নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

"বিশ্বাস" কি?

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯

১। "ভক্তিতেই মুক্তি"
২। "বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর"

এই দুটি বাক্য আমার জীবনে সব থেকে বড় অভিশাপ হয়ে দাড়িয়েছে। (কোন ধর্মীয় কারনে নয়)
এই দুই বাক্যের মর্ম নিয়ে ব্লগ এ থাকা সকল মুরুব্বীদের মূল্যবান মতামত আশা করি।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২

ব্লগ সার্চম্যান বলেছেন: অনেক ভাবতে হবে ।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

হোয়াইট টাইগার বলেছেন: গুরুজনের বাক্য ঔই দুইটা।মুরুব্বিদের ভক্তি করলে মুক্তি মিলবে নয়লে আপনার জীবন অতিষ্ট করে দেবে ।যত্তবেশি তর্ক করবেন তত বেশি অত্যাচার বাড়বে ।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:

বিশ্বাস হলো, লজিক্যালী প্রমাণিত সত্যের উপর আস্হা রাখা

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০

নতুন বলেছেন: ১। "ভক্তিতেই মুক্তি"
২। "বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর"


অনেক সময় কাজে লাগে যদি ভক্তিটা ভালো জ্ঞানী লোকের জন্য হয় এবং তাদের মতে চললে মুক্তি মেলে...

এখন যুগ পাল্টাচ্ছে... তাই নিজেই জেনে শুনে সিদ্ধান্ত নেবেন..

শুধুই বিশ্বাস করার কিছুই নাই।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

রাশেদ রাহাত বলেছেন: সার্চম্যান@ ভেবেই বলুন। টেক ইউর টাইম।
টাইগার@ আপনার মন্ত্যবের সাথে সহমত। এমনিই ঘটেছে।
চাঁদগাজী@ একটু বিস্তৃত ব্যাখা প্রদানপূর্বক আহ্বান করছি জনাব।
নতুন@ ধন্যবাদ ভাইয়া।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

গেম চেঞ্জার বলেছেন: উভয় বাক্যের ওপর যথেষ্ট বিরক্তি আছে.......

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

আইএমওয়াচিং বলেছেন: যুক্তির উপরেই শুধু আস্থা রাখুন

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

জনম দাসী বলেছেন:

++++++++++++++++++++

ভক্তি করুন, মা, বাবা মুরব্বী জন দের
তবে, আজ কালকার টুররা হুজুর, ভণ্ড পীর, বা এজাতীয় কিছুকে নয়।
বিশ্বাস করা ভাল, তবে তা আল্লাহর পরে শুধু নিজের সৎ বিবেক কে, কারন সে আপনাকে ঠকাবে না।
তর্কে বহু দূর, ঝগড়ার তর্ক এড়িয়ে যাওয়া ভাল,
তবে ন্যায় সঙ্গত সত্য উদ্ঘাটন তর্কে এগিয়ে জাওয়া উত্তম।

ভাল থাকুন লেখক সব সময়।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

রাশেদ রাহাত বলেছেন: জনম দাসী/ ব্রাদার আপনার কমেন্ট এর জন্যে ধন্যবাদ জ্ঞাপন করছি। অতীব উত্তম কথা বলিয়াছেন। ভালো থাকবেন। শুভকামনা।

গেম চেঞ্জার এবং আই অ্যাম ওয়াচিং ব্রাদার থেংকু ব্রো :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.