নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

গানু গাইয়া মনু বুঝাই

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

আমি গান গাইতে পারতাম ছোট বেলা থেকেই। প্রাইমারি বন্ধুদের থেকে শুরু করে পরিচিত সকলেই বলেছে... "একবার কোথাও ট্রাই করে দেখ" কিন্তু কখনই তা করা হয়নি। আজ কোন কনসার্ট স্টেজে গাইতে না পারলেও নেটে তা ছড়িয়ে নিজের গুপ্ত প্রতিভা জাহিরের চেষ্টায় ব্রত।
কিছুটা ধারণা নিতে click here---

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২

প্রামানিক বলেছেন: বুঝলাম না জোলার ভাইল
দেখাইল মুরগী খাওয়াইল ডাইল।

আপনার অবস্থাও তাই। আপনি কথা কইলেন বাংলায় গান গাইলেন হিন্দীতে।
যদি বাংলা গান গাইতেন শুনে খুশি হইতাম।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

রাশেদ রাহাত বলেছেন: ভ্রাতা... আমি বাংলা গানেরই বেশি ভক্ত। কিন্তু পোস্ট করার সময় ব্যাপারটি মাথায় রাখিনি। সরি।
এই যে এইখানে তার প্রমাণ। click

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:



ভালো, গান গাওয়া বিরাট গুণ, যা মনকে প্রশান্তি দেয়।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

বলেছেন: বাংলা গান না গাইয়া পুরা হিন্দী গান গাওয়ায় হাসতে পারছি না।

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

রাশেদ রাহাত বলেছেন: অপেক্ষা করেন ভ্রাতা। কামিং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.