নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

একটা মূল্যহীন অনুভূতি। :-/ :-/ :-/

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৩

-১২ই ডিসেম্বর ২০১৪-
গন্তব্য জয়দেবপুর to কমলাপুর by ট্রেন।
দুরত্ব বেশি না হওয়াই ট্রেন এ টিকিট আসন পাওয়া যায়না।
ভ্যাগ্য ভালো থাকলে এর মধ্যে কোন যাত্রি নেমে গেলে যদি আসন পাওয়া আর কি!!
যথারীতি টিকিট কেটে ৩নম্বর লাইনের চাউনির নিচে অপেক্ষা করছি ট্রেন এর জন্য।
আমার মতো অনেকেই অপেক্ষারত।
অত্যধিক অপ্রয়োজনীয় শব্দ থেকে নিজের কান কে বাঁচাতে আমি MP-3 player এ ear-phn দিয়ে hanny singh এর... "charr batol bodka" গানটি শুনছিলাম। আর মোবাইলে জয়দেবপুর এর ফ্রি wi-fi use করছিলাম।
বেপারটা ছিলো আমার আশেপাশে তখন কয়েকটি সুন্দুরি কন্যা। আমরা সকলেই একই ট্রেনের জন্য অপেক্ষারত।
এর মধ্যে একটি মেয়ের দিকে আমার বেশিই নজর পড়ছিলো।
নিদিষ্ট সময়ের ২২মিনিট পরে ট্রেন আসলো। কষ্ট করে ট্রেন এ উঠলাম। একটা বগির মাঝ খানে দাঁড়িয়ে গান শুনছি আমি। দেখলাম সেই সুন্দুরি নয়না আমার পাশেই দাড়ালো।
এইবার আমি fb use করা শুরু করলাম।
খেয়াল করলাম মেয়েটা মাঝে মাঝে আমার মোবাইলের দিকে তাকাচ্ছে। আমিও কেনো জানি একটা আকর্ষন feel করতে লাগলাম।(এটা স্বাভাবিক)
তার আকর্ষন কে কাজে লাগাতে আমার profile option টা খুলে বার বার উপড় নিচ করতে লাগলাম।
এ সময় তার একটি কল আসলো। আমিও আমার mp3 player pause করে শুনতে লাগলাম তার কথা।
সব কথা শুনার পর এতটুকু বুঝতে পারলাম। কন্যটি উত্তরায় কোনো বেসরকারি হাসপাতাল এ জব করে।
ট্রেন উওরায় পৌছতেই মেয়েটি নেমে পড়লো।
আর পিছনে রেখে গেলো একটি ছেলের " না বলার কথা'র" ঝুড়ি।
এই ধরনের আবেগের কোরবানি আমাদের লাইফে হর-হামেশাই ঘটে। হয়তো কেউ উলটা পথে চলতেই ভুলে যায়, কেউবা কিছুদিন মনে রেখে আবার নতুন কোন নয়নার চোখে চোখ রেখে আগের টা ভুলে যায়। :-& :-& :-& :-& :-&

(পোস্টটি আমার ফেজবুকের ১৬ই ডিসেম্বর/২০১৪ এর পোস্ট ছিলো।)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫০

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

২| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১

রাশেদ রাহাত বলেছেন: দেখছাওনি অবস্থাঠা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.