নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

নানার বাড়িতে কাটানো সময়গুলো। ছোটবেলার গপ্প।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৭

এই মুহূর্তে নানা-নানিদের বাড়িতে আছি। সেই ছোট বেলার স্মৃতিগুলো উঁকি দিচ্ছে আমার জানালা। সেই চেনা পথগুলো। সেই পরিচিত মানুষগুলো, যাদের অনেকেই এখন বয়োবৃদ্ধ/বয়োবৃদ্ধা।
এই পাড়ার প্রতিটি রাস্তাই আমাদের দূরন্তপনার সাক্ষী। সেই সময় ছিলোনা কোন লজ্জা সরমের বালাই। হাতে সাইকেল এর টায়ার পেলেই হলো। যতটুকু মনে আছে, ১৯৯৮ সালের সেই বন্যার পরেই যৌথ পরিবারগুলা আলাদা হতে থাকে বেশি মাত্রায়। আমরা নানার বাড়ি ছেড়ে শহরের গ্যাস পানিতে নিজেদের হারিয়ে ফেলি। ভুলে যাই, সেই পুকুরে গাঁ ভাঁসিয়ে হাবুডুবু খাওয়ার দিনগুলো। ভুলে গেছি ফু দিয়ে রান্না করা সেই ভাত-তরকারির প্রকৃত স্বাধ। ভুলে গেছি সেই মাটির বানানো চুলার ধৌয়ার নাক জ্বলা গন্ধ।
আর, এই মুহূর্তে নানা-নানির বাড়ির সেই পূরানো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আর হয়তো ফিরে পাবার নয় সেই দিন।
#মিস_ইউ_ছোটবেলা
#দূরন্তপন

( later post )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.