নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

এ আমার কি হয়ে গেলো...?

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১০

আমি লক্ষ করছি, আমার মধ্যে থেকে একটা মানুবিক গুণাবলি উদাও হয়ে গিয়েছে। তা হল "অবাক হওয়া"।
আমি পূর্ণ মনযোগ দিয়ে খেয়াল করছি যে, আমি এখন সব কিছুকেই স্বাভাবিক ভাবে নিতে শুরু করেছি।
কোন একটি বিষয়ে হঠাৎ চমকিত হওয়ার মতো কিছু আমার মধ্যে অবশিষ্ট নেই।
যেমন ধরুণ... "আমার কোন এক বিশেষ বন্ধু, যাকে আমি প্রাইমারী পাশ করার পর আর খুজে পাইনি।
কিন্তু মাঝে মাঝে প্রাইমারী স্মৃতিকে স্বরণ করলে তার কথা ও খুব মনে পড়তো। ধরুণ একদিন বাংলার রাজধানী ঢাকাতে, ধরুণ স্থানটি ফার্মগেট এর ওভার ব্রিজ। চলমান পথে যদি তার সাথে আমার বিপরীত মূখী অবস্থানে দেখাও হয়ে যায়।
তাহলেও আমি অবাক হবো না। আমার মুখে বিন্দু মাত্র চমক হওয়ার মতো আভাস পাওয়া যাবেনা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৩

বিজন রয় বলেছেন: সমস্যা কি?

২| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৮

রাশেদ রাহাত বলেছেন: বিজয় দা/ চলমান ০২বছর কেউ একজন "বিশ্বাসের নামে আমার উপর বুলডোজার চালিয়েছে। ক্ষত বিক্ষত করেছে তিলে তিলে গড়া আমার স্বপ্নগুলোকে। ইহার বাস্তবতায় আমি এতটাই চমকিত হয়েছি যে "আর কি অবশিষ্ট আছে...?"

৩| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩

আজমান আন্দালিব বলেছেন: আস্তে আস্তে অন্যান্য মানবিক গুণাবলীকেও ভ্যানিশ করে দেন...মহামানব হয়ে যাবেন।

৪| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭

ডার্ক ম্যান বলেছেন: শুধুমাত্র একজন প্রতারকের কারণে আপনি ভেঙ্গে পড়বেন, এটা কোন ভাবে কাম্য না

৫| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭

রাশেদ রাহাত বলেছেন: আজমান/ =p~ =p~

৬| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২২

রাশেদ রাহাত বলেছেন: ডার্ক ম্যান/ ভেঙ্গে পড়েছি, এমন টা নয়। ক্ষত মুছতে ও সময় লাগে। এতবড় থাপ্পর খাওয়ার পরে পাঁচ আঙ্গুলের দাগ কি চাইলেই মুছা যাবে...?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.