নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

রাশেদ রাহাত

ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী; সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।

রাশেদ রাহাত › বিস্তারিত পোস্টঃ

জ্বররর পট্টি।

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৪



মাটির ঘর, উপরের একটি শক্ত আদলের সাথে দড়িঁ দিয়ে ঝুলানো একটি আদি মাটির কলস। কলসের নিচের তলায় ঠিক মাঝ বরাবর একটি ছিদ্র।
নিচে মেহেগনী গাছের বানানো প্রায় ভেঙ্গে যাওয়া সিঙ্গেল খাট। তার উপর শুয়ে থাকা আমার মাথায় একটি সূতি কাপড়, কয়েক ভাঁজে মোড়াঁনো। জৈনিক নাম না জানা পাতার বিচানায় শুয়ে প্রচন্ড জ্বরে কাতরাচ্ছি।

হঠ্যাৎ মা জননী এসে পড়লেন আরেক মাটির কলস হাতে। এবং উপরের কলসের মুখ বরাবর পানি ঢালতে শুরু করলেন। আহ্… কাতড়ানো জ্বরের মধ্যে সে এক অন্যান্য ভালো লাগার অনুভূতি।

ইহা একখানা কাল্পনিক জ্বর পট্টি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩০

বর্ষন হোমস বলেছেন: কাল্পনিক হলেও অনুভুতি কিন্তু অসাধরণ আর বাস্তবে হলে তো কথাই নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.