নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

দুইটি লাইয়া একটি মৃত পিঁপড়াকে নিয়ে টানাটানি। সাথে আরেকটি লাইয়া আসলো ভাগ বসাইতে।

১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

সকালে ঘুম থেকে উঠে আমাদের বাসার পিছনের বাগান থেকে শুট করা ভিডিও। হয়তো খুব জরুরি কোন বিষয় নয়। কিন্তু আমার কাছে প্রকৃতিক এই সব কার্যকলাপ খুব ভালো লাগে। শেয়ার করলাম।
লাইয়া...? আমাদের আঞ্চলিক(নোয়াখালি) ভাবে এটি কে "লাইয়া" বলে ডাকা হয়। এটি একটি ছোট পোকা. পিপড়াঁর থেকে একটু বড়। গাছে বাঁসা করে থাকে। গায়ের রং লাল হয়ে থাকে। সাধারণত এই পোকার বাঁসা ভেঙ্গে এর সদ্য জন্মানো পোকাদের রুটির সাথে মিশিয়ে আমরা মাছ ধরে থাকি। আশাকরি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

প্রকৃতি প্রেমিদের ভিডিওটি দেখার আহ্ববান জানাচ্ছি। (২য় ব্লগ আমার)
click here...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

রাশেদ রাহাত বলেছেন: প্রামানিক ভ্রাতা@ ধন্যবাদ আপনাকেও। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.