নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

আমরা কি শুধু নিজেদের আত্মতুষ্টির জন্যই ব্যস্ত থাকবো। এদের জন্য কি আমাদের কিছুই করার নেই...?

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

বাচ্চাটি দৌড়ে কাছে এসে বললো... "মামা... আমি নিয়ে যাই... যা খুশি দিয়েন। মামা মামা"।
আমি তাড়াহুড়া করে বললাম..."না না আমিই নিতে পারবো"
কিন্তু বাচ্চাটি ব্যাগের ধরার অংশটি ছাড়তে চাইলো না।
আমি নিজ হাত দিয়ে তার হাত-টি সরিয়ে দিয়ে বললাম…"তুমি টাকার জন্যইতো করতে চাও...? দিচ্ছি" মানি ব্যাগ থেকে সামান্য কিছু টাকা তার পকেটের সামনের ছোট্ট পকেটে গুজে দিয়ে বললাম…" যাও... আমারটা আমিই নিচ্ছি।"
স্থান টা সদরঘাট(ঢাকা)
`
নিজ মহাত্তা প্রকাশের অনুকূলে বলছি না। একটা তিক্ত অনুভূতি প্রকাশের নিমিত্তে বলছি।
রাজনৈতিক দলগুলো নিজেদের পরিচিতির জন্য কি না করছে...!
নিজ দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গায়ক,গায়িকা ভাড়া করে উল্ল্যাস, লক্ষ টাকা করে কোটি কোটি টাকা জলে।
নিজ নেতাকে বরণ করে নিতে, হাজার টাকার ফুলের তোড়া-এর থেকে বেশি মূল্য পাওয়া যেত যদি সেই টাকা দিয়ে কোন এতিম বাচ্চার শীতের জামা, বা সুন্দর জীবন যাপনের জন্য ব্যবস্থা করা যেত।
`
মেনে নিচ্ছি, রাজনৈতিক প্রয়োজনে এগুলোর প্রয়োজন আছে। কিন্তু, নৈতিক ও মানবিক প্রয়োজন কে আগে স্থান দেওয়া উচিৎ নয় কি...?
`
তাহলে মিথ্য প্রমাণ করুন... "সবার উপরে মানুষ সত্য"
`
`

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪

সামির জিদান বলেছেন: ঠিক বলছেন

২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫

আহমেদ জী এস বলেছেন: রাশেদ রাহাত,



আপনার অনুভূতির প্রতি সম্মান জানাই । প্রশ্নের জবাব এখানে ---
ভোট , না ভোট : একটি সত্যের মতো বদমাশ

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

রাশেদ রাহাত বলেছেন: জিদান@ ধন্যবাদ ভ্রাতা।
জী এস@ ভাইয়া আপনার লেখাটি অনেক বড় দেখলাম। তাই কপি পেস্ট করে প্রিন্ট আউট করে রেখেছি। সময় পেলে পড়ে আপনাকে ফিডব্যাক দিবো আশা রাখি। আপনার মেইল ঠিকানাটা আমাকে দিবেন দয়া করে। অথবা আমার ঠিকানাতে দয়া করে একটা মেইল দিয়ে স্বরণ করিয়ে দিবেন। [email protected].

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১২

রাশেদ রাহাত বলেছেন:

hav a look.... B:-/

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪

বিজন রয় বলেছেন: কিছু তো করা উচিত।

৬| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাহলে মিথ্য প্রমাণ করুন... "সবার উপরে মানুষ সত্য"

বর্তমান সময়ে এটিতো প্রমানীতই! শপিং মলে, আলীশান মসজিদে, ব্যক্তিগত ভোগ বিলাসে, অর্থনীতির বাস্তবতায়..সুদ, ঘূষ , দূর্নিতী...আত্মসাৎ এ সকল কিছূতেই প্রমানীত সবার উপরে অর্থ সত্য... মানুষ পান কি কোথাও????

আপনার চো খ মেলুন .. দেখুন..

৭| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৪

রাশেদ রাহাত বলেছেন: একজন কে তো উদ্যোগী হতে হবে।

৮| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৪

রাশেদ রাহাত বলেছেন: বিদ্রোহী ভাইজান/ আপনার সাথে দ্বিমত পোষন করার মতো কোন উপায় নেই। "আমি দেখেছি দু-চোখ মেলিয়া... এই সভ্যতা কে মনে হয়েছে একটি ঘন জঙ্গল, আর বিচরণ করছে কিছু মানুষী হায়নার"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.