নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

আতা গাছে তোতা পাখি নারিকেল গাছে ডাব :P :P =p~

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৩৬

আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ,
এত ডাকি তবু কথা
কও না কেন বৌ !
`
হয়তো এমন একজনও পাওয়া যাবে না, যারা এই কবিতাটি তাদের ছোট্টবেলার পাঠ্যপুস্তকে পড়েন নি।
`
আসুন এই কবিতাটিকে একটু অথেংটিক রং দেওয়া যাক।
`
আতা গাছে তোতা পাখি
নারিকেল গাছে ডাব,
তোমার আমার ভালোবাসা
100% লাভ।
`
ছোট্টো বেলা হতে আদি এই পর্যন্ত আমার কখনই এই আতা ফলের স্বাদ নেওয়া হয় নি। সেদিন গেলুম এক বন্ধু বাসায়। আসার সময় আন্টি আদি স্ট্যাইলে আমার হাতে অর্ধ-পাঁকা একটি আতা ফল ধরিয়ে দিলেন। অনিচ্ছার সত্বেও আন্টির আন্তরিকতার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক তা নিয়ে আসলাম।
২দিন পড়ে থাকার পর গতকাল আতাফলটি ভেংঙ্গে খেলাম। সত্যি আতা ফলেন মিষ্টি স্বাদ আমাকে অবাক করেছে।
যদি কেউ এখনো পর্যন্ত এই ফলের স্বাধ না নিয়ে থাকেন। তাদের বলছি, এখন আতা ফলের অন সীজন।
মিস করা যাবেনা কিন্তু।




মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫১

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: হুম,আমি কিন্তু অনেক খায়ছি

২| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৯

সাধারন বাঙালী বলেছেন: আতা!!!! ভালো লাগেনা =p~ =p~ =p~

৩| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৪

বিজন রয় বলেছেন: আতা ফল অনেক টেস্টি।

৪| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৯

রাশেদ বিন জাফর বলেছেন: সহমত

৫| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা,, নারিকেল গাছে ডাব!!

:-D

৬| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৭

রাশেদ রাহাত বলেছেন: হৃদয ভাই@ টেষ্টি না...?

৭| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২০

রাশেদ রাহাত বলেছেন: তালুকদার ভাই/ জানিতো দুটো শব্দই এক। কবিতার ছন্দ মিলাতে ব্যবহার করতে হলো। ব্যাইদ্যাওয়ে... আমি কিন্তু কবি নই।

৮| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩১

রাশেদ রাহাত বলেছেন: :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.