নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

কিঞ্চিত রম্য (১৮+ এর গন্ধ বিদ্যামান)

১৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৯

গতকাল [২৭-ই জুন] প্রথম আলো পত্রিকায় #১০ নম্বর পেজে, আমাদের সকলের অতি পরিচিত নাট্য-অভিনেতা ‪#‎আবুল_হায়াত‬ এর ‪#‎ভুল‬ নামক একটা লেখা পড়লাম।
স্যার তার লেখায় বুঝাতে চেয়েছেন যে, "মানুষ মাত্রই ভুল"। কিছু মানব সূষ্ট ভুল মাঝে মাঝে খুবই হাস্য রসের জন্ম দেয়।
এক্ষেত্রে তিনি একাধিক উদাহরণ দাখিল করেছেন।
তার মধ্যে একটি উদাহরণ প্রথমে আমাকে ‪#‎শকর্ড‬ করলো, পরে ‪#‎laughআলো‬।
এক প্রতিবেশী তার পাশের এক প্রতিবেশীকে মোবাইল ফোনে একটি মেসেজ দিলো।
মেসেজ-টি এরকম ছিলো...
……………………………………………………
স্যার... গত কয়েক মাস ধরে আপনার বাসায় অনউপস্থিতিতে আমি আপনার ‪#‎ওয়াইফ‬ কে উপভোগ করে যাচ্ছি। যখন ইচ্ছে তখন, যে কোনো সময়।
কিন্তু কয়েক দিন থেকে আমার নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। তাই আপনার কাছে ক্ষমা পার্থনায় এই মোবাইল বার্তা। আমাকে ক্ষমা করবেন।
বুঝতেই পারছেন। মেসেজটি পড়ার পর বেচারার হার্ট ফেইলুর। ভর্তি হলেন হসপিটালে।
পরের দিন একটু সুস্থ হবার পরে হসপিটালের বেডে থাকতেই সেই প্রতিবেশীর কাছ থেকে আরেকটা মেসেজ পেলেন। যাতে লেখা ছিলো………………… "স্যার দুঃখিত আমার লেখায় একটা ছোট্টো শব্দ ভুল ছিলো। ওখানে ওয়াইফের জায়গায় ওয়াইফাই হবে।
Wife= Wi-fi.

(আমার ফেসবুক ওয়াল থেকে নেওয়া)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৩

বিজন রয় বলেছেন: হে হে হে হে ।

০৮ ই মে, ২০১৬ রাত ৯:৪৩

রাশেদ রাহাত বলেছেন: বাহ...আপনার হাসি খানা কিন্তু জাক্কাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.