নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

জঙ্গিবাদ বনাম নিজের চরকায় তেল।

২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৫

বাংলাদেশে এখন অন্যতম আলোচনার ইস্যু হচ্ছে #জঙ্গিবাদ। এখানে কাউকে জঙ্গিবাদ এর দিকে নিয়ে আসার পক্ষে #ব্রেইনওয়াস নামক একটি আজগুবি শব্দ প্রচলিত হয়। এবং এখন পর্যন্ত দেখাগেছে, এই ব্রেইন ওয়াস এর শিকার সমাজের উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্ত ঘরের ছেলে-মেয়েরা হচ্ছে।
প্রশ্ন হচ্ছে, সমাজের এই স্বচ্ছল পরিবারে বেড়ে উঠা ছেলেরা কি আসলে মস্তিষ্কবিহীন প্রাণী...? উত্তর অবশ্যই "না" হবে।
তাহলে, প্রশ্ন করা যেতেই পারে "কোন যুক্তির ভিত্তিতে এই ছেলে-মেয়ে গুলো তাদের এই বিলাসী জীবন ছেঁড়ে এই নরকের দিকে এগিয়ে যাচ্ছে...?"

এক্ষেত্রে আপনি যে উত্তর দিবেন তা যতেষ্ট অসন্তুষ্টি জনক। কেননা, যা আপনি বলছেন তা কি এই ছেলে-মেয়েগুলো এই নরকে ঝাঁপ দেওয়ার আগে বিবেচনা করে দেখেনি..?
দেখার বিষয় হচ্ছে, কি যুক্তির মাধ্যমে আমাদের এই ছেলেগুলি আইএস বা এ জাতীয় নরকে ঝাঁপ দিতে প্রস্তুত।

আমাদের উচিৎ তাদের ব্রেইনওয়াস করার অনুকূলে যে যুক্তিগুলো ব্যবহার হয় সেগুলোকে খুঁজের বের করা এবং যুক্তি খন্ডনের মাধ্যমে তার সমাধান করা।
আর না হলে চলুন, সবার আর্শিবাদ কামনা করেই নাকে তেল মেরে ঘুমাই।

যেমন গৌতম বুদ্ধ বলেছিলেন "জগতের সকল প্রানী সুখী হোক"

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.