নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন ৩০টি ইংরেজি শব্দ শিখি। ইংরেজি শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করি। পর্ব -০১

০১ লা জুলাই, ২০১৬ রাত ৯:৫৭

১, Apparently - আপাতদৃষ্টিতে

২, Comparatively - তুলনামূলকভাবে।

৩, Context - প্রসঙ্গ।

৪, Briefly - সংক্ষেপে।

৫, Majority - অধিকাংশ।

৬, Meanwhile - ইতিমধ্যে।

৭, All the same - একই কথা।

৮, At times - মাঝে মাঝে।

৯, Besides - তাছাড়া।

১০, From your point of view - আপনার দৃষ্টিতে।

১১, In accordance with - অনুসারে।

১২, In addition - অধিকন্তু।

১৩, Since - যেহেতু।

১৪, More or less - মোটামুটিভাবে।

১৫, More than that - ততোধিক।

১৬, Nevertheless - তথাপি।

১৭, Not yet - এখনও না।

১৮, Nowhere - কোথাও না।

১৯, Sanction - বিধিনিষেধ।

২০, So so - মোটামুটি।

২১, Therefore - সেজন্য, সেই জন্য।

২২, Until Now - এখন পর্যন্ত।

২৩, What Else - আর কি।

২৪, Adolescent - কিশোর।

২৫, Preteen - কিশোরী।

২৬, Age related ailment - বার্ধক্যজনিত।

২৭, Approach - আগমন করা।

২৮, Atom of truth - সত্যের লেশ।

২৯, Autopsy - ময়না তদন্ত।

৩০, Bow down - নতি স্বীকার করা।


মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর উদ্যোগ , সাথে উচ্চারণটাও দিয়ে দিলে ভাল হত ।

০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:১৯

রাশেদ রাহাত বলেছেন: ব্লগার ভাই-বোনেরা সবাই অবশ্যই ইংরেজেতে মোটামুটি দক্ষ। এক্ষেত্রে এই শব্দগুলো শুধু মাত্র ঝালিয়ে নিলেই হবে। উচ্চারনে সমস্যা হবে বলে মনে হয়নি। তবে দু একটি শব্দে যদি প্রয়োজন হয়। পরবর্তি পর্বগুলোতে যুক্ত করে দিবো। আপনার পরামর্শের জন্য কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।

২| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৪৪

বিজন রয় বলেছেন: ভাল কাজ। চালিয়ে যান।

তবে অর্থ শেখার সাথে সাথে বাক্যে এটির প্রয়োগও শিখতে হবে।
সেটা খুবই জরুরী।

০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:২১

রাশেদ রাহাত বলেছেন: ভিন্ন ধরনের রান্না না হয় আমিই করে দিলাম। কিন্তু সেটাকে থালায় বেড়ে নেবার দ্বায়িত্ব আপাতত আপনার ঘাড়ে। ধন্যবাদ।

৩| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল উদ্যেগ। প্রিয়তে

০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:২১

রাশেদ রাহাত বলেছেন: :-/

৪| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:৪৬

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট।

৫| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ৮:৫১

রাশেদ রাহাত বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.