নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

সেলফি জ্বরে পাগলামি। প্রায় জীবন বাজি রেখে তোলা সেলফি গুলো।

১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪০

স্মার্টফোনের জগতে সেলফি কতটা জনপ্রিয় হয়ে উঠেছে তা বয়ান না করলেও চলে | ঘন ঘন সেলফি তোলাকে মনোবিজ্ঞানীরা মানসিক সমস্যা বলে চিহ্নিত করেছেন | সেলফি তোলার জন্য অনেকের মাথায় পাগলাটে বুদ্ধিও আসতে দেখা গেছে | কিন্তু এখানে যেসব সেলফিগুলো তুলে ধরা হবে তাদের পাগলামি প্রশ্নাতীত | রীতিমতো জীবনকে বাজি রেখে সেলফি তুলেছেন তারা | বেশকয়েকটি নমুনা দেখে নিন |


১) টাম্বলারে প্রকাশ করা হয়েছে এই সেলফিটি | মহাকাশচারীর সেলফি কেউ আগে দেখেছেন বা ভেবেছেন কিনা তা নিজেরাই ভেবে দেখুন। পৃথিবী থেকে বহু দূরে মহাকাশে ভাসতে ভাসতে সেলফি তোলার শখ কার হতে পারে ?


২) মেক্সিকোর জনপ্রিয়, কিন্তু প্রাণঘাতী খেলা | মারমুখী রাগী ষাঁড় ছুটছে | প্রাণ বাঁচাতে ছুটছেন এই মানুষটি | কিন্তু সেলফি তোলাতেই খেয়াল তার |


৩) সার্ফিংয়ের এই মুহূর্তে কিভাবে সেলফি তোলার কথা মাথায় আসে ! এই সার্ফারের কিন্তু মাথাতে আগেই ছিল | কিন্তু চরম মুহূর্তে কিভাবে তুললেন, তাই ভাববার বিষয় |


৪) 'টপ গান' স্টাইলের সেলফি বলা হয়েছে একে | বিমানের পাইলট সঠিক মুহূর্তেই সেলফিটি নিয়েছেন | তার পেছনে বিমান থেকে ছাড়া হয়েছে রঙিন বাজি |


৫) এয়ার জাম্পার এই মানুষটি | হাজার হাজার ফুট ওপর থেকে লাফ দেওয়া হয়তো এদের কাছে কোনো ব্যাপার নয় | কিন্তু প্যারাশুট খোলার আগেই মোবাইল বের করে সেলফি তোলার ব্যস্ততা সত্যিই পাগলামীর চেয়েও অনেক বেশি কিছু |


৬) বহু ওপর দিয়ে উড়ে যাচ্ছে বিমান | এই পাইলটের কি কাণ্ডজ্ঞান আছে ! তিনি ককপিটের জানালা খুলে অর্ধেক বাইরে বেরিয়ে সেলফি তোলার কাজ করছেন | যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়া বিচিত্র নয় |


৭) দুবাইয়ের ১০১ তলা বিল্ডিংয়ের ওপরে উঠে সেলফি তুলছেন এই ১৯ বছর বয়সী যুবক | এই বিল্ডিং ছাড়াও দুবাইয়ের আরও ২০টি বহুতলের উপর দাঁড়িয়ে সেলফি তুলেছেন রাশিয়ার এই যুবক |

তথ্যসূত্রঃ নেট ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.