নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

এক হারিয়ে যাওয়া সিলেটি বন্ধুর গল্প।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২০

বন্ধুটির নাম তুলি, সিলেটি।
যতদূর মনে আছে ২০১১সালের শেষের দিক। আমি তখন ইন্টারনেট ব্যবহার মাত্র শুরু করেছি। তখন নিয়মিত "আওয়াজ" নামক একটি সাইট এ পোষ্ট দিতাম। ওইখান থেকে আমার নাম্বার নিয়ে তুলি আমাকে কল দিলো। অল্প সময়েই দুইজন ভালো বন্ধু হয়ে গেলাম। তখন নিয়মিত তার সাথে কথা হতো।
নিজ জেলার বাহিরে পাওয়া, অদেখা একজন বন্ধু ছিল আমার। মাঝে মাঝে কিছু সমস্যায় কথা বন্ধ থাকলেও ও আমার সাথে যোগাযোগ বন্ধ করতো না। এভাবে এক বছর কথা বলার পর, আস্তে আস্তে সে হারিয়ে যেতে থাকে।
সর্বশেষ ওর সাথে কথা হয়, গত বছরের ৭-ই নভেম্বর। দিনটি ছিলো আমার জন্ম দিন।
১২:৩৭ মিনিট-এ ও আমাকে ফোন করে জন্মদিন এর শুভেচ্ছা জানালো। বস্তুত্ব আমি নিজেও জানতাম না, সে দিন আমার জন্ম দিন ছিলো।
দেখতে দেখতে আবার এক বছর হতে চলেছে। আরেকটি জন্মদিন নিকটে। তাই হারিয়ে যাওয়া বন্ধুটিকে একটু বেশিই মনে পড়ছে ।

(সূত্রঃ ৩১শে অক্টোবর, ২০১৪, আমার ফেজবুক ওয়াল)

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮

মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: ভালো লাগলো

২| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৬

রাশেদ রাহাত বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

৩| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বন্ধুর জন্মদিনে আপনিও তাকে শুভেচ্ছা জানান।

৪| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০০

রাজু বলেছেন: হারিয়ে যাওয়া বলতে কি বুঝাইলেন!! হারিয়ে গেলে ফোন দেয় কিবাবে....

৫| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

রাশেদ রাহাত বলেছেন: ২০১৪এর পরে তার আর কোন খোজ পাইনি। তার মায়ের নাম্বার টা আছে। বাট, ফোন দিতে ইস্তত্ববোধ করি।

৬| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১

রাশেদ রাহাত বলেছেন: ২০১৪ এর পরে আর কথা হয়নি।

৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫২

রাশেদ রাহাত বলেছেন: কোথাকার কি, কোথায়...?

৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪

খালি বালতিফারখালি বালতি বলেছেন: মির্জা বাড়ির বউড়া নামে এক বেশরম মাল্টির কারণে বেলের শরবত, শরণার্থী, আখের রস তিনটা নিক ব্যান হয়েছে আমার। তবুও আমি অগ্নিসারথির হয়ে চিকা মারা থামাব না। এখনকার অবস্হা দেখেন

জার্মান প্রবাসেঃ ১৬৪৬
অগ্নি সারথির ব্লগঃ ৩০৭
ইস্টিশন ব্লগঃ ১৯৫
প্রবীর বিধানের ব্লগঃ ৬১
ইতুর ব্লগঃ ৩২

আপনাদের বুঝা উচিত আপনাদের কম ভোট দেয়ার কারণে অন্যরা সুযোগ নিচ্ছে। জার্মান প্রবাসে ওয়েব সাইটটি টাকা দিয়ে ইন্টারনেটে ভোট কিনছে, ওদের প্রতিযোগিতা থেকে বহিঃস্কার করা উচিত। জার্মান প্রবাসে ব্লগ জার্মানীতে একটা চাকচিক্যময় জীবনের প্রতি ইঙ্গিত দিয়ে চলা ব্যবসায়ি এজেন্সি ছাড়া কিছু না। সেখানে অগ্নি সারথি এই ব্লগের শতাব্দির সেরা ব্লগার। সেখানে আমার ভরষা শুধু নিজেদের ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট টি যেখানে বন্ধু মাত্র ১০২৪ জন। আর কিছু সহব্লগার।


মাননীয় জুরি বোর্ডের প্রতি আমার আকুল আবেদন, শুধু আমাকে আর ইতুর ব্লগকে বিবেচনা করতে, বাকিরা সব কয়টা ভন্ড। একজন ব্লগার শুধু ব্যাক্তি তথা ইউজার একজন আর একটি ব্লগ হল কয়েক হাজার ব্লগারের সমন্বিত রুপ। আর বিষয়টা যেহেতু যোগ্যতার চেয়ে যোগাযোগের এর সেহেতু আমাকে জয়যুক্ত করা হোউক। একজন ব্লগার কখনোই পুরো একটা ব্লগের প্রতিদ্বন্দ্বী হয়ে টিকে থাকতে পারেনা। আশা করি আপনারাও বিষয়টা নিয়ে ভাববেন এবং আমাকে ব্লগে রেসিডেন হিসাবে নিয়োগ দেবেন।

নববর্ষের উৎসবে যাওয়ার আগে পরে আমাকে দুইটা করে ভোট দিয়ে যান, আমি জিতলে সামু জিতবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.