নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

বিষয়ঃ রক্তদান।

০২ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:২১

কিছু শিক্ষিত ছেলে-মেয়েদের বলতে শুনা যায়... "নিজের খাইয়া মাইষেরে রক্ত দিতে যামু ক্যান...?"

একবার এমনি বক্তব্য দেওয়া একজনকে আমি প্রশ্ন করলাম... "যদি আপনার বা আপনার পরিবারের কারো দরকার হয়...?"

সে প্রশ্নের উত্তরে বললো..."প্রয়োজন হলে কিনে নেবো ! "

তারপর আমি প্রশ্ন করেছিলাম, কার রক্ত কিনবেন...? "গাজ্জুটি/মদখোরদদের রক্ত? কারন, আমি তো জানি রক্ত বিক্রয় হারাম। আপনার মতো সবাই চিন্তা করলে তো স্বেচ্ছায় রক্তদান কথাটা বিলুপ্ত হয়ে যেত। আর প্রয়োজনে নেশাখোরগুলোর রক্ত কিনতে হতে।

আমার এই বয়ানের পরে লোকটি চুপ হয়ে গেলো। আমি তাকে যা ধরিয়ে দিতে ছেয়েছিলাম তা কাজে লেগেছে।
অনেকেই আছেন যারা সুঁই ভয় পান। তাদের কথা আর কি বলবো। সামান্য এই ব্যাথা, দু-এক দিন ক্লান্তি যদি একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তা কি বড় নয়...?

নিজের দৃষ্টভঙ্গিকে বদলান।







মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:১৮

টাইম টিউনার বলেছেন: অনুপ্রেরণা মূলক পোস্ট ।

০৩ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৮

রাশেদ রাহাত বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.