নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক আর ব্লগের মধ্যকার সব থেকে বড় পার্থক্যঃ

২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪২

ফেসবুকে দু-এক লাইনের একটা পোস্ট দিলে লাইকের বন্যা বয়ে যায়। যেখানে হাজার শব্দের একটি অসাধারন বড় মাপের লেখা পড়ার মতো বন্ধু খুজেই পাওয়া মুসকিল। সবাই শুধু লাইক বাট চাপে আর স্কোল ডাউন করতে থাকে। আর কমেন্ট...? না পড়েই বলবে "ভালো" নাইচ"।

অন্যদিকে ব্লগে লেখা যতই বড় হোক যৌক্তিক, শালিন ও সময় উপযোগী একটা পোস্টের যে গ্রহন যোগ্যতা থাকে তা কখনই ফেসবুকে পাওয়া যায় না।
ব্লগে এসে আপনি লিখবেন...! "হাই বন্দুরা, কেমন আছো সবাই?" বা "আজ আমার মন ভালো নেই" অথবা "আমার বাবা খুব অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন"
এ জাতীয় লেখায় কমেন্ট তো পাবেন ই না বরং সিনিয়র ব্লগাররা আপনার বিরুদ্ধে রিপোট করবে। ফলাফল ৭ দিন, ১ মাস এর জন্য ব্যানন অথবা আইডি গায়েব।
আর যদিও মন্তব্য পান বকাঝকা ছাড়া কিছুই পাবেন না।

"তালাশে"র সাথে তাল মিলিয়ে বলতে চাই, ব্লগ হলো একটি ডাইরীর পাতার মতো। পার্থক্য হলো ডাইরি ব্যাক্তিগত আর ব্লগ উন্মুক্ত।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

মো:সাব্বির হোসাইন বলেছেন: ঠিক বলেছেন।

২| ২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হা হা হা কথা গুলো সত্যি। ব্লগ হলো সৃষ্টিশীল মাধ্যম।

৩| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার কাছে ব্লগই ভালো লাগে। অনেক কিছু শেখা যায়, জানা যায়। ফেসবুকে সময় অপচয় ছাড়া কিছু মনে হয় না। তাই আই ডি থাকলেও সেখানে আমি খুব কম বসি। ফেসবুক প্রেমিকরা কিছু মনে করবেন না প্লিজ!

৪| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:




বুঝার শুরু করেছেন, সময় লাগবে, একদিন ব্লগকে পরিস্কারভাবে বুঝবেন। এখন ব্যান প্যান তেমন নেই; আমি যখন কমেন্ট কতে পারছি, সবই ঠিক আছে।

৫| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪২

সুমন কর বলেছেন: ঠিক বলেছেন।

৬| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৭

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: ভালই লিখেছেন। আরেকটি পার্থক্য হল, প্রায় সব ব্লগারের ফেসবুক আইডি আছে (ফেসবুকে সক্রিয় থাকুক আর নাই থাকুক) কিন্তু অধিকাংশ ফেসবুক আইডিধারী ব্লগ চিনেই না।

৭| ২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

রাশেদ রাহাত বলেছেন: সাধুবাদ ভ্রাতা।

৮| ২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

রাশেদ রাহাত বলেছেন: ঠিক তাই। এই সৃষ্টিশীলতার লাগাম ধরে রাখা চাই।

৯| ২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

রাশেদ রাহাত বলেছেন: মনে করার কি আছে বলুন। আমাদের সবারই রুচি, থিউরি আলাদা।

১০| ২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

রাশেদ রাহাত বলেছেন: |-) =p~

১১| ২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

রাশেদ রাহাত বলেছেন: নিশ্চয় যোগগ করে দিবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.