের অপ্সরী হইতে হইবে?
: আরে নাহ..
: তাইলে পাত্রী কি ইরানী, তুরানী বংশের হইতে হইবে? নাকি পাত্রীর ডাবল এম.এ লাগিবে?
: তাও নাহ...
: তাহা হইলে?
: শোন, ব্যটা! বর্তমান বাজারের যে অবস্থা, তাহাতে বিবাহের অর্থ জানিস?
: তুই-ই বল!
: বিবাহ হইল বিবাহ পূর্ববর্তী খরচ, বিবাহকালীন খরচ ও বিবাহ পরবর্তী খরচ, এই তিন খরচের সমষ্টি।
: এত বিশাল খরচের চিন্তা করিলে আর পাত্রী দেখিবার দরকার কি? বিবাহ-ই বা করিবার দরকার কি?
: এই জন্যেই তো বিশেষ অফারের চান্স খুঁজতেছি।
: মানে? পাত্রী কি বাজারের সওদা যে, বিশেষ প্যকেজ ঘোষণা করা হইবে?
: ধ্যৎ! আমাকে কি অতটা নির্বুদ্ধ মনে হয় তোর?
: তাহলে পাগলের মত ঐসব কি বলিতেছিস?
: শোন চান্সটা তোর কানে কানে বলিয়া দেই। তোরও কাজে লাগিতে পারে!
: বল! (কানটা তাহার দিকে বাড়াইয়া দিয়া)
: শোন, এখন তো নারীবাদীরা বেশ সোচ্চার তাইনা ? নারীনীতি নিয়ে সমানাধিকারের দাবী রহিয়াছেই।
: কিন্তু আবির! তাহাদের দিয়া তোর লা্ভ কি?
: ঐ সমাজের কোন পাত্রী পাওয়া গেলে সবদিক দিয়াই লাভ।
: কিভাবে? চমকাইয়া উঠিতে বাধ্য হইলাম!
: সভ্যতার আইন ভাঙ্গিয়া তাহারা সমানাধিকার চাই। সুতারং তাহারা নিশ্চয়ই সমানাধিকারের দাবী তুলিবে না! বিবাহের পরে বউ নিয়ে থাকার ব্যবস্থা করা বর্তমানে একটি মহাসমস্যা। কামাইয়ের অর্ধেকটাই এই বাসা ভাড়ায় খাইয়া ফেলিবে। কিন্তু সমানাধিকারের কোন পাত্রী পাইলে সমস্যা দূর হইত। অতসব টেনশন না করিয়া পাত্রীর বাবার বাড়ীতে আস্তানা গাড়া যাইত।
: কিন্তু তাহাতে যে ঘর জামাই বলা হইবে?
: অবজেকশন তোর কথায়। মেয়েরা স্বামীর বাবার বাড়ীতে থাকিলে কি তাহাদের কখনো "ঘর বউ" বলা হয়?
: না।
: তাহা হইলে ইহাকেও ঘর জামাই বলা যাইবে না।
: তোর কথায় যুক্তি আছে তো! কিন্তু...
: কিন্তু কি? ঘরের কাজ করিবার কথা বলিতেছিস?
: হুম.. সেটা নিয়েই তো চিন্তা!
: শোন, চিন্তার কোন কারণ নেই। একটি সিক্রেট কথা বলি। পানি গরম করা ছাড়া ঐ আগুন কোম্পানীর কোন কাজই আমার জানা নেই। একদিন আমি আরেক দিন সে রান্না করিবে। আমি আমার দায়িত্ব পালনে কোন রকম অবহেলা করিব না। তবে আমার রান্না খাইয়া উনার বমি আসিলে আমার কিছু করিবার নাই। দু'দিন যেতে না যেতেই উনি আমাকে রান্নার দায়িত্ব থেকে অব্যহতি দিতে বাধ্য হইবেন। একদিন আমি বাজারে যাইব আরেক দিন আমার বউ বাজারে যাইবে- ইহা ভাবিতেই আমার কেমন যেন সুখ সুখ অনুভব হইতেছে।
: তারপরেও...
: দোস্ত! চিন্তা করিস না। এমন কিছু কাজ রহিয়াছে যে, হাজার চেষ্টা-সাধনা করিলেও তাহা পুরুষের উপর চাপানো যাইবে না।
: যেমন?
: যেমন ধর- গর্ভধারণ করা, বাচ্চারে দুধ পান করানো ইত্যাদি।
দেখিলাম আবির অনেক দুর ভাবিয়া রাখিয়াছে।
: দোস্ত এমন পাত্রী পাইলে সত্যিই তুই বিবাহ করবি?
এবার আবির কথার সুর পাল্টাইয়া বলিল....
:এই ধরণের পাত্রী রাস্তাতেই মানায়। বনের পশু যেমন ঘরে বেমানান, তেমনি উহারাও ঘরে বেমানান। সমানাধিকারের আড়ালে জরায়ু স্বাধীনতার দাবী উত্থাপনকারীণি এসব নারীরা অসভ্য, বুদ্ধিপ্রতিবন্ধি। উহাদের দেহ পাবলিকের মালিকানাভূক্ত। ঠিক তাজমহলের মত সবার জন্য খোলা। উহারা কখনো বউ হইতে পারে না।

আমি ভয় না পাইয়া কেবল হো হো করিয়া হাসিতে লাগিলাম.....

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আইডিয়া মন্দ নয়। তবে তেনারা এই সহজ সরল আইডিয়াতেও পুরুষতান্ত্রিক অবহেলা খুজিয়া পাইবেন...

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৫

রাসেল উদ্দীন বলেছেন: এরও একখান সহজ-সরল জবাব আপনি দিয়া রাখিয়াছেন। তা হচ্ছে- "বিচার মানি, কিন্তু তালগাছ আমার"।
উনারা আমার কথায় যুক্তি খুঁজিয়া পাইবেন, কিন্তু উহা মানিবেন না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.