নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।
বাংলার মাটিতে এ গানটি শুনেননি এমন প্রাপ্তবয়স্ক মানুষ খুজে পাওয়া কঠিন হবে।
এই গানের একটা করুন ইতিহাস আছে, যা অনেকেরই অজানা। এইটা আসলে "শোয়া চান পাখি", মানে যে পাখি শুয়া (শুয়ে)আছে ৷ গানটির লেখক "উকিল মুন্সী"।
উকিল মুন্সীর স্ত্রী অসুস্থ ৷ অসুস্থ বৌ ঘরে রাইখাই দূরের গ্রামে গান করতে গেছেন ৷ গানের অনুষ্ঠান চলাকালীন খবর আইলো উনার স্ত্রী মারা গেছেন ৷ দূরের পথ, ফিরতে ফিরতে কয়েকদিন লাগলো ৷ ততদিনে কবর দেয়া হয়া গেছে ৷ গুরু উকিল মুন্সী বাড়ি ফিরা কবরের সামনে বৈসা পড়লেন ৷ সেইখানে বৈসাই গানটা লিখলেন।
হিমুর স্রষ্টা হুমায়ুন আহমেদ এর লেখনি "মধ্যাহ্নের উকিল মুন্সী" থেকে জানা যায়- উকিল মুন্সীর জম্ম নেত্রকোনার খালিয়াজুড়িতে। জীবনের শেষ চল্লিশ বছর কাটিয়েছেন মোহনগঞ্জ উপজেলার জৈনপুরে। ১৩৮৫ বাংলা সনের (১৯৭৮ ঈসায়ী) পৌষ মাসের দুই তারিখে তিনি মারা যান। বেতাই নদীর কূলে জৈনপুরের সেই বাড়ির উঠোনে তার কবর। হুমায়ুন আহমেদের জম্ম নানার বাড়ি মোহনগঞ্জ উপজেলা সদরে। উকিল মুন্সী যে বছর মারা যান সে বছর হুমায়ুন আহমেদ এর বয়স ৩১(সালটা-১৯৯৪)।
গানটির কথাগুলোঃ
-------------------------------+
শুয়াচান পাখি আমার শূয়াচান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।।
তুমি আমি জনম ভরা
ছিলাম মাখামাখি,
আজ কেন হইলে নীরব
মেলো দুটি আঁখি।।
বুলবুলি আর তোতা ময়না
কত নামে ডাকি,
তোরে কত নামে ডাকি
শিকল ভেঙ্গে চলে গেলে কারে লইয়া থাকি।।
তোমার আমার এই পিরিতি
চর্ন্দ্র সূর্য্য সাক্ষী,
হঠাত করে চলে গেলে
বুঝলাম না চালাকিরে পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।।
ঝামেলামুক্ত অডিও
২| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উকিল মুনশি এক মসজিদের ইমাম ছিলেন , সেকালে মুসলিম সমাজে গান বাজনা নাকি আপত্তিকর বিষয় ছিল না । উকিলের কোন সন্তান ছিল না , তারপরও বউ কে আদর করে 'লাবুসের মা' ডাকতেন ।
সুন্দর পোস্ট ।
৩| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: গানটি আমারও খুব প্রিয়। পোস্ট ভালো লাগলো!
৪| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৩
রাশেদ রাহাত বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৪
রাশেদ রাহাত বলেছেন: নতুন তথ্য পেলাম। ওয়েব থেকে বসলে নিশ্চয় সংযুক্তি দিবো
৬| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:৩৫
রাশেদ রাহাত বলেছেন: ভালো লাগালো শুনে আমি ও ভালো অনুভব করছি।
৭| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
রাশেদ রাহাত বলেছেন: ভুল তথ্য দিলেন বলে মনে হচ্ছে। উকিলের বাচাচা কাচ্চা ছিলো।
৮| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: আমার প্রিয় গানগুলো একটা । বুকের মধ্যে এসে বিঁধে ।
(মন্তব্যের নিচে হলুদ অংশটায় চাপ দিন, তারপর ওখানে উত্তর লিখুন)
২৫ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৪
রাশেদ রাহাত বলেছেন: ””(মন্তব্যের নিচে হলুদ অংশটায় চাপ দিন, তারপর ওখানে উত্তর লিখুন)”” বুঝতে পারিনি।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: কালজয়ী এক অনন্য সৃষ্টি!!!!!!
শুয়াচান পাখি আমার শূয়াচান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি।।
+++++++++++++++++++