নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

সভ্যতা সামনে এগিয়ে চলে। সেই সাথে পাল্টে যায় বিনিময়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮



২০০২ এর দিকে যখন আস্তে আস্তে ১০পয়সার মুদ্রাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তখন, প্রাইমারী স্কুলের সামনে থাকা এক বৃদ্ধ চাচার দোকানে ৫ টা ১০ পয়সার কয়েন দিয়ে কি জানি খেয়েছিলাম। তখনই আমি জানতাম যে পয়সাগুলো চাচা চালাতে পারবে না।
তার কয়েক বছর পরেই চাচা পরলোকগমন করেন।
আচ্ছা বৃদ্ধ চাচা কি মুদ্রাগুলো চালাতে পেরেছিলো...?
নাকি, এই ধোকাবাজির জন্য চাচা কে আখিরাতে আমার নেকির ভাগ দিতে হবে...?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭

প্রথমকথা বলেছেন: আখেরাতে দিতে হবেনা তা আমি নিশ্চিত করে বলতে পারি কারণ তুমিতো যে কোন বিনিময়ে দিয়েছো! তখন থেকে তার দায়িত্ব।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

রাশেদ রাহাত বলেছেন: বাঁচালেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.