নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বন্ধু রাশেদ

আমার বন্ধু রাশেদ

ব্লগে নিয়মিত লেখালেখি করার মত তেল আছে কিনা বুঝতে পারছি না - আগে সেফ ব্লগার করুক তারপর ভেবে দেখবো...

আমার বন্ধু রাশেদ › বিস্তারিত পোস্টঃ

ষোলশহর স্টেশনের অন্ধ বাউল...

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭

বছরখানেক আগের কথা। চিটাগাং ভার্সিটিতে ঘুরতে যাচ্ছিলাম। ষোলশহর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তখন একজন অন্ধ শিল্পীকে গান গাইতে শুনি। হাতে একটা নাম না জানা যন্ত্র নিয়ে একের পর এক বাউল আর লালনের গান গেয়ে যাচ্ছিলেন তিনি। এতটাই মুগ্ধ হই যে, হাতের পুরোনো ডিজিটাল ক্যামেরার সবটুকু চার্জের মায়া ত্যাগ করে উনার তিনটা গান ভিডিও করে ফেলি। ক্যামেরার কোয়ালিটি নিয়ে একটু মন খারাপ। কিন্তু এরপরও গানগুলো আমি বারবার শুনি, আর স্টেশনের ওই সময়টাকে মনে করি। অনুভূতিটা লিখে বুঝানো যাবেনা।

গানগুলোর লিরিক্স এবং ইউটিউব লিঙ্ক দিয়ে দিলাম। আনলিমিটেড নেট প্যাকেজ থাকলে শুনে দেখুন, ভাল লাগবে। আর হ্যাঁ, উনার হাতের বাদ্যযন্ত্রটার নাম কারো জানা থাকলে জানাবেন একটু। :)


ঃ ও মুরশিদ ও”

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অমর সৃষ্টিগুলোর একটি।

এই গানটার লিরিক্সঃ
আমার মন মজাইয়ারে
দিল মজাইয়া মুরশিদ
নিজের দেশে যাও
ও মুরশিদ ও
একে আমার ভাঙা ঘর
তার উপরে লরে চর
কখন জানি এই ঘর ভাইঙ্গা
পরে রে
আবের নেওয়ারী রে
কাঁচা বাঁশের বেড়া রে
বাজার লুটিয়া নিল
চুড়ায় রে
ও মুরশিদ ও
একে আমার ভাঙা নাও
তার উপরে তুফান বাও
পলকে পলকে উঠে পানিরে
কইয়ো দয়ালের ঠাই
এ তরীর ভরসা নাই
লাহুর দড়িয়া দিতে পারি রে।।
আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া মুর্শিদ্
নিজের দেশে যাও ।।



"দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব"
কথা: পরাণ ফকির
সুর: নবীন চন্দ্র রাজবংশী

লিরিক্সঃ
তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান
তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ
তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব
আমি সঁইপা দিব আমার মন ও প্রাণ
তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

দয়াল তোমারও লাগিয়া দেশে না বৈদেশে
আমি পাইতাছি পিরিতির ফল
তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান

যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে
তুমি সেইমতো উড়াইলা আমার প্রাণ
তুমি কোন্‌বা দেশে রইলারে দয়াল চান



"মিলন হবে কত দিনে "
- লালনগীতি

লিরিক্সঃ
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ-দাসী,
ও তা হয় না কপাল-গুণে।।
মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন
লুকালে না পাই অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে।।
যখন ও-রূপ স্মরণ হয়,
থাকে না লোক-লজ্জার ভয়-
লালন ফকির ভেবে বলে সদাই
(ঐ) প্রেম যে করে সে জানে।।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩

বোকামন বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৩

আমার বন্ধু রাশেদ বলেছেন: :)

২| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯

নিকষ বলেছেন: +

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৪

আমার বন্ধু রাশেদ বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩০

হীরা ৪৪ বলেছেন: 8-| 8-| 8-| 8-|

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২২

আমার বন্ধু রাশেদ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.