নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বন্ধু রাশেদ

আমার বন্ধু রাশেদ

ব্লগে নিয়মিত লেখালেখি করার মত তেল আছে কিনা বুঝতে পারছি না - আগে সেফ ব্লগার করুক তারপর ভেবে দেখবো...

আমার বন্ধু রাশেদ › বিস্তারিত পোস্টঃ

একটি তেলেগু মুভির রিভিউ :P :P (অসংখ্য স্পয়লার সহ B-)) B-)) )

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

বুয়েটের হলগুলোর মধ্যকার লেন আক্ষরিক অর্থেই মুভির ভাণ্ডার। দেশ-বিদেশের মুভির বিশাল কালেকশন একেকজনের; সেগুলো তারা লেনে শেয়ার করে রাখে। বাংলা, ইংরেজি, কোরিয়ান এবং হিন্দি মুভির পাশাপাশি হালে যোগ হয়েছে তামিল-তেলেগু মুভি। এইসব তামিল-তেলেগু মুভির কোন ফোল্ডার পেলে মুভিগুলো একটু টেনে টেনে দেখে নেই। না, ইপ্পিডু-টিপ্পিডু টাইপের শব্দসমৃদ্ধ কোন ভাষার মুভি দেখার উদ্দেশ্য আমার নেই। উদ্দেশ্য একটাই, কোন মুভিতে কাজাল আগারওয়াল আছে কিনা তা দেখে নেয়া। :#) :-B আশা করি কারণটা বিস্তারিত ব্যাখ্যার কোন দরকার নেই। ;) ;)

সেদিন এভাবেই কাজাল আগারওয়াল কে খুঁজতে খুঁজতে একটা মুভিতে ক্লিক করলাম। মুভির স্পেশাল ইফেক্ট দেখে চোখ ঝলসানোর উপক্রম!! পদার্থবিজ্ঞানের সকল তত্ত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক অভাবনীয় স্টান্ট দিচ্ছে একটা মাছি!!! B:-) B:-) ভাবলাম নিখাদ বিনোদনের জন্য এইসব মুভির চেয়ে ভাল আর কি হতে পারে! তাছাড়া কাজাল আগারওয়াল না থাকলেও এই মুভির নায়িকাটাও বুকের বামপাশে চিনচিনে ব্যাথার উদ্রেক করেছিল। B-) ;)

অতএব দেখা শুরু করলাম।

মুভির নাম EEGA। তেলেগু ভাষায় যার অর্থ মাছি।

প্রথম আধাঘন্টা বোরিং। নায়িকাকে পছন্দ করার অপরাধে লম্পট ভিলেন নায়ককে খুন করে। কিন্তু শুধুমাত্র একবার খুন করলেই নায়ক মরবে কেনো! একটু পরেই দেখা যায় এক আস্তাকুঁড়ে একটা কোকুনের খোলস ভাঙছে। সেই কোকুন থেকে হাত কচলাতে কচলাতে বের হয়ে আসে মাছি হিসেবে পুনর্জন্ম পাওয়া নায়ক! আর ব্যাকগ্রাউন্ডে হাই বিটে বাজতে থাকে “আই অ্যাম ব্যাক, আই অ্যাম ব্যাক...।” !:#P !:#P

নড়েচড়ে বসলাম। কারণ এরপর একের পর এক এমন অসাম সব দৃশ্য শুরু হল যা দেখে আমার eyeball কোটর থেকে বের হওয়ার জন্য ছটফট শুরু করলো। :-B :-B B:-/

কোকুন থেকে বের হওয়ার পর পরই একের পর এক বিপদের সম্মুখীন হতে থাকে নায়ক। নানা ট্রাজেডির মধ্য দিয়ে “পড়বি তো পড় ভিলেনের চায়ের কাপে” স্টাইলে নায়ক একেবারে ভিলেনের চায়ের কাপেই এসে পড়লো। ভিলেন চিনি গোলার জন্য চামচ দিয়ে নাড়ানী দিতেই এক ঝাঁকুনিতে মাছিরূপি নায়কের পূর্বজন্মের স্মৃতি ফিরে আসলো। :P :P অতএব পুনরায় হাত কচলাতে কচলাতে ভিলেনকে মারার প্রতিজ্ঞা করে বসলো নায়ক। এই মাছি আবার তেলেগু এবং ইংরেজিতে সমান পারদর্শিতায় লিখতে পারে! :-* :-* সে নায়কের গাড়ির উইন্ডশিল্ডে লিখে দিলো, “ I will kill you”। ইচ্ছে হচ্ছিলো মরে যাই, কারণ মাছির হ্যান্ডরাইটিং আমার চেয়ে ভালো :(( :((

মাছিরূপী নায়ক প্রথমে কানের কাছে ভনভন করে ভিলেনকে বিরক্ত করে মারার প্রয়াস নিলো। ভিলেনতো বটেই, হেডফোনে ভনভন শুনতে শুনতে আমারই মাথা ধরে গেলো। ভিলেনকে চিরতরে শেষ করতে সাহায্যের জন্য নায়িকাকে খুঁজে বের করলো মাছি। এরপর সে তার চারজোড়া পা এবং ডানা দিয়ে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে( :P :P ) নায়িকাকে বুঝিয়ে দিলো যে সে মাছি হিসেবে পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে। আপনি হয়তো ভাবছেন এসব কি ধরণের অবৈজ্ঞানীক কথাবার্তা বলছি আমি! কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না এই মুভির নায়িকা যে একজন মাইক্রো আর্টিস্ট! আণুবীক্ষণিক জিনিস নিয়েইতো তার কাজ! ম্যাগনিফাইং গ্লাসের মধ্য দিয়ে এই ভাবের আদান-প্রদান একেবারে মনটা ছুঁয়ে গেল। :-B :-B যাইহোক নায়িকা-মাছি মিলে ভিলেনকে মারার জন্য একের পর এক ব্যার্থ প্রচেষ্টা চালায়। একসময় ভিলেন তাদের এই জোট সম্পর্কে জেনে যায়। মাছিকে চিরতরে শেষ করার জন্য বিশেষ প্রযুক্তির চশমা এবং ডেডলি সব বন্দুক নিয়ে মাছিকে আক্রমণ করে। B:-/ B:-) মাছি ম্যাট্রিক্স লেভেলের সব স্টান্ট দেখিয়ে বুলেট স্কিপ করতে থাকে। =p~ =p~ শেষমেশ মাছির গায়ে আগুন দেয়া হয়। কিন্তু মাছি একা মরবে কেনো! জ্বলন্ত দেহ নিয়ে বারুদের উপর ঝাঁপিয়ে পড়ে মাছি, এবং বিস্ফোরণে ভিলেনকে সাথে নিয়ে মারা যায়। :(( :(( :(( :(( :((



নায়কের শোকে বুক ভাসানোর প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই মাছি হিসেবে নায়কের দ্বিতীয়বার পুনর্জন্ম হয়!! সবশেষে একটি মাছিসঙ্গীতের সাথে ব্রেকড্যান্স দিতে দিতে মুভির ইতি টানেন গুরু। :D :D :D :D

মুভির IMDB লিঙ্কঃ View this link

IMDB তে একজনের রিভিউ দেখলাম, "It Deserves an Oscar."। মনে মনে বললাম," ঠিক কয়েছেন সাহাব"। =p~ =p~



এবার একটা সিরিয়াস কথা।

আমার খুব দুঃখ লাগে যখন দেখি এসব মুভির রেটিং ‘মাটির ময়না’র চেয়ে বেশী......। :|

মন্তব্য ৪৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

বোকামন বলেছেন: সম্মানিত লেখক,

ঐ একই দু:খে ব্যথিত আমিও .....

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

আমার বন্ধু রাশেদ বলেছেন: হুম :(

২| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

মাক্স বলেছেন: শেষ লাইন্টা পৈড়া খারাপ লাগলো

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

আমার বন্ধু রাশেদ বলেছেন: শেষ লাইনটা লেখা উচিত হয় নাই তাইলে :(

৩| ১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

জাহিদ১১মে বলেছেন: দুইদিন আগে দেখলাম ছবিটা। পুনর্জন্ম হয়ে মাছি হওয়া মনেহয় এই প্রথম। তাও ভাল যে তেলাপোকা হয়নাই।

৪| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬

বিডি আমিনুর বলেছেন: মুভি টি দেখছি =p~ =p~ =p~ কিন্তু শেষে আইসা কি শোনালেন :( :( :(

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩২

আমার বন্ধু রাশেদ বলেছেন: :(

৫| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩০

আশিকুর রহমান ১ বলেছেন: মুভিটা দেখছি! কাহীনি জগাখিচুড়ি মার্কা হইলেও Actress রে দেইখা কলিজার মধ্যে একটা শূন্যতা দেখা দিছিলো ;)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩২

আমার বন্ধু রাশেদ বলেছেন: ;) B-))

৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪২

পাকাচুল বলেছেন: বুয়েটের ল্যান! আহা, পুরানা কথা মনে পড়লো।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪১

আমার বন্ধু রাশেদ বলেছেন: বুয়েটিয়ান ভাই!!! :D :D

৭| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬

মিহির লাল সিংহ বলেছেন: Samantha Ruth Prabhu... Kajal... Ileana.... Ei tinjonke chorom bhalo lage. "Chala Bawonde" :) "Chuseba?"

Ei Telugu movier minimum 70% remake kore Kollywood! Remake hoy Tamil-Telugu-Malalam nijeder majhe. R Bollywood kom eikhan theke remake kore na ex. Gagini, Wanted, Rowdy Rathore....

Ora j kaaj kore Bollywood er khobor aache ex. Robot (Ash-Rajanikant), Eega or Makkhi. Jodi koreo setar jonno hoy Chennai noy Haydrabad jaite hobei.

Telugu-Tamil sudhu mar-mar cut-cut movie hoy na onek kahini nirvor awosome movie'o aache.

Ami Tamil-Telugur boro ekjon fan! Obosso Telugu'r proti jhukta besi :)

Eksomoy movie freak chilam... Din'e tana 5 ta movie dekhar record o chilo...!!! (Unlimited FTP).

Jagrata...

(Tamil KO movie ta thakle dekhe niyen)

৮| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০

রেজোওয়ানা বলেছেন: মুভিটা দেখসি!

শেষ লাইনটা পড়ে সত্যিই দু:খিত হলাম।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৪

আমার বন্ধু রাশেদ বলেছেন: :(

৯| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

হ্যাজাক বলেছেন: ধুর মিয়া কাজল নেহি , তামান্না নেহি। সে মুভি দেখে লাভ কি?

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

আমার বন্ধু রাশেদ বলেছেন: এই নায়িকাটাও অনেক সুন্দর তো!! :P B-))

১০| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩

jotejoy বলেছেন: ঐ একই দু:খে ব্যথিত আমিও .....

২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৫

আমার বন্ধু রাশেদ বলেছেন: :(

১১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: তাই তো দেখছি ...
এই মুভির রেটিং ৭.৭
ক্যামনে কি ??????

মাইরালা আম্রে মাইরালা X(( X(( X(( X((

২০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৪

আমার বন্ধু রাশেদ বলেছেন: আরে ভাই তেলেগু পাবলিক অস্কার দাবি করে বইসা আছে, ৭.৭ তো কমই দিসে!! X( X(

১২| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫১

আবিদ ফয়সাল বলেছেন: মুভি রিভিউ ভাল দিছেন =p~ =p~ =p~

অ.ট - ভাই, আপনি কোন সাইটে পোকার খেলেন , জানতে পারি ? (যদি আপনার আপত্তি না থাকে)

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪১

আমার বন্ধু রাশেদ বলেছেন: ধন্যবাদ :D

পোকারের প্রশ্ন শুনে একটু অবাকই হলাম ভাই। আমি ফেসবুকে Zynga পোকার খেলি মাঝে মাঝে। :P

১৩| ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:২৯

টানিম বলেছেন: আমিও মুভি দেখতাম চাই

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬

আমার বন্ধু রাশেদ বলেছেন: অসীম ধৈর্য্য থাকলে শুরু করেন ভাই......। B-)) B-))

১৪| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৪

এপসাইন বলেছেন: :P

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬

আমার বন্ধু রাশেদ বলেছেন: B-))

১৫| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাই, রেটিং এ কি আসে যায়? আমার কাছে আমার দেশের কুত্তার দাম বিদেশি সাহেবের চেয়ে বেশি!

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৭

আমার বন্ধু রাশেদ বলেছেন: হক কথা বলেছেন ভাই...... :#) :#)

১৬| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৪

জাতির মামু বলেছেন: মিয়া এই সিনেমার নায়িকা আপনার প্রিয় কাজল আগারয়াল নহে! ইহা আমার প্রিয় সামান্থা রুথের সিনেমা। হায়রে নিজের প্রিয় নায়িকাকেও ঠিক মত চিনেনে না।

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

আমার বন্ধু রাশেদ বলেছেন: ভাই বোধহয় এই লাইনটা মিস করে গেছেন,
" তাছাড়া কাজাল আগারওয়াল না থাকলেও এই মুভির নায়িকাটাও বুকের বামপাশে চিনচিনে ব্যাথার উদ্রেক করেছিল।" ;) ;)

১৭| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: :(

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

আমার বন্ধু রাশেদ বলেছেন: :(

১৮| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

শিপু ভাই বলেছেন:
আমি তামিল তেলেগু মুভির খুব ভক্ত। "বিনোদনের জন্য সিনেমা"- আমার এই দাবী পূরণ করে এই মুভিগুলো!!!

হিন্দির চেয়ে শতগুন ভালো তামিল মুভি। কাহিনী বৈচিত্র, অভিনবত্ব, একশন, কালারফুল গেট আপ, সুন্দরী নায়িকা- সব মিলিয়ে পরিপূর্ণ বিনোদন।


মাটির ময়নার সাথে এধরনের মুভির তুলনা চলে না। মাটির ময়না বিনোদন মূলক মুভি না। তার তুলনায় "রান ওয়ে" অনেক ভাল।

এখন যেই ছবি বেশি দেখা হবে সেটার রেটিং ও বেশি হবে। পাবলিক মজা পাইল কি না সেটাই আসল কথা!!!


এই ছবিটা দেখতে হবে। কাহিনী পছন্দ হইছে!!!++++++++++

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

আমার বন্ধু রাশেদ বলেছেন: ভাই বেশী মানুষ দেখলেই তো রেটিং বেশী হয় না! রেটিং দেয়া হয় সবার রেটিং এর গড় করে। যেমন Twelve Chairs মুভিটার লিঙ্ক দেখেন। মাত্র ২২২২জন রেট করসে, কিন্তু রেটিং ৮.২।
http://www.imdb.com/title/tt0065670/
মাটির ময়নাকে রেটিং দিসে ৮২৬ জন। তারা যদি গড়ে বেশী রেটিং দিতো তাহলে মুভিটার রেটিং ৭.১ হতো না! আর রেটিং খালি বিনোদন মূলক মুভিরই বেশী হয় তা কিন্তু সঠিক না।
"হিন্দির চেয়ে শতগুন ভালো তামিল মুভি।"-কথাটার সাথে সহমত পোষণ করছি।
আর "রান ওয়ে" আমার খুবই পছন্দের একটা মুভি। আপনিই বলেন এই অসাধারণ মুভিটার রেটিং কীভাবে ৬.৯ হয়??

১৯| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই আজ সবখানেই মানুষ শুধু বিনোদন খুঁজে এটাই আফসোস। কবে দেখবেন নীল ছবিগুলো সবচ্যেয়ে বেশী রেটিং পেয়ে সকল হলে একযোগে মুক্তি পাচ্ছে আর মানুষ মাটির ময়না ঘরে লুকিয়ে দেখছে পাছেনা আবার লোকে বিদ্রুপ করে সেই দিনের জন্য কিছু আক্ষেপ রেখে দেন কাজে লাগবে।

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০১

আমার বন্ধু রাশেদ বলেছেন: দুঃখজনক হলেও সত্য কথা :(

২০| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

মহামহোপাধ্যায় বলেছেন: আমার খুব দুঃখ লাগে যখন দেখি এসব মুভির রেটিং ‘মাটির ময়না’র চেয়ে বেশী[/sb

সহমত।

তবে তামিল/তেলেগু ম্যুভিগুলো ইদানিংকার হিন্দি অখাদ্যগুলোর চেয়ে ভালো।

২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৩

আমার বন্ধু রাশেদ বলেছেন: "তামিল/তেলেগু ম্যুভিগুলো ইদানিংকার হিন্দি অখাদ্যগুলোর চেয়ে ভালো। "- সহমত।

২১| ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫

সোহানী বলেছেন: ছবির কাহানি যাই হোক আপনার বর্ননা অসাধারন....... ছবিটি দেখার আগ্রহ নেই কিন্তু কালজয়ী ছবি মাটির ময়না বা মুক্তির গান এর রিভিও বার বার দেখার অপেক্ষায় ।।।।।।।।

২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

আমার বন্ধু রাশেদ বলেছেন: অনেক ধন্যবাদ :) :)

২২| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৯

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: আন্না ইডিপ্পু =p~ =p~

ভালো লেগেছে ভাই অসাধারণ

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৬

আমার বন্ধু রাশেদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :D :D

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: দুইটা মুভিই দেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.