নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর কারিশমা...

০১ লা মে, ২০১৬ রাত ১০:৫৭

ইয়া মাবুদ... "ছাইড়া দে মোরে কাইন্দা বাঁচি"
কি কারিশমা দেখাইলা...!
তামাম দুনিয়া যখন "গরমে ভষ্মিভূত" তখন হঠাৎ কইরা একজটকায় সব ঠান্ডা। কুলললল।

তয় ভাই ও বোইন সকল, এ মুহূর্তে দেশের বাড়িতে থাকায় এই তুমুল ঝড়ের মধ্যেও আম কুড়াতে বাহির হইয়া গেলাম।
অনেক আশা লইয়া বাড়ির একমাত্র আম গাছটির তলায় গিয়া অনেক অনুসন্ধানের পর মাত্র দুই(২) খানা আম কুড়াইয়া পাইলুম।

হতাশ চিত্তে আম গাছটির উপুরে তাকাইয়া বুঝুলুম ... ""ওহহ নো, এই আম গাছটির তো এখনো যৌবন কাল চলিতেছে""

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৬ রাত ১১:১৪

মোঃ আলামিন বলেছেন: আমিও আজ আম কুরালাম

২| ০২ রা মে, ২০১৬ সকাল ৯:১৮

রাশেদ রাহাত বলেছেন: শুনে আবাম পেলুম। তা ভাইজান কোন অঞ্চলের লোক।

৩| ০২ রা মে, ২০১৬ সকাল ৯:২৩

মোস্তফা ভাই বলেছেন: ভাইডি তুমি আমই খাও

৪| ০৩ রা মে, ২০১৬ সকাল ৮:০৭

রাশেদ রাহাত বলেছেন: ;) #:-S :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.