নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

কই...! আমার মা-বাবা কে তো কখনই বলতে শুনিনাই..." বাবা তুমি আমাকে বিশ্বাস করো না...?"

০৮ ই মে, ২০১৬ সকাল ৯:১৮

যদি কেউ আপনাকে বলে যে ""তুই/তুমি কি আমাকে বিশ্বাস করো না...?""
চোখ বন্ধ করতে যত সময় লাগে, তার আগেই বুঝে নিবেন যে এখানেই গন্ডগোল আছে।

আচ্ছা আপনি কি কখনও শুনছেন যে আপনার মা-বাবা আপনাকে এমন প্রশ্ন করতে...?
সম্পর্কগুলোর মধ্যে বিশ্বাস এমন একটি অবস্থা, যেখানে "মুখে বিশ্বাসের বুলি ছড়িয়ে কিছুই হয়না, অর্জন করে নিতে হয়।"
যেমনটা বাবা-মা আমাদের থেকে অর্জন করে নিয়েছে। বুলি দিয়ে নয়।

ধন্যবাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.